15 হাজার টাকার রেঞ্জে লঞ্চ হল iPhone 15 Pro Max ফোনের মতো দেখতে এই চাইনিজ স্মার্টফোন

চাইনিজ ফোন প্রস্ততকারী কোম্পানি ZTE মার্কেটে দুটি নতুন স্মার্টফোন পেশ করেছে। এই ফোনদুটির ব্যাক প্যানেলের ডিজাইন অনেকটা iPhone 15 Pro Max ফোনের মতো। এই ফোনদুটি ZTE Axon 60 ও Axon 60 Lite নামে লঞ্চ করা হয়েছে এবং প্রথমে এই দুটি ফোন মেক্সিকোতে সেল করা হবে। ফোনদুটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।

ZTE Axon 60 Lite ফোনের দাম

কোম্পানি ZTE Axon 60 Lite ফোনটি 4GB RAM সহ পেশ করেছে। এই ফোনে 256GB storage রয়েছে। এই ফোনটির দাম MXN 2999 অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 14,800 টাকা। ফোনটি Purple, Gold এবং Blue কালারে সেল করা হবে।

ZTE Axon 60 ফোনের দাম

কোম্পানির ZTE Axon 60 ফোনে 6GB RAM এবং 256GB storage রয়েছে। ফোনটির দাম MXN 3699 অর্থাৎ প্রায় 18,200 টাকা রাখা হয়েছে। মেক্সিকয় এই ফোনটি Gold, Purple এবং Black কালারে সেল করা হবে।

ZTE Axon 60 এবং Axon 60 Lite ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: ZTE Axon 60 ফোনে 6.72 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে এবং Axon 60 Lite ফোনে 6.6 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে রয়েছে। উভয় ফোনের স্ক্রিন এলসিডি প্যানেল দিয়ে তৈরি এবং 90 হার্টস রিফ্রেশ রেটে কাজ করে।

প্রসেসর: ZTE Axon 60 ফোনে Unisoc T616 চিপসেট যোগ করা হয়েছে এবং ZTE Axon 60 Lite ফোনটি Unisoc T606 প্রসেসরে কাজ করে।

রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য উভয় ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা সেন্সর রয়েছে। এর সঙ্গে Axon 60 ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 2MP macro লেন্স দেওয়া হয়েছে এবং Axon 60 Lite ফোনে 2MP depth সেন্সর যোগ করা হয়েছে।

ফ্রন্ট ক্যামেরা: সেলফি ও ভিডিও কলের জন্য Axon 60 ফোনে 32MP front camera এবং Axon 60 Lite ফোনে 8MP selfie shooter রয়েছে।

ব্যাটারি: ZTE Axon 60 এবং Axon 60 Lite উভয় ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 22.5W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here