50MP Camera এবং 8GB RAM-এর সঙ্গে লঞ্চ হল Samsung Galaxy A24 স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন এবং দাম

Highlights

  • ভিয়েতনামে লঞ্চ হল Samsung Galaxy A24।
  • এতে রয়েছে 50MP Triple Rear Camera।
  • এই ফোনে 8GB RAM যোগ করা হয়েছে।

স্যামসাং সম্পর্কে সম্প্রতি খবর পাওয়া গিয়েছিল কোম্পানি তাদের ‘এ’ সিরিজের অধীনে নতুন স্মার্টফোন হিসাবে Samsung Galaxy A24 লঞ্চ করতে চলেছে। আজ কোম্পানি এই বাজেট ক্যাটাগরির ফোনটি অফিসিয়ালি লঞ্চ করে দিয়েছে। সবার আগে ফোনটি ভিয়েতনামের মার্কেটে পেশ করা হয়েছে এবং নিচে ফোনটির স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: লঞ্চের আগেই লিক হল OnePlus Nord 3 স্মার্টফোনের ফিচার এবং স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস

Samsung Galaxy A24 এর স্পেসিফিকেশন

  • 6.5″ FHD+ Display
  • Super AMOLED Panel

Samsung Galaxy A24 ফোনটিতে 1080 x 2340 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটির ডিসপ্লে সুপার এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং স্ক্রিনের তিন দিক বেজল লেস হলেও নিচের দিকে চওড়া চিন পার্ট রয়েছে। ডিসপ্লের ওপরের দিকে মাঝ বরাবর ‘ইউ’ শেপের ওয়াটারড্রপ নচ আছে। ফোনটির ডিসপ্লে 1000 নিটস ব্রাইটনেস এবং 16 এম কালার সাপোর্ট করে।

  • 8GB RAM + 128GB Memory
  • 2.2GHz Octa-Core Processor

এই ফোনটি Android অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে যা ওয়ান ইউআই স্কিনসহ কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসর রয়েছে। ফোনটির চিপসেট সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। Samsung Galaxy A24 এ 8GB পর্যন্ত RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এছাড়া মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে ফোনের মেমরি 1TB পর্যন্ত বাড়ানো যায়। আরও পড়ুন: BSNL ইউজাররা দেখে নিন ব্যালেন্স এবং ডেটা চেক করার সহজ পদ্ধতি

  • 50MP Triple Rear Camera
  • 13MP Selfie Camera

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy A24 ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর রয়েছে। এর সঙ্গে এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে।

  • 3.5mm Audio Jack
  • 5,000mAh Battery

Samsung Galaxy A24 ফোনটি 4G সাপোর্টেড একটি ডুয়েল সিম স্মার্টফোন। 3.5 এমএম অডিও জ্যাক এবং এনএফসিসহ এই ফোনে সমস্ত বেসিক কানেক্টিভিটি ফিচার আছে। সিকিউরিটি ফিচার হিসাবে ফোনটির সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। আরও পড়ুন: আগামী মাসে লঞ্চ হবে Realme 11 সিরিজ, জেনে নিন ডিটেইলস

Samsung Galaxy A24 এর দাম এবং ভেরিয়েন্ট

ভিয়েতনামের বাজারে Samsung Galaxy A24 ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 6GB RAM ও 128GB মেমরি দেওয়া হয়েছে এর বড় মডেলে 8GB RAM এর সঙ্গে 128GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। ফোনটির দাম সম্পর্কে এখনও কোম্পানির তরফে কিছু জানানো হয়নি। তবে আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি ফোনটির সেল শুরু হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here