7GB RAM এবং 13MP ক্যামেরা সহ মাত্র 9 হাজার টাকার বাজেটে পেয়ে যাবেন এই লো বাজেট স্মার্টফোনটি, জেনে নিন বিস্তারিত

ভারতের সবথেকে লো বাজেট 5G স্মার্টফোনের কথা বললে প্রথমেই সম্প্রতি লঞ্চ হওয়া LAVA Blaze 5G ফোনটির নাম উঠে আসে৷ Lava Blaze 5G ফোনটি মাত্র 9,999 টাকায় দেশে সেলের জন্য উপলব্ধ। অন্যদিকে, আজ LAVA কোম্পানি ভারতে আরেকটি লো বাজেট মোবাইল ফোন LAVA Blaze NXT লঞ্চ করেছে, যার দাম মাত্র 9,299 টাকা। আরও পড়ুন: 160MP ক্যামেরা সহ লঞ্চ হল Honor এর একটি নতুন 5G ফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন 

LAVA Blaze NXT এর দাম

LAVA Blaze NXT স্মার্টফোনটি ভারতীয় মার্কেটে মাত্র 9,299 টাকায় লঞ্চ হয়েছে। এই মোবাইল ফোনটি শুধুমাত্র একটি সিঙ্গেল ভেরিয়েন্টে ভারতীয় মার্কেটে এসেছে, যেখানে 4 GB RAM মেমরির সঙ্গে 64 GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। LAVA Blaze NXT ফোনটি শপিং সাইট Amazon India থেকে কেনা যাবে, যেখানে এই লো বাজেট Lava স্মার্টফোনটি সবুজ এবং লাল রঙের কালার অপশনে কেনা যাবে।

LAVA Blaze NXT স্মার্টফোনের স্পেসিফিকেশন

LAVA Blaze NXT ফোনটি প্রিমিয়াম গ্লাস ব্যাক ডিজাইনে নির্মিত। এই ফোনটিতে একটি 6.5-ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে, যা IPS LCD প্যানেলে তৈরি। LAVA Blaze NXT Android 12-এ লঞ্চ করা হয়েছে। প্রসেসিংয়ের জন্য এই ফোনে MediaTek Helio G37 চিপসেট দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটি 4GB র‌্যামে লঞ্চ করা হয়েছে যা 3GB ভার্চুয়াল র‌্যাম টেকনোলজি সাপোর্ট করে। অর্থাৎ, প্রয়োজনে LAVA Blaze NXT 7GB র‍্যাম সাপোর্ট করবে। এই নতুন LAVA মোবাইল ফোনে 64GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।  আরও পড়ুন: BGMI Low MB Download : ডাউনলোড করুন Battlegrounds Mobile India এর লেটেস্ট ভার্সন APK, জেনে নিন ডিটেইল 

LAVA Blaze NXT স্মার্টফোনটি ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। এই ফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ একটি 13-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, যার সাথে আরও দুটি সেন্সরও রয়েছে। এই ফোনের ক্যামেরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজিতে কাজ করে। LAVA Blaze NXT ফোনটি।সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।

LAVA Blaze NXT ফোনটি একটি ডুয়াল সিম ফোন যা 4G VoLTE সাপোর্ট করে। এই ফোনটি 3.5 mm জ্যাক এবং অন্যান্য বেসিক কানেক্টিভিটি ফিচার সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এই ফোনের ব্যাকে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনটি 5,000 mAh ব্যাটারি সাপোর্ট করে, যা USB Type-C পোর্টের মাধ্যমে চার্জ করা যেতে পারে। আরও পড়ুন: 500km রেঞ্জ সহ লঞ্চ হল Pravaig Defy electric SUV, দেখে নিন এই গাড়ির দুর্দান্ত ফিচার

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here