এইসব স্মার্টফোন কোম্পানি লঞ্চ করবে সবার আগে 5জি স্মার্টফোন, দেখে নিন পুরো লিস্ট

2জির পর 3জি আর এখন 4জি নেটওয়ার্ক সাপোর্টেড স্মার্টফোন সবাই ব‍্যবহার করছে। 2জি নেটওয়ার্ক শুধুমাত্র কলিং ও ফ্রি ডেটার জন্য পরিচিত ছিল। এরপর 3জি আসার পর ইন্টারনেটে নতুন প্রাণ আসে এবং সাধারণ মানুষ মোবাইল ফোনের মাধ্যমেই বিভিন্ন সার্ভিস উপভোগ করতে শুরু করে। ফোনে এখন 4জি চলছে যার ফাস্ট ইন্টারনেট স্পীড পুরো কমিউনিকেশন সিস্টেম বদলে রেখে দিয়েছে। তা সত্ত্বেও লোকজন স্লো ইন্টারনেটের অভিযোগ জানায়।
তবে সেইদিন বেশি দূর নেই যেদিন সবার হাতে 5জি ফোন দেখা যাবে ও সুপারফাস্ট ইন্টারনেট উপভোগ করা যাবে। এবং এটি জেনে একটু অবাক‌ই হতে হয় যে একটি দুটি নয় বরং কয়েকটি কোম্পানি তাদের 5জি ফোনের কথা জানিয়ে দিয়েছে। আসছে বছর অর্থাৎ 2019 সালেই ভারতসহ।বিশ্বের বিভিন্ন দেশে 5জি ফোন সেল করা হবে।

23শে অক্টোবর কোয়ালকম 4জি/5জি সামিট 2018 এর আয়োজন করেছিল এবং এই মঞ্চে ওপ্পো, ভিভো ও নোকিয়াসহ অন্যান্য কোম্পানি 2019 সালে তাদের 5জি ফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। কিছু কোম্পানি আগেই তাদের 5জি ফোনের ঘোষণা করে দিয়েছে। এরপর আমরা এইসব ফোনের পুরো লিস্ট দিয়েছি যারা সবার আগে 5জি ফোন লঞ্চ করবে।

1. শাওমি মি মিক্স 3 (5জি ফোন)
25শে অক্টোবর 2018 শাওমি মি মিক্স 3 চীনে লঞ্চ করবে এবং লঞ্চের আগেই কোম্পানি বলে দিয়েছে এই ফোনে 5জি সাপোর্ট থাকবে। আপাতত ভারতে এই ফোনটি আসবে কি না সেবিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয় কিন্তু কোম্পানি তাদের 5জি ফোন লঞ্চ করে অন‍্যান‍্য কোম্পানিগুলিকে প্রতিযোগিতার মুখে ঠেলে দিতে চলেছে।

2. স‍্যামসাং 5জি ফোন
মনে করা হচ্ছে স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 5জি সাপোর্টের সঙ্গে পেশ করা হবে। আগের কিছু লিকে এই কথা বলা হয়েছে। স‍্যামসাঙের ফ্ল‍্যাগশিপ গ‍্যালাক্সি এস সিরিজ সবসময় কোয়ালকমের লেটেস্ট চিপসেটে লঞ্চ করা হয় এবং আগামী বছর কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 855 চিপসেট যুক্ত হবে হবে যা 5জি ক্ষমতাসম্পন্ন হবে। তাই মনে করা হচ্ছে এই গ‍্যালাক্সি এস10 সুপার ফাস্ট 5জি সাপোর্ট করবে।

3 এলজি 5জি ফোন
বিখ্যাত কোরিয়ান মোবাইল ফোন নির্মাতা কোম্পানি এলজি 2018 এর শুরুতে জানিয়ে দিয়েছে 2019 এর প্রথম দিকে 5জি ফোন লঞ্চ করতে পারে। এবার কোয়ালকমের ইভেন্টে এই কথা আরও জোরের সঙ্গে জানিয়েছে। আশা করা হচ্ছে এলজি জি8 থিঙ্কে 5জি সাপোর্ট করবে।

4. ওয়ানপ্লাস 5জি ফোন
কোয়ালকম ইভেন্টে ওয়ানপ্লাস জানিয়েছে 2019 সালে কোম্পানির যে ফোন লঞ্চ হতে চলেছে তা 5জি রেডি হবে। তাই মনে করা হচ্ছে কোম্পানির ওয়ানপ্লাস 7 এ 5জি সাপোর্ট দেখা যাবে। আরও মনে করা হচ্ছে ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 855 চিপসেটযুক্ত হবে।

5. ভিভো 5জি ফোন
বিখ্যাত চীনা ফোন প্রস্ততকারক কোম্পানি ভিভোও ঘোষণা করেছে যে 2019 পর্যন্ত তারা তাদের 5জি ফোন লঞ্চ করে দেবে। এই ঘোষণার পর মনে করা হচ্ছে ভিভো ভি13 বা নেক্স সিরিজের হাত ধরে কোম্পানি 5জি ফোনের সূচনা করবে। কোম্পানি আরও বলেছে 2020 সালে কোম্পানি বড় সংখ‍্যায় 5জি ফোন প্রোডাকশন করবে। বেশি মাত্রায় ফোন তৈরি হলে তার দাম‌ও কমতে শুরু করে তাই আশা করা যায় 2020 সালে 5জি ফোনের দাম তুলনামূলক ভাবে কমতে শুরু করবে।

6. ওপ্পো 5জি ফোন
এমন কখনও সম্ভব নয় যে ভিভো কোনো নতুন টেকনোলজি পেশ করবে এবং ওপ্পো পিছিয়ে থাকবে। কয়েক মাস আগেই ওপ্পো জানিয়ে দিয়েছে আগামী বছর তারা তাদের 5জি ফোন পেশ করবে। কোম্পানির অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট শেন ইয়েরেন বলেছেন 2019 সালেই কোম্পানি বিজি ফোন নির্মাণ ও সেল করতে পারে। এখনও যদিও নাম বলা হয়নি তবে ওপ্পো এর সূচনা তাদের ফ্ল‍্যাগশিপ ফোনের মাধ্যমেই করবে। মনে করা হচ্ছে এফ11 বা ফাইন্ড সিরিজের মাধ্যমে ফোনটি লঞ্চ হবে।

7. নোকিয়া 5জি ফোন
5জি ফোনের এই দৌড়ে এইচ‌এমডি গ্লোবাল ব্র‍্যান্ড নোকিয়াও পিছিয়ে নেই। কোয়ালকম 4জি/5জি সামিটের মঞ্চে হংকংয়ে নোকিয়া জানায় তারাও 2019 এ তাদের 5জি ফোন লঞ্চ করবে। আশা করা হচ্ছে কোম্পানি নোকিয়া 9 এর হাত ধরে 5জি ফোন লঞ্চ করবে।

8. লেনোভো 5জি ফোন
মোটোরোলার মালিক কোম্পানি লেনোভো আগেই জানিয়েছে সর্বপ্রথম 5জি ফোন তারাই আনতে চলেছে। কোম্পানি কয়েক মাস আগে মোটো জেড3 লঞ্চ করেছে যা একটি 5জি রেডি ফোন। এটি বিশ্বের প্রথম 5জি মডিউল সাপোর্টেড ফোন। এছাড়া কোম্পানি আরও জানিয়েছে 2019 সালে তারা আরও 5জি ফোন লঞ্চ করবে।

9. হুয়াই 5জি ফোন
কয়েক মাস আগে চীনা স্মার্টফোন নির্মাতা কোম্পানি হুয়াই জানায় যে 2019 এর শুরুতে কোম্পানি তাদের 5জি ফোন লঞ্চ করবে। আপাতত এই ফোনটি হুয়াইয়ের নিজস্ব মোডেম যুক্ত হবে। কিছু লিকে বরা হয়েছে হুয়াইয়ের 5জি ফোন ফোল্ডেবল হবে। হুয়াইয়ের সাব ব্র‍্যান্ড অনার‌ও 5জি ফোন লঞ্চ করতে পারে।

10, 11, 12. সোনী, জেডটিই ও এইচটিসি 5জি ফোন
কোয়ালকম ইভেন্টে সোনী, জেডটিই ও এইচটিসির মত কোম্পানিগুলিও তাদের 5জি ফোন সম্পর্কে জানিয়েছে। সব কোম্পানিই আগামী বছর অর্থাৎ 2019 সালে 5জি ফোন লঞ্চ করার প্রতিশ্রুতি দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here