যেদিন থেকে শোনা গেছে টেক জগতের অন্যতম প্রিমিয়াম কোম্পানি Apple তাদের সস্তা স্মার্টফোনে কাজ করছে সেদিন থেকেই আইফোন প্রেমীরা এই ফোনের জন্য অধীর আগ্ৰহে অপেক্ষা করে আছে। এই ফোনকে iPhone SE এর আপডেটেড ভার্সন বলা হচ্ছে। গত বছর অ্যাপেল বিশেষজ্ঞ Ming Chi Kuo iPhone SE 2 এর লঞ্চ সম্পর্কে জানিয়েছিলেন। কিছু দিন আগে শোনা গিয়েছিল কোম্পানি iPhone SE 2 এর সঙ্গে iPhone SE 2 Plus ও লঞ্চ করবে এবং এই ডিভাইসের বেশ কিছু স্পেসিফিকেশনও জানা গিয়েছিল। এবার iPhone SE 2 এর লঞ্চ ডেট সম্পর্কে জানা গেছে। শোনা যাচ্ছে অ্যাপেল আগামী 31 মার্চ তাদের নতুন ও সস্তা আইফোন টেক মঞ্চে পেশ করবে।
একটি জার্মান ওয়েবসাইট থেকে Apple iPhone SE 2 এর লঞ্চ ডেট জানা গেছে। এই ওয়েবসাইট তাদের সোর্স থেকে খবর পেয়ে জানিয়েছে অ্যাপেল আগামী 31 মার্চ তাদের নতুন আইফোন গ্লোবাল মঞ্চে পেশ করার প্রস্তুতি নিচ্ছে। এইদিন কোম্পানি তাদের কম দামের আইফোন লঞ্চ করবে। ওয়েবসাইটের বক্তব্য অনুযায়ী 31 মার্চ লঞ্চের পর 3 এপ্রিল থেকে আন্তর্জাতিক মার্কেটে এই ফোন সেল করা শুরু হবে। প্রসঙ্গত জানিয়ে রাখি অ্যাপেলের এই আগামী আইফোন দুটি iPhone SE 2 এবং iPhone SE 2 Plus নামে লঞ্চ হবে বলে তো সবাই জানেই, আবার কিছু রিপোর্টে এই ফোনের নাম iPhone. 9 ও বলা হয়েছে।
Apple iPhone SE 2
অ্যাপেলের আগামী iPhone SE 2 সম্পর্কে শোনা যাচ্ছে এই ফোনে 5.4 ইঞ্চির স্ক্রিন দেওয়া হবে। এই স্ক্রিন সাইজ কোম্পানির আগে লঞ্চ করা iPhone 8 এর ক্ষেত্রেও দেখা গেছে। লিক থেকে জানা গেছে অ্যাপেল তাদের আগামী iPhone. SE 2 ফোনে Face ID এবং 3D Touch ফিচার যোগ করে মার্কেটে লঞ্চ করবে এবং এই ফোনে নচ দেওয়া হবে না।
Apple iPhone SE 2 সম্পর্কে শোনা যাচ্ছে এই ফোনটি Apple A13 প্রসেসরের সঙ্গে লঞ্চ করা হবে। আপনাদের মনে করিয়ে দিই এই চিপসেট অ্যাপেলের লেটেস্ট আইফোন সিরিজের তিনটি ডিভাইস iPhobe 11, iPhone 11 Pro এবং iPhobe 11 Pro Max এর ক্ষেত্রেও দেখা গেছে। লিক অনুযায়ী Apple iPhone SE 2 তে অ্যাপেল 3 জিবি র্যামের সঙ্গে পেশ করবে যা LPDDR4X RAM হবে। রিপোর্ট অনুযায়ী কোম্পানির পক্ষ থেকে Apple iPhone SE 2 ফোনটি 64 জিবি এবং 128 জিবি মেমরিযুক্ত দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে।
রিপোর্ট থেকে জানা গেছে কোম্পানি তাদের Apple iPhone SE 2 তে এলসিপি অ্যান্টেনা যোগ করবে যা এই ফোনের নেটওয়ার্ক ও ফ্রিকোয়েন্সি ক্ষমতাকে 5.1 ডেসিবেল পর্যন্ত বাড়িয়ে দেবে। এই ফোনের সঙ্গে 5 ওয়াটের চার্জার দেওয়া হতে পারে। লিক অনুযায়ী এই ফোনটি ডীপ গ্ৰে, হোয়াইট ও রেড কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। কোম্পানি তাদের Apple iPhone SE 2 ফোনটি $399 ইউএস ডলার দামে লঞ্চ করতে পারে। ভারতীয় টাকার দরে এই দাম প্রায় 28,000 টাকার সমান। অর্থাথযদি এই খবর সত্যি হয় তবে মাত্র 30 হাজার টাকারও কম দামে Apple iPhone SE 2 ব্যবহার করা যাবে।
আরও পড়ুন: Apple iPhone 11 এর মতো ডিজাইনের সঙ্গে লঞ্চ হল সস্তা স্মার্টফোন, দাম মাত্র 5,499 টাকা
Apple iPhone SE 2 Plus
মিডিয়া রিপোর্ট থেকে জানা গেছে কোম্পানির Apple iPhone SE 2 Plus ফোনটিতে এলসিডি ডিসপ্লে দেওয়া হবে এবং এই ফোনে 5.5 ইঞ্চি থেকে 6.1 ইঞ্চির মাঝের মাপের স্ক্রিন দেওয়া হবে। লিক অনুযায়ী Apple iPhone SE 2 Plus ফোনটি Apple iPhone X এর মতো ফুল স্ক্রিন ডিজাইনের সঙ্গে লঞ্চ করা হতে পারে এবং এই ফোনে ফেস আইডির বদলে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখা যেতে পারে। তবে বর্তমানে অ্যাপেলের এই আগামী আইফোন সিরিজের জন্য কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন