মাত্র 8999 টাকা দামে লঞ্চ হল 50MP ক্যামেরা এবং 16GB RAM-এর ক্ষমতাসম্পন্ন Infinix Hot 30i স্মার্টফোন, দেখে নিন দাম এবং স্পেসিফিকেশন

Highlights

  • Infinix Hot 30i ফোনটিতে 8GB+8GB RAM রয়েছে।
  • এই ফোনে 50MP Camera দেওয়া হয়েছে।
  • দামের দৌলতে Infinix Hot 30i ফোনটি Realme এবং Redmi স্মার্টফোনকে টেক্কা দিতে সক্ষম।

আজ ভারতে Infinix Hot 30i স্মার্টফোন লঞ্চ হয়েছে। কম দামের এই ফোনটি ভারতে লো বাজেট সেগমেন্টে পেশ করা হয়েছে। এই ফোনে 50MP Camera, 16GB RAM (8GB RAM+8GB RAM), MediaTek Helio G37 প্রসেসর এবং 5,000mAh Battery এর মতো সুন্দর ফিচার রয়েছে। দামের দৌলতে এই ফোনটি Realme এবং Redmi এর সস্তা ফোনগুলিকে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে। নিচে Infinix Hot 30i এর দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: ভারতীয় সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত Realme GT 3 স্মার্টফোন, শীঘ্রই ভারতে হবে লঞ্চ

Infinix Hot 30i এর দাম

ভারতে Infinix Hot 30i ফোনটি 8GB RAM ও 128GB স্টোরেজসহ পেশ করা হয়েছে এবং আগামী 3 এপ্রিল থেকে মাত্র 8,999 টাকা দামে ফোনটি দেশের মার্কেটে সেল করা হবে। জানিয়ে রাখি এই প্রাইস সেগমেন্টে অন্য কোনো ব্র্যান্ড 8GB Virtual RAM সহ 16GB RAM এর ক্ষমতা দেয় না। মার্কেটে realme এর অধীনে realme C33 এবং Redmi ব্র্যান্ডের কাছে Redmi 10A ও Redmi 9i Sport স্মার্টফোন আছে। লেটেস্ট Infinix Hot 30i ফোনটি এই সবকটি ফোনকেই যথেষ্ট কড়া প্রতিদ্বন্দিতা দিতে সক্ষম।

Infinix Hot 30i এর স্পেসিফিকেশন

  • 6.6″ HD+ 90Hz Display
  • MediaTek Helio G37
  • 8GB RAM+8GB RAM = 16GB RAM
  • 50MP Dual AI Camera
  • 10W 5,000mAh Battery

লেটেস্ট Infinix Hot 30i ফোনটিতে 6.6 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিন LCD প্যানেল দিয়ে তৈরি এবং 90 হার্টস রিফ্রেশরেট ও 180 হার্টস টাচ স্যাম্পেলিং রেটে কাজ করে। ফোনটির স্ক্রিনের তিন দিক বেজল লেস হলেও নিচের দিকে চওড়া চিন পার্ট রয়েছে। ডিসপ্লের ওপর দিকে ‘ইউ’ শেপের নচ দেওয়া হয়েছে। আরও পড়ুন: লঞ্চের আগেই লিক হল OnePlus Nord CE 3 Lite 5G স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস

Infinix Hot 30i ফোনটি Android 12 অপারেটিং সিস্টেম এবং এক্সওএস 12 এর সঙ্গে লঞ্চ কড়া হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 2.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হেলিও জি37 অক্টাকোর প্রসেসর রয়েছে। এই ফোনে 8GB Virtual RAM সহ মোট 16GB RAM এর ক্ষমতা পাওয়া যায়। গ্রাফিক্সের জন্য এতে মালী-জি57 জিপিইউ রয়েছে।

ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। Infinix Hot 30i এর ব্যাক প্যানেলে LED Flash এর সঙ্গে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং একটি সেকেন্ডারি এআই লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ কড়া হয়েছে। জানিয়ে রাখি এই ফোনে ফ্রন্ট ফ্ল্যাশও রয়েছে। আরও পড়ুন: Mivi নিয়ে আসছে Dual RGB Lighting ফিচারসহ নতুন Gaming TWS ইয়ারবাড

পাওয়ার ব্যাকআপের জন্য Infinix Hot 30i ফোনটিতে 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। সিকিউরিটি ফিচার হিসাবে এতে সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এই ফোনে ডুয়েল সিম, 4জি এলটিই, 3.5 এমএম জ্যাক এবং অন্যান্য বেসিক কানেক্টিভিটি ফিচার যোগ কড়া হয়েছে। ক্যামেরা, ব্যাটারি এবং প্রসেসরের দিক থেকে এই ফোনটি এই বাজেটের রিয়েলমি এবং রেডমি ব্র্যান্ডের ফোনগুলির চেয়ে অনেকটাই এগিয়ে। Infinix Hot 30i এর Virtual RAM এই ফোনের অন্যতম একটি ফিচার।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here