12GB RAM এবং 50MP Camera সহ চীনে লঞ্চ হল OPPO A2 5G স্মার্টফোন, জেনে নিন দাম

ওপ্পো তাদের হোম মার্কেট চীনে তাদের নতুন স্মার্টফোন হিসাবে OPPO A2 5G লঞ্চ করেছে। এই ফোনে কোম্পানি 12GB RAM, MediaTek Dimensity 6020 প্রসেসর, 50MP Camera এবং 5,000mAh Battery এর মতো বেশ কিছু উল্লেখযোগ্য ফিচার যোগ করেছে। এই পোস্টে লেটেস্ট OPPO A2 5G এর দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: 8GB RAM, 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হল POCO C65, জেনে নিন বিস্তারিত

OPPO A2 5G এর দাম

চীনে OPPO A2 5G ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনের বেস ভেরিয়েন্টে 12GB RAM + 256GB স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 1699 yuan অর্থাৎ প্রায় 19,300 টাকা। একইভাবে ফোনটির 12GB RAM + 512GB স্টোরেজ সহ টপ মডেল 1799 yuan অর্থাৎ প্রায় 20,500 টাকা দামে পেশ করা হয়েছে। চীনের বাজারে এই ফোনটি Black, Green এবং Violet কালারে সেল করা হবে।

OPPO A2 5G এর স্পেসিফিকেশন

  • 6.72″ FHD+ 90Hz screen
  • MediaTek Dimensity 6020
  • 12GB RAM + 512GB storage
  • 50MP Dual Rear Camera
  • 33W 5,000mAh battery

ডিসপ্লে: এই ফোনে 2400 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.72 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন এলসিডি প্যানেল দিয়ে তৈরি এবং 90 হার্টস রিফ্রেশরেট ও 180 হার্টস টাচ স্যাম্পেলিং রেটে কাজ করে।

প্রসেসর: এতে 7 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.2 গিগাহার্ট ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 6020 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।

স্টোরেজ: OPPO A2 5G ফোনে 12GB RAM এর সঙ্গে 256GB এবং 512GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এছাড়া ফোনটিতে LPDDR4x RAM এবং UFS 2.2 storage টেকনোলজি রয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে এতে সেলফি এবং ভিডিও কলের জন্য 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 5,000 এমএএইচ ব্যাটারি যোগ করা হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 33 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।

অন্যান্য: এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন রয়েছে। এর সঙ্গে এই ফোনে 3.5mm যাক, স্টেরিও স্পিকার, IP54, 5GHz Wi-Fi এবং Bluetooth 5.1 এর মতো প্রয়োজনীয় ফিচার যোগ করা হয়েছে।

ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং কালার ওএস 13.1 এ কাজ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here