50MP Selfie Camera সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হল এই শক্তিশালী স্মার্টফোন, ব্যাক প্যানেলে রয়েছে 180MP+50MP+50MP ক্যামেরা

অনার গতকাল MWC 2024, অর্থাৎ মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস এর মঞ্চে দাঁড়িয়ে গ্লোবাল মার্কেটে তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন Honor Magic6 Pro লঞ্চ করেছে। এই ফোনে দুর্দান্ত ক্যামেরা সেগমেন্ট ছাড়াও রয়েছে বিভিন্ন অসাধারণ শক্তিশালী ফিচার। নিচে Honor Magic6 Pro ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিত জানানো হল।

Honor Magic6 Pro এর ক্যামেরা

রেয়ার ক্যামেরা

  • 50MP wide-angle camera (f/1.4-f/2.0 aperture, supports OIS optical image stabilization)
  • 180MP periscope telephoto camera (f/2.6 aperture, supports OIS optical image stabilization)
  • 50MP ultra-wide-angle camera (f/2.0 aperture), supports autofocus

ফটোগ্রাফির জন্য এই ফোনটির ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে এফ/2.6 অপারচারযুক্ত 180 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফোটো লেন্স, এফ/1.4 অপারচারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.0 অপারচারযুক্ত 50 মেগাপিক্সেল অল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে।

ফ্রন্ট ক্যামেরা

  • 50-megapixel wide-angle camera (f/2.0 aperture)
  • 3D depth camera

সেলফি তোলা এবং রীল তৈরি করার জন্য Honor Magic 6 Pro ফোনে ডুয়েল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এর ফোনের স্ক্রিনের পাঞ্চ-হোল কাটআউটের মধ্যে এফ/2.0 অ্যাপারচারের 50 মেগাপিক্সেল ওয়াইড এঙ্গল লেন্স এবং 3D টেকনোলজি সহ ডেপ্থ ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে।

Honor Magic6 Pro স্পেসিফিকেশন

স্ক্রিন: Honor Magic 6 Pro স্মার্টফোনে 1280 x 2800 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.80 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন এলটিপিও OLED প্যানেল দিয়ে তৈরি এবং 120 হার্টজ রিফ্রেশরেট ও 4320 হার্টজ পিডব্লিউরম ডিমিং সাপোর্ট করে।

প্রসেসর: Honor Magic6 Pro ফোনটি Android 14 এবং MagicOS 8.0 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিং এর জন্য এতে 3.3 গিগাহার্টজ ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 অক্টা-কোর প্রসেসর রয়েছে। এছাড়া গ্রাফিক্সের জন্য ফোনে অ্যাড্রিনো 750 জিপিইউ দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Honor Magic6 Pro ফোনে 5,600mAh ব্যাটারি রয়েছে। এই ব্যাটারিকে দ্রুত চার্জ করার জন্য এতে 80 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি যোগ করা হয়েছে এবং এই ফ্ল্যাগশিপ ফোনটি 66 ওয়াট ওয়্যারলেস চার্জিং টেকনোলজিও সাপোর্ট করে।

Honor Magic6 Pro এর ফিচার

  • IP68 water and dust resistance
  • NFC Support
  • 3D Face Recognition
  • Fingerprint Sensor Support
  • Bluetooth 5.3
  • 5GHz Wi-Fi 7
  • USB Type-C, USB 3.1
  • Stereo System with Dual Speakers DTS: X Ultra

Honor Magic6 Pro এর দাম

গ্লোবাল মার্কেটে এই অনার স্মার্টফোনটি 12GB RAM + 512GB স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 1299 ইউরো। ভারতীয় টাকার দরে এই দাম প্রায় 1,16,669 টাকার কাছাকাছি। আগামী 1 মার্চ থেকে ইউরোপে এই ফোনটি Epi Green এবং Black কালারে সেল করা হবে। ভারতে অনার ম্যাজিক 6 প্রোর সেল সম্পর্কে এখনও কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি।

এই ফোনটির সঙ্গেই অনার গ্লোবাল মার্কেটে Porsche Design HONOR Magic V2 RSR পেশ করেছে। এটির দাম রাখা হয়েছে 2699 ইউরো। ভারতীয় টাকা অনুযায়ী এর দাম প্রায় 2,42,411 টাকা। অর্থাৎ এটি Apple iPhone Pro Max 1TB এর চেয়েও দামি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here