ভারতে লঞ্চ হল 50MP Camera এবং 8GB RAM সহ Realme 10 4G স্মার্টফোন, পাওয়া যাবে সুন্দর স্পেসিফিকেশন

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর ভারতের মার্কেটে Realme 10 4G ফোনটি লঞ্চ করে দেওয়া হয়েছে। এই ফোনটি কম দামে সুন্দর ফিচার এবং ডিজাইনের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং 16MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে। এই রিয়েলমি ডিভাইসে Hi-Res audio এবং 3.5mm জ্যাকের মতো উল্লেখযোগ্য ফিচার রয়েছে। এছাড়া ফোনটির ব্যাক প্যানেলে একটি ইউনিক গ্রাইডেন্ট ডিজাইন দেওয়া হয়েছে। আরও পড়ুন: ভারতে রিলঞ্চের জন্য BGMI গেমের 2.4 আপডেট কেন গুরুত্বপূর্ণ জানেন? জেনে নিন ডিটেইলস 

চলবে না Jio 5G এবং Airtel 5G

এই ফোনটির সবচেয়ে বড় খামতি হল এই ফোনটি শুধুমাত্র 4G নেটওয়ার্কে কাজ করে এবং এই মোবাইলে 5G সাপোর্ট করে না। যারা নতুন ফোন কিনে দেশে চালু হওয়া 5G পরিষেবা উপভোগ করতে চান তাঁরা এই ফোনটি কিনলে হতাশ হবেন, কারণ এতে Jio 5G-Airtel 5G ব্যাবহার করা যাবে না। নিচে এই ফোনটির দাম এবং সমস্ত স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

Realme 10 4G এর দাম এবং সেল

ভারতে Realme 10 4G ফোনটির 4GB + 64GB ভেরিয়েন্ট 13,999 টাকা এবং 8GB +128GB ভেরিয়েন্ট 16,999 টাকা রাখা হয়েছে। ইন্ট্রোডাক্টারি অফার হিসাবে ফোনটির 4GB + 64GB ভেরিয়েন্ট 1,000 টাকা ছাড় সহ কেনা যাবে। এই ছাড় দিয়ে ফোনটি 12,999 টাকা দামে কেনা যাবে। আগামী 15 জানুয়ারি থেকে এই ফোনটি রিয়েলমির ওয়েবসাইট, ফ্লিপকার্ট এবং রিটেইল স্টোরের মাধ্যমে সেল করা হবে। Realme 10 4G ফোনটি ভারতে Clash White এবং Rush Black কালারে পেশ করা হয়েছে। আরও পড়ুন: 5000 টাকা ছাড়ের সঙ্গে Tecno Phantom X2 কেনার সুবর্ণ সুযোগ, প্রথম সেল আজ, মাত্র 6,667 টাকার বিনিময়ে নিয়ে যান বাড়ি

Realme 10 4G এর স্পেসিফিকেশন

  • 6.5-inch FHD+ AMOLED ডিসপ্লে
  • MediaTek Helio G99 SoC
  • 8GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ
  • 50MP প্রাইমারি এবং 2MP B&W পোর্ট্রেট লেন্স
  • 16MP সেলফি ক্যামেরা
  • 5000mAh ব্যাটারি ( 33W SuperVOOC ফাস্ট চার্জিং)

Realme 10 4G ফোনটিতে 90Hz refresh rate সাপোর্টেড 6.5-inch FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটির ফ্রন্ট প্যানেলে পাঞ্চ হোল কাটআউট এবং ন্যারো বেজল রয়েছে। এই ফোনটি MediaTek Helio G99 SoC তে রান করে এবং এতে 8GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ যোগ করা হয়েছে। মাইক্রোএসডি কার্ড ব্যাবহার হয়ে এই ফোনটির মেমরি বাড়ানো যায়।

 

View this post on Instagram

 

A post shared by 91mobiles Hindi (@91mobiles.hindi)

এই ফোনটি অতিরিক্ত 8GB পর্যন্ত RAM সাপোর্ট করে। Realme 10 4G ফোনটি Android 13 অপারেটিং সিস্টেম এবং Realme UI কাস্টম স্কিনের সঙ্গে পেশ করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং 2MP B&W পোর্ট্রেট লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর রয়েছে। আরও পড়ুন: Redmi Note 12 5G এর দাম সামনে আসতেই চাঞ্চল্য, জেনে নিন ফোনের দাম 

পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 33W SuperVOOC fast charging সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনে 3.5mm হেডফোন জ্যাক এবং Hi-Res audio এর মতো সুন্দর ফিচার রয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে 4G, dual-band Wi-Fi, Bluetooth, USB Type-C port এবং GPS ফিচার রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here