Mivi নিয়ে আসছে Dual RGB Lighting ফিচারসহ নতুন Gaming TWS ইয়ারবাড

Highlights

  • নতুন Mivi Gaming TWS সম্পূর্ণরূপে ভারতে তৈরি হবে।
  • এতে Dual RGB Lighting ফিচার দেখা যাবে।
  • Mivi TWS-এ 13mm drivers ব্যবহার করা হবে।

ইন্ডিয়ান অডিও প্রোডাক্ট ব্র্যান্ড Mivi তাদের গেমিং TWS ভারতীয় মার্কেটে আনতে চলেছে যা সম্পূর্ণরূপে ভারতে তৈরি হবে। এই TWS ইয়ারবাডের নাম এবং দাম এখনও প্রকাশ করা হয়নি, তবে সূত্র অনুযায়ী এই নতুন Mivi প্রোডাক্টটি একটি বিশেষ গেমিং মোডসহ মার্কেটে প্রবেশ করবে। এটি হবে এই ব্র্যান্ডের প্রথম গেমিং TWS যা সম্পূর্ণরূপে ভারতে তৈরি করা হবে। এই ইয়ারবাডে 13mm drivers ও দেওয়া হবে। আরও পড়ুন: Jio ইউজারদের জন্য বড় ধাক্কা, কোম্পানি সবচেয়ে লো বাজেট পোস্টপেইড প্ল্যানের দাম বেড়ে গেল আরও 100 টাকা!

এই ইয়ারবাডে ডুয়াল RGB লাইটিং থাকবে

সূত্র অনুযায়ী Mivi এর নতুন গেমিং TWS এর ডিজাইনও ভীষণ আলাদা রাখা হবে, যেখানে ডুয়াল RGB লাইটিং দেখা যাবে। এই কালারফুল লাইটিং ইয়ারবাড এবং ইয়ারবাড কেস উভয়েই ব্যবহার করা হবে। প্রাপ্ত তথ্য অনুসারে এই RGB লাইটটি নিজের মতো করে কাস্টমাইজ করা যেতে পারে।

TWS এ একটি ডেডিকেটেড গেমিং মোড থাকবে

Mivi Gaming TWS-এ 13mm drivers ব্যবহার করা হবে যা সাউন্ড কোয়ালিটি উন্নত করে। এই TWS ডিভাইসে ডেডিকেটেড গেমিং মোড দেওয়া হবে বলেও জানা গেছে। তবে এই গেম মোড কীভাবে কাজ করবে এবং গেমারদের জন্য কতটা উপযোগী হবে সেটা Mivi ইয়ারবাড মার্কেটে আসার পরই জানা যাবে। আরও পড়ুন: দেখে নিন Airtel এর সমস্ত কাস্টমার কেয়ার নম্বরের তালিকা, কাজে আসতে পারে যে কোন সময়

ভারতের তৃতীয় বৃহত্তম TWS ব্র্যান্ড

সম্প্রতি সামনে আসা IDC রিপোর্ট অনুযায়ী এই কোম্পানিটিকে ভারতের তৃতীয় বৃহত্তম TWS ব্র্যান্ড হিসাবে ঘোষণা করা হয়েছে। এই অডিও প্রোডাক্ট manufacturer TWS Earbuds এর পাশাপাশি মার্কেটে Speaker, Soundbars এবং Smartwatch লঞ্চ করেছে যা লো বাজেটে সেলের জন্য উপলব্ধ।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here