মাত্র 8,499 টাকা দামে লঞ্চ হল 50MP Camera সহ এই সস্তা Samsung স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

স্যামসাং ভারতে তাদের নতুন Galaxy M14 4G স্মার্টফোন লঞ্চ করেছে। 50MP ক্যামেরা, 12GB র‌্যাম (6GB+6GB) এবং Qualcomm Snapdragon 480 প্রসেসর সহ এই মোবাইল ফোনটির দাম মাত্র 8,499 টাকা থেকে শুরু হয়। এই পোস্টে নতুন Samsung Galaxy M14 4G ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানানো হল।

Samsung Galaxy M14 4G এর দাম

ভারতে স্যামসাং গ্যালাক্সি এম14 4জি স্মার্টফোনটি দুটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস মডেলে 4GB র‌্যাম + 64GB স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর দাম 8,499 টাকা রাখা হয়েছে। একইভাবে ফোনের 4GB র‌্যাম + 64GB স্টোরেজ সহ টপ ভেরিয়েন্ট 11,499 টাকা দামে পেশ করা হয়েছে। এই নতুন স্যামসাং ফোনটি আমাজন থেকে Arctic Blue এবং Sapphire Blue কালারে কেনা যায়।

Samsung Galaxy M14 4G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: স্যামসাং গ্যালাক্সি এম14 4জি ফোনটিতে 1920 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। PLS LCD প্যানেল দিয়ে তৈরি এই ডিসপ্লে 90 হার্টজ রিফ্রেশ রেটে কাজ করে।

পারফরম্যান্স: এই স্যামসাং স্মার্টফোনটি Android 13 এবং One UI 5.1 সহ লঞ্চ করা হয়েছে। এতে প্রসেসিঙের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন 480 অক্টাকোর প্রসেসর রয়েছে। গ্রাফিক্সের জন্য গ্যালাক্সি M14 4জি-তে Adreno 619 GPU যোগ করা হয়েছে।

মেমরি: Samsung Galaxy M14 4G ফোনটিতে 4GB RAM রয়েছে। এর সঙ্গে 6GB ভার্চুয়াল র‌্যামও রয়েছে যার ফলে ফিজিক্যাল র‌্যামের সঙ্গে যোগ হয়ে এতে 12GB র‌্যামের পারফরমেন্স পাওয়া যায়। এছাড়াও এই স্যামসাং ফোনে 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Samsung Galaxy M14 4G ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স রয়েছে। এছাড়া সেলফি এবং ভিডিও কলিঙের জন্য ফোনে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy M14 4G স্মার্টফোনে 25ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্টেড 5,000mAh ব্যাটারি রয়েছে।

অন্যান্য: Samsung Galaxy M14 4G ফোনে 3.5 মিমি হেডফোন জ্যাক, সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল 4জি VoLTE এবং ব্লুটুথ 5.2 এর মতো প্রয়োজনীয় অপশনগুলি রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here