500km রেঞ্জ সহ লঞ্চ হল Pravaig Defy electric SUV, দেখে নিন এই গাড়ির দুর্দান্ত ফিচার

ভারতে আজকাল প্রায়দিন নতুন নতুন ইলেকট্রিক গাড়ি লঞ্চ হচ্ছে। সম্প্রতি, ভারতীয় কোম্পানি PMV EaS-E, ভারতের সবচেয়ে লো বাজেট ইলেকট্রিক গাড়ি পেশ করেছে। বর্তমানে ভারতের মার্কেটে আরও একটি দেশীয় ইলেকট্রিক গাড়ি আনা হয়েছে। আসলে বেঙ্গালুরুর স্টার্টআপ কোম্পানি তাদের প্রথম ইলেকট্রিক SUV Pravaig Defy লঞ্চ করেছে। কোম্পানি Pravaih Dynamics দাবি করেছে যে তাদের এই নতুন ইলেকট্রিক SUV গাড়িটি :সিঙ্গেল চার্জে 500 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ প্রদান করে। এর ব্যাটারি 30 মিনিটে 0-80 শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যাবে। এই পোস্টে আপনাদের এই গাড়িটির ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: Instagram Reels কে টেক্কা দিতে আসছে Jio-এর শর্ট ভিডিও অ্যাপ, পাবেন এই ফিচারগুলি 

Pravaig Defy electric SUV এর দাম

কোম্পানির ইলেকট্রিক SUV-এর প্রারম্ভিক দাম 39 লাখ 50 হাজার টাকা (এক্স-শোরুম দিল্লি)। আগামী বছরের মাঝামাঝি এই EV টির প্রোডাকশন শুরু হবে বলে জানা গেছে। তবে এই গাড়িটির সেল কবে থেকে শুরু হবে সেই সম্পর্কে এখনও স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি।

Pravaig Defy electric SUV এর ফিচার

Pravaig Defy ইলেকট্রিক SUV-তে অনেকগুলি দুর্দান্ত ফিচার রয়েছে। অন্যদিকে এই গাড়ির কেবিনের কথা বললে এতে অনেক উন্নত ফিচার দেখা যাবে। ভিতরে, একটি বড় টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, একটি ডেভিয়েলেট অডিও সিস্টেম,একটি এয়ার পিউরিফায়ার, USB চার্জিং পোর্ট, ওয়্যারলেস ফোন চার্জিং রয়েছে। সিকিউরিটির জন্য এই ইলেকট্রিক SUV তে 360-ডিগ্রি ক্যামেরা সিস্টেম, TPMS এবং ছয়টি এয়ারব্যাগ রয়েছে। আরও পড়ুন: Govinda Naam Mera OTT : জেনে নিন কবে রিলিজ হবে সাসপেন্স এবং কমেডিতে ভরপুর বিক্কি কৌশলের এই ফিল্ম

আপনাদের জানিয়ে রাখি যে Pravaig Defy SUV দুটি ইলেকট্রিক মোটর দ্বারা চালিত হয় যা একসাথে 620 Nm এবং 407 হর্সপাওয়ার প্রোডিউস করে। এছাড়াও, পাওয়ারের জন্য এতে একটি 90.9 kWh 5-মডিউল লি-আয়ন ব্যাটারি দেওয়া রয়েছে। এই ব্যাটারিটি আরেকটি অপশনাল হোম চার্জারের সাহায্যে 7.2kW পর্যন্ত চার্জিং স্পিডে চার্জ করা যেতে পারে, যা গাড়িটিকে 8 ঘন্টায় 300 কিলোমিটার রেঞ্জ প্রদান করে। যারা আরও ভালো অপশন খুঁজছেন তাদের জন্য এই গাড়িতে একটি 150 kW DC চার্জারও দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here