ভারতে শীঘ্রই লঞ্চ হবে Galaxy F54 5G স্মার্টফোন, তার আগেই জেনে নিন এই 5টি গুরুত্বপূর্ণ ফিচার

Highlights

  • এই ফোনটি মে মাসে লঞ্চ হতে পারে।
  • সমস্ত Jio 5G এবং Airtel 5G নেটওয়ার্ক সাপোর্ট করবে৷
  • Flipkart এ সবার প্রথমে এই ফোনটির সেল শুরু হবে।

Samsung Galaxy F54 5G ফোনটি খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে। এই ফোনের সাপোর্ট পেজটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে লাইভ হয়েছে এবং আশা করা হচ্ছে যে কিছু দিনের মধ্যে এই ফোনটি অফিসিয়াল করা হবে। বেশ কিছু লিক রিপোর্টে Galaxy F54 5G ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে তথ্য পাওয়া গেছে। বিভিন্ন লিক রিপোর্ট অনুযায়ী এই পোস্টে আপনাদের Samsung Galaxy F54 5G ফোনের সম্পর্কে 5টি গুরুত্বপূর্ণ বিষয় জানানো হল। আরও পড়ুন: এবার গোটা দেশে চালু হবে BSNL 4G নেটওয়ার্ক, টাটা পেয়েছে 15,000 কোটি টাকার অর্ডার

1) Samsung Galaxy F54 5G ফোনের দাম

  • 8GB RAM + 128GB স্টোরেজ
  • প্রারম্ভিক দাম 32,900 টাকা।

Samsung Galaxy F54 5G ফোনটি ভারতে 32,990 টাকা দামে লঞ্চ করা যেতে পারে। সম্প্রতি একটি লিক রিপোর্টে এই ফোনের বক্সের দাম প্রকাশ করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল এর দাম হবে 35,990 টাকা। ফোনের বক্সে লেখা MRP ফোনের সর্বোচ্চ মূল্য হয়। Galaxy F54 5G ফোনের সেল প্রাইস বক্সের দামের থেকে 3 হাজার কম অর্থাৎ 32,990 টাকা হতে পারে।

2) প্রসেসর

  • Samsung Exynos 1380
  • Android 13 + OneUI 5

আপনার যদি Samsung Galaxy F54 5G ফোনের দাম একটু বেশি বলে মনে হয় তাহলে আপনাদের এই ফোনের প্রসেসরটির সম্পর্কে জানা উচিত। এই ফোনটি Exnos 1380 চিপসেটে লঞ্চ হতে পারে। এটি 5 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত একটি প্রসেসর যা 2.4GHz পর্যন্ত ক্লক স্পিডে রান করে। এই প্রসেসরটি গেমিংয়ের জন্য দুর্দান্ত এবং এতে Mali-G68 MP5 GPU থাকবে। এই প্রসেসরে 10 টিরও বেশি ভারতীয় 5G ব্যান্ডের সাপোর্ট দেখা যাবে। আরও পড়ুন: এবার নতুন ধামাকা নিয়ে হাজির Jio, মাত্র 61 টাকায় পাবেন 10GB ডেটা!

3) স্ক্রিন

  • 6.7″ AMOLED ডিসপ্লে
  • 120Hz রিফ্রেশরেট

Samsung Galaxy F54 5G ফোনটি AMOLED ডিসপ্লে সহ লঞ্চ হবে। লিক রিপোর্ট অনুযায়ী এই মোবাইলে একটি 6.7-ইঞ্চি বড় স্ক্রিন দেওয়া হবে, যা FullHD+ রেজলিউশন আউটপুট প্রদান করবে। এটি একটি পাঞ্চ-হোল স্টাইল্ড ডিসপ্লে হতে পারে যেখানে 120Hz রিফ্রেশরেট এবং 360Hz টাচ স্যাম্পলিং রেট থাকতে পারে।

4) ক্যামেরা

  • 108MP রেয়ার ক্যামেরা
  • 32MP ফ্রন্ট ক্যামেরা

Galaxy F54 5G ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট রয়েছে। লিক রিপোর্ট অনুযায়ী এই ফোনের ব্যাক প্যানেলে OIS টেকনোলজি সহ একটি 108-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হবে। এর পাশাপাশি রেয়ার প্যানেলে 8 মেগাপিক্সেল আল্ট্রাভায়োলেট লেন্স এবং 2 মেগাপিক্সেল থার্ড সেন্সর দেখা যাবে। এই ফোনে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট থাকতে পারে। আরও পড়ুন: Vivo V29 Pro স্মার্টফোনে পাওয়া যাবে 50MP Selfie ক্যামেরা এবং 12GB RAM, শীঘ্রই ভারতে হবে লঞ্চ

5) ব্যাটারি

  • 6,000mAh ব্যাটারি
  • 25W ফাস্ট চার্জিং

Samsung Galaxy F সিরিজের 7টি ফোন ভারতে সেলের জন্য উপলব্ধ। যার মধ্যে 4টি মোবাইলে 6,000mAh ব্যাটারি সাপোর্ট দেখা যায়। এর মধ্যে রয়েছে Galaxy F22, F12, F13 এবং F14 5G ফোন। অনুমান করা হচ্ছে যে এই তালিকায় আসন্ন Galaxy F54 5G ফোনটিও ভারতে 6,000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে, যা 25W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করবে বলে মনে করা হচ্ছে।

Samsung galaxy f54 5G ফোনটির ভারত লঞ্চ ডিটেইলস

ভারতে এই ফোনটি কবে লঞ্চ হবে সেই বিষয়ে এখনও কোম্পানির তরফে কিছু জানানো হয়নি, তবে অনুমান করা হচ্ছে যে এই স্মার্টফোনটি মে মাসের শেষে লঞ্চ করা হতে পারে, যা জুনের প্রথম সপ্তাহে সেলের জন্য উপলব্ধ হবে। Galaxy F সিরিজের এই ফোনটি প্রথমে শপিং সাইট Flipkart-এ পাওয়া যাবে। আরও পড়ুন: 7,000mAh ব্যাটারি সহ লঞ্চ হল দুর্দান্ত স্মার্টফোন! জেনে নিন ডিটেইলস

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here