Covid-19 Vaccine এর জন্য কিভাবে রেজিস্টার করবেন? জেনে নিন স্টেপ বাই স্টেপ

গত বছর বাধ ভাঙা বানের মতো গোটা বিশ্বে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মহামারীর বিরুদ্ধে এই বছর প্রতিরোধক তৈরি করা হয়েছে। মার্চ মাসের শুরু থেকেই গোটা দেশে COVID Vaccination অর্থাৎ করোনা ভাইরাস টীকাকরণ শুরু হয়ে গেছে। সরকার এই মুহূর্তে সেই সব মানুষদের টীকা দিচ্ছে যাদের বয়স 60 বছরের উর্ধ্বে অথবা 45 বছরের বেশি ও কোনো অসুস্থতায় ভুগছেন। করোনা ভাইরাসের এই ভ‍্যাক্সিনের দাম রাখা হয়েছে মাত্র 250 টাকা। আপনিও যদি আপনার মা-বাবা অথবা বাড়ির কোনো বয়স্ক ব‍্যাক্তির টীকাকরণ করাতে চান অথচ জানেন না কিভাবে করাতে হবে তবে এই পোস্ট আপনার জন্য। মাত্র দশটি সহজ স্টেপ ফলো করে জেনে নিন কিভাবে কোভিড 19 ভ‍্যাক্সিনের জন্য রেজিস্টার করবেন এবং স্লট বুক করবেন।

আরও পড়ুন: জেনে অত‍্যন্ত সহজে Netflix থেকে ফিল্ম ডাউনলোড করার পদ্ধতি

মাত্র 10টি স্টেপে পুরো রেজিস্ট্রেশন:

1. কোভিড 19 টীকাকরণের জন্য সবার আগে নিজেকে Co-WIN এর অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করাতে হবে। তার জন্য এখানে ক্লিক করুন

2. ওয়েবসাইট ওপেন হলে হোম পেজে ওপরের ডানদিকের কোণায় ‘Register Yourself’ অপশন দেখা যাবে, এতে ক্লিক করুন।

3. এখানে ওটিপি পাওয়ার জন্য অ্যাক্টিভ ফোন নাম্বার লিখতে হবে। এস‌এম‌এসের মাধ্যমে পাওয়া ছয় অঙ্কের ওটিপি সাবমিট করে নিজেকে রেজিস্টার করুন।

4. ওটিপি ভেরিফাই হ‌ওয়ার পর রেজিস্ট্রেশন ফর্ম আসবে, এখানে আপনার নিজের নাম, জেন্ডার, জন্ম তারিখ প্রভৃতি জানতে চাওয়া তথ্যগুলি লিখুন।

5. ফর্ম সাবমিট করার আগে ‘Comorbidities’ অপশন ফিল করা অত‍্যাবশ‍্যক, এখানে ‘হ‍্যাঁ’ বা ‘না’ সিলেক্ট করুন। জানিয়ে রাখি, যাদের বয়স 45 বছরের উর্ধ্বে বা কোনো অসুখে ভুগছেন এই অপশনটি তাদের জন্য।

আরও পড়ুন: অত্যন্ত সহজেই বাড়ি বসে অনলাইনে কারেকশন করা যায় PAN Card এর ভুল তথ্য, জেনে নিন পদ্ধতি

6. রেজিস্ট্রেশন হয়ে গেলে ‘Book Appointment for Vaccination’ এর পেজ আসবে, এতে ক্লিক করুন।

7. এখানে আপনার নিজের রাজ‍্য, জেলা, ব্লক, পিন কোড জাতীয় ঠিকানা সম্পর্কিত তথ্য জানতে চাওয়া হবে। লোকেশন লেখার পর সার্চ অপশন দেখা যাবে, এতে ক্লিক করুন।

আরও পড়ুন: জেনে নিন কিভাবে লম্বা লাইনের ঝামেলা ছাড়াই অনলাইনে বানাবেন Driving License

8. লোকেশন সার্চ করার পর আপনার কাছাকাছি যেসব সরকারি এবং দায়িত্ব প্রাপ্ত বেসরকারি হাসপাতাল ও সেন্টারে টীকাকরণ হচ্ছে তার লিস্ট দেখানো হবে।

9. সেই লিস্টের মধ্যে নিজের সুবিধা মতো যে কোনো একটি সেন্টার বাছাই করে টাইম স্লট ও তারিখ চেক করতে পারবেন। যে সেন্টারে আপনার পছন্দ মতো স্লট পাবেন সেটি সিলেক্ট করে ‘Book’ অপশনে ক্লিক করুন।

আরও পড়ুন: জেনে নিন Android ফোন থেকে ডিলিট হয়ে যাওয়া ফোটো ও ভিডিও রিকভার করার উপায়

10. স্লট বুক করার পর ‘Appointment Confirmation’ এর পেজ ওপেন হবে এবং এখানে আপনার লেখা সমস্ত তথ্য থাকবে। মন দিয়ে সমস্ত ডিটেইলস চেক করে ‘কনফার্ম’ বাটনে ক্লিক করুন। অ্যাপয়েনমেন্ট নেওয়া হয়ে গেলে সঠিক সময়ে নির্দিষ্ট সেন্টারে পৌঁছে যান।

পরিবারের সদস‍্যদের কিভাবে জুড়বেন?

যদি আপনার পরিবারের একাধিক সদস‍্যের টীকাকরণ করাতে চান সেক্ষেত্রে এই পোর্টালে একটি অ্যাকাউন্টেই তাদের নাম জুড়তে পারবেন। এর জন্য, আলাদা ভাবে রেজিস্ট্রেশন করার দরকার নেই। ওপরে বলা চতুর্থ স্টেপের পর এক সঙ্গে চার জনকে যোগ করা যাবে। এখানে প্রত‍্যেক ব‍্যাক্তির নাম, ঠিকানা, বয়স ইত্যাদি সাবমিট করাতে হবে।

সবার ডিটেইলস দেওয়ার পর কনফার্ম করতে হবে এবং এরপর আপনার সুবিধা মতো টীকাকরণের অ্যাপয়েনমেন্ট নিতে হবে। উল্লেখ্য এক‌ই লিস্টের প্রত‍্যেকের অ্যাপয়েনমেন্ট যে এক‌ই সময় ও এক‌ই দিনে নিতে হবে এমন কোনো কথা নেই। প্রয়োজন হলে স্থান ও সময় আলাদা হতেই পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here