8 জিবি র‍্যাম ও 48 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে 16 জানুয়ারি ভারতে লঞ্চ হবে OPPO F15

আমরা এই সপ্তাহের শুরুতেই আমাদের এক্সক্লুসিভ রিপোর্টে জানিয়েছিলাম OPPO ভারতে তাদের “এফ” সিরিজের ফোনের সংখ্যা বাড়াতে চলেছে এবং এই সিরিজের আগামী স্মার্টফোন OPPO F15 নামে লঞ্চ করা হবে। আমাদের রিপোর্টে আমরা OPPO F15 এর ডিজাইন সম্পর্কেও জানিয়েছিলাম। এবার আমাদের রিপোর্টের সত‍্যতা প্রমাণ করার সঙ্গে সঙ্গে কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি OPPO F15  এর ঘোষণা করা হয়েছে। OPPO জানিয়ে দিয়েছে এই ফোনটি 16 জানুয়ারি ভারতীয় বাজারে লঞ্চ করে দেওয়া হবে। কোম্পানির পক্ষ থেকে ফোনটির লঞ্চ ডেট টিজার ইমেজের সঙ্গে এর কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কেও জানিয়ে দিয়েছে।

আরও পড়ুন : শুরু হল Realme 2020 সেল, মাত্র 5,999 টাকা দামে পাওয়া যাবে Realme স্মার্টফোন

OPPO প্রেস ইনভিটিশন পাঠিয়ে জানিয়ে দিয়েছে কোম্পানি ভারতে তাদের নতুন স্মার্টফোন  OPPO F15 লঞ্চ করতে চলেছে। এই স্মার্টফোনে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে এবং এর প্রাইমারি ক‍্যামেরা সেন্সরটি 48 মেগাপিক্সেলের হবে। কোম্পানির পক্ষ থেকে আরও জানানো হয়েছে OPPO F15 এ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 3.0 সেন্সর দেওয়া হবে যার ফলে এই ফোনটি মাত্র 0 32 সেকেন্ডের মধ্যে আনলক করা যাবে।

OPPO আরও জানিয়েছে কোম্পানি এই ফোনটি VOOC Flash Charge 3.0 টেকনিকের সঙ্গে পেশ করবে। এই ফোনটিতে কত বড় ব‍্যাটারী দেওয়া হবে তা জানা গেলেও কোম্পানি জানিয়েছে এই ফোনটি মাত্র 5 মিনিট চার্জ করলে এটি 2 ঘন্টা পর্যন্ত টকটাইম দিতে পারবে। এই ফোনটির ওজন বলা হয়েছে 172 গ্ৰাম এবং এই ফোনটি মাত্র 7.9 এম‌এম চ‌ওড়া হবে। জানিয়ে রাখি OPPO F15 8 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ করা হবে।

আরও পড়ুন : দেখে নিন 2019 সালে ভারতীয়রা কোন ফিল্ম, গান, পার্সোনালিটি এবং নিউজ Google এ সবচেয়ে বেশি সার্চ করেছে?

OPPO F15

OPPO F15 ফোনটিকে কিছু দিন আগে চীনে লঞ্চ করা OPPO A91 এর রিব্র‍্যান্ডেড ভার্সন মনে করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে OPPO A91 ফোনটি ওয়াটারড্রপ নচসহ 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে যার মধ্যে 2400 × 1800 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.4 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার যোগ করা হয়েছে। OPPO A91 ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত কালার ওএস 6.1 সহ লঞ্চ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও পি70 চিপসেটে রান করে।

চীনের মার্কেটে OPPO A91 8 জিবি র‍্যামের সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। ফোটোগ্ৰাফির জন্য এই ফোনে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর আছে। এর সঙ্গে এই ফোনে 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর, 2 মেগাপিক্সেলের তৃতীয় সেন্সর এবং একটি ম‍্যাক্রো লেন্স দেওয়া হয়েছে।

আরও পড়ুন : Exclusive : জানুয়ারিতে ভারতে অন‍্যরকম লুকের সঙ্গে লঞ্চ হবে পপ-আপ ক‍্যামেরাওয়ালা OPPO F15

OPPO A91 এর ফ্রন্ট প‍্যানেলে অবস্থিত ওয়াটারড্রপ নচের মধ্যেই 16 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটি একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। সব ধরনের বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে OPPO A91 এ পাওয়ার ব‍্যাক‌আপের জন্য ইউএসবি টাইপ সি পোর্টের সঙ্গে 30 ওয়াট VOOC 4.0 র‍্যাপিড চার্জিং টেকনিকযুক্ত 4,025 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। চীনে OPPO A91 ফোনটি 1,999 ইউয়ান (প্রায় 20,300 টাকা) দামে লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটি ব্ল‍্যাক, ব্লু ও রেড কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here