BSNL বদলে দিল তাদের 118 টাকা, 187 টাকা এবং 399 টাকা দামের প্রিপেইড প্ল‍্যান, কমে গেছে ভ‍্যালিডিটি

দীর্ঘদিন ধরে ভারতীয় টেলিকম সেক্টরে চলা প্রতিযোগিতায় টেক্কা দেওয়ার পর এবার প্রাইভেট কোম্পানিগুলির সঙ্গে তাল মিলিয়ে দেশের সরকারি কোম্পানি BSNL তাদের বিভিন্ন প্ল‍্যানের ভ‍্যালিডিটি কমাতে শুরু করেছে। কোম্পানি কেরল সার্কেলে তাদের প্রিপেইড প্ল‍্যানে কিছু পরিবর্তন করেছে। কোম্পানি তাদের প্রিপেইড প্ল‍্যানের দাম বাড়ানো ছাড়াও প্ল‍্যানের বেনিফিট‌ও কমাচ্ছে।

আরও পড়ুন : ফ্লিপকার্ট থেকে জানা গেল Realme Buds Air এর দাম, লঞ্চ হবে 17 ডিসেম্বর

আমাদের পাওয়া তথ্য অনুযায়ী BSNL তাদের 118 টাকা, 187 টাকা এবং 399 টাকা দামের প্ল‍্যানের ভ‍্যালিডিটি কমিয়ে দিয়েছে। কোম্পানির এই সিদ্ধান্তের বেশ কিছু দিন আগে অন‍্যান‍্য টেলিকম কোম্পানি তাদের বিভিন্ন প্ল্যানের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু সরকারি কোম্পানি BSNL তাদের প্ল‍্যানের দাম বাড়ানোর পরিবর্তে বেনিফিট কমানোর ঘোষণা করেছে।

পরিবর্তনের পর কেরল সার্কেলে 118 টাকা দামের প্ল‍্যানের ভ‍্যালিডিটি 28 দিন থেকে কমিয়ে 21 দিন করে দেওয়া হয়েছে। তবে অন‍্যান‍্য সার্কেলে এই প্ল‍্যানে 28 ভ‍্যালিডিটিই পাওয়া যাচ্ছে। এই প্ল‍্যানে গ্ৰাহকদের প্রতিদিন 250 মিনিট ভয়েস কল মিনিট, 0.5 জিবি হাই স্পীড ডেটা, ফ্রি পিআরবিটি ও প্রতিদিন 100টি এস‌এম‌এস পাওয়া যায়। এক‌ইভাবে বিএস‌এন‌এল কেরলের ওয়েবসাইটে 187 টাকা দামের প্ল‍্যানটি 24 দিন ভ‍্যালিডিটির সঙ্গে লিস্টেড করা হয়েছে। আগে এই প্ল‍্যানের ভ‍্যালিডিটিও 28 দিন ছিল।

আরও পড়ুন : Jio এর আগে Airtel শুরু করল VoWi-Fi কলিং সার্ভিস, কোনো নেট‌ওয়ার্ক সিগন্যাল ছাড়াই করা যাবে কল

ভ‍্যালিডিটি ছাড়া এই প্ল‍্যানের অন‍্যান‍্য বেনিফিট আগের মতোই আছে। এই প্ল‍্যানে ইউজারদের প্রতিদিন 350 মিনিট ভয়েস কল, 3 জিবি করে ডেটা, 100টি করে এস‌এম‌এস এবং ফ্রি পিআরবিটি পাওয়া যাবে। এছাড়া 153 টাকা দামের প্রিপেইড প্ল‍্যানের ভ‍্যালিডিটি 28 দিন থেকে কমিয়ে 21 দিন করে দেওয়া হয়েছে।

এক‌ইভাবে কোম্পানি তাদের 399 টাকা দামের প্রিপেইড প্ল‍্যানের ভ‍্যালিডিটি 80টাকা থেকে কমিয়ে 65 দিন করে দিয়েছে। অন‍্যান‍্য সার্কেলে এই প্ল‍্যানের ভ‍্যালিডিটি এখনও 80 দিন‌ই আছে। তবে কেরল সার্কেলে এখন কোম্পানির এই প্ল‍্যানে প্রতিদিন 1 জিবির বদলে 2 জিবি করে হাই স্পীড ডেটা পাওয়া যাবে।

আরও পড়ুন : Exclusive : চলে এল OnePlus 8 Lite এর রেন্ডার, এতে থাকবে ডুয়েল রেয়ার ক‍্যামেরা ও পাঞ্চ হোল ডিসপ্লে

কয়েক দিন আগে BSNL তাদের 29 টাকা ও 47 টাকা দামের প্ল‍্যানেও পরিবর্তন ঘটিয়েছে। বিএস‌এন‌এল হরিয়ানার ওয়েবসাইটের লিস্টিং অনুযায়ী 29 টাকা দামের BSNL প্রিপেইড প্ল‍্যানটি রিভাইসড করে এর ভ‍্যালিডিটি 7 দিন থেকে কমিয়ে 5 দিন করে দিয়েছে। এই প্ল‍্যানে আগের মতোই আনলিমিটেড ভয়েস কল, 1 জিবি ডেটা ও 300টি করে এস‌এম‌এস দেওয়া হচ্ছে।

এক‌ইভাবে কোম্পানির 47 টাকা দামের প্রিপেইড প্ল‍্যানে এখন 7 দিনের ভ‍্যালিডিটি পাওয়া যাবে। কিন্তু আগে কোম্পানির পক্ষ এই প্ল‍্যানে 9 দিনের ভ‍্যালিডিটি দেওয়া হত। তবে বেনিফিটের দিক থেকে প্ল‍্যানটি আগের মতোই আছে। এই প্ল‍্যানে আনলিমিটেড কল (প্রতিদিন 250 মিনিট) এবং 1 জিবি ডেটা পাওয়া যায়।

সোর্স

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here