50MP Selfie এবং 50+50+50MP Back Camera সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Vivo V30 Pro, ক্যামেরা কাঁপাবে বাজার

আগামী 7 মার্চ ভারতে Vivo V30 Pro মোবাইলটি লঞ্চ হতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে ক্রমাগত তাদের এই শক্তিশালী ক্যামেরা সহ ফোনটি সম্পর্কে টিজ করা হচ্ছে। ভারতীয় বাজারে লঞ্চের আগেই এই ফোনটি ইন্দোনেশিয়ায় লঞ্চ করা হয়েছে যার ফলে এই ফোনটির সম্পূর্ণ ফিচার এবং স্পেসিফিকেশন প্রকাশ হয়ে গেছে। Vivo V30 Pro ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Vivo V30 Pro এর দাম

ইন্দোনেশিয়ার মার্কেটে ভিভো V30 Pro 5জি ফোনটি 12GB র‍্যাম এবং 512GB স্টোরেজ সহ সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। সেখানে এই ফোনটির দাম Rp. 8,999,000 অর্থাৎ প্রায় 47,000 টাকা রাখা হয়েছে। মনে করিয়ে দিই ভারতে এই ফোনটি আগামী 7 মার্চ লঞ্চ করা হবে এবং ভারতেও এই ফোনের দাম প্রায় 45,000 টাকার কাছাকাছি রাখা হতে পারে।

Vivo V30 Pro এর ফটো

Vivo V30 Pro এর ক্যামেরা

ফ্রন্ট ক্যামেরা

  • 50MP Selfie Sensor
  • AF Group Photo
  • f/2.0, 92° FOV, 5P

ভিভো V30 প্রো ফোনের সেলফি ক্যামেরা এই ফোনের একটি অন্যতম ফিচার। কোম্পানি তাদের এই নতুন ফোনটি 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সহ বাজারে পেশ করেছে। এতে অটো ফোকাস গ্রুপ ফোটো ফিচার রয়েছে। এই ক্যামেরা 92° ফিল্ড অফ ভিউ ও এফ/2.0 অ্যাপারচারযুক্ত একটি 5পি লেন্স।

রিয়ার ক্যামেরা

  • 50MP VCS True Color Main Camera (OIS, f/1.88, 84° FOV, 6P)
  • 50MP Professional Portrait Camera (AF, f/1.85, 47.6° FOV, 6P)
  • 50MP AF Ultra Wide-Angle Camera (f/2.0, 119° FOV, 5P)

ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে ওআইএস ফিচার সহ এবং এফ/1.88 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই সেটআপে এফ/2.0 অ্যাপারচারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/1.85 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স যোগ করা হয়েছে।

Vivo V30 Pro এর স্পেসিফিকেশন

পারফরম্যান্স: ভিভো V30 প্রো স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং ফানটাচ OS 14 সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি এবং 3.1 গিগাহার্টজ ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 অ্যাক্টাকোর প্রোসেসর দেওয়া হয়েছে।

মেমরি: এই ফোনটি গ্লোবাল বাজারে 12জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ করা হয়েছে এবং ফোনটি 12জিবি এক্সটেন্ডেড র‍্যাম সাপোর্ট করে। ভার্চুয়াল র‍্যাম এবং ফিজিক্যাল র‍্যাম মিলিয়ে Vivo V30 Pro ফোনে 24জিবি র‍্যামের পারফরমেন্স পাওয়া যায়। এতে 512জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। ফোনটি LPDDR5X RAM + UFS 2.2 স্টোরেজ টেকনোলজিতে কাজ করে।

স্ক্রিন: ভিভো V30 প্রো স্মার্টফোনটিতে 2800 × 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির স্ক্রীনে রয়েছে। এই স্ক্রিনটি এমোলেড প্যানেলে দিয়ে তৈরি এবং 120 হার্টজ রিফ্রেশরেটে কাজ করে। এই ফোনটির স্ক্রীন 2800 নিট ব্রাইটনেস এবং 452 পিপিআই সাপোর্ট করে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo V30 Pro 5G ফোনে 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000এমএএইচ ব্যাটারি রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here