Motorola ante cleche Moto G34 ebn Moto G24 Power স্মার্টফোন, দেখে নিন ফটো

Motorola সম্পর্কে খবর পাওয়া যাচ্ছে কোম্পানি তাদের দুটি নতুন ফোনে কাজ করছে এবং খুব তাড়াতাড়ি গ্লোবাল মার্কেটে এই ফোনদুটি লঞ্চ করতে পারে। এই দুটি সস্তা 5জি ফোন Moto G34 এবং Moto G24 Power নামে পেশ করা হবে। ইন্টারনেটে এই দুটি ফোনের ছবিও লিক হয়েছে ফলের ফোনদুটির ডিজাইন সম্পর্কেও জানা গেছে।

Moto G34 এবং Moto G24 Power এর ডিজাইন

  • Moto G24 Power ফোনে কার্ভ এজ ডিজাইন দেখা গেছে এবং ফোনটির ব্যাক প্যানেল গ্লসি।
  • Moto G34 ফোনের লিক ইমেজে লেদার ব্যাক প্যানেল দেখা গেছে এবং এতেও কার্ভ এজ ডিসপ্লে দেওয়া হয়েছে।
  • এই দুটি ফোনের ব্যাক প্যানেলই অনেকটা বাজারে উপস্থিত Moto G54 ফোনটির মতো।
  • ফোনের ফ্রন্ট প্যানেলে স্ক্রিনের অপরের দিকে মাঝ ব্রাবার ক্যামেরা সেন্সর সহ পাঞ্চ হোল কাটআউট অবস্থিত।
  • Moto G34 ফোনের সাইড বেজল দেখা গেলেও Moto G24 Power ফোনটিতে অত্যন্ত পাতলা বেজল থাকবে।
  • উভয় ফোনেই ডানদিকের প্যানেলে পাওয়ার বাটন এবং ভলিউম রকার বাটন অবস্থিত।
  • Moto G34 ফোনটির নিচের প্যানেলে 3.5 এমএম জ্যাক, স্পিকার এবং ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে।
  • ফটোগ্রাফির জন্য ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল সেন্সর সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।

Moto G34 এর স্পেসিফিকেশন (লিক)

ডিসপ্লে: লিক অনুযায়ী Moto G34 ফোনে 1080 x 2400 পিক্সেল রেজলিউয়াহ্ন সাপোর্টেড 6.6 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হবে। এতে 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত আইপিএস এলসিডি প্যানেল যোগ করা হবে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স থাকবে।

প্রসেসর: এই ফোনটিতে 2.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 732জি অক্টাকোর প্রসেসর দেওয়া হতে পারে।

ব্যাটারি: লিক অনুযায়ী এই ফোনে 5,000mAh ব্যাটারি যোগ করা হতে পারে। দ্রুত চার্জ করার জন্য এতে ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here