এবার গোটা দেশে চালু হবে BSNL 4G নেটওয়ার্ক, টাটা পেয়েছে 15,000 কোটি টাকার অর্ডার

Highlights

  • এই বছরের দ্বিতীয়ার্ধের মধ্যে চালু হবে BSNL 4G।
  • TCS তাদের টেকনোলজি এবং উপকরণ BSNL-কে দেবে।
  • Tejas Networks অ্যাক্সেস অ্যান্ড অ্যাগ্রিগেশন নেটওয়ার্ক আপগ্রেড করবে।

বিগত কয়েক মাস ধরে দেশের বিভিন্ন অঞ্চলে Jio এবং Airtel 5G পরিষেবা চালু হয়ে গেছে। অন্যদিকে দেশের সরকারি টেলিকম কোম্পানি BSNL এখনও 4G Network ‘প্যান ইন্ডিয়া’-তে চালু করার চেষ্টা করে চলেছে। এবার বিএসএনএল 4জির জন্য অপেক্ষারত ইউজারদের জন্য একটি দারুণ খবর আছে। গোটা দেশে তাদের 4জি নেটওয়ার্ক চালু করার জন্য ভারত সঞ্চার নিগম লিমিটেডের পক্ষ থেকে টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS)-কে 15,000 কোটি টাকার অর্ডার দেওয়া হয়েছে। আরও পড়ুন: এবার নতুন ধামাকা নিয়ে হাজির Jio, মাত্র 61 টাকায় পাবেন 10GB ডেটা!

টাটা তৈরি করবে বিএসএনএল 4জি ইকুইপমেন্ট

আমাদের পাওয়া খবর অনুযায়ী সরকারি কোম্পানি বিএসএনএল দেশের অন্যতম বড় আইটি কোম্পানি টিসিএস অর্থাৎ টাটা কনসালটেন্সি সার্ভিসেসকে 15,000 কোটি টাকারও বেশি অ্যাডভান্স পারচেস অর্ডার দিয়েছে। TCS এবার BSNL 4G নেটওয়ার্ক সম্পর্কিত ইকুইপমেন্ট তৈরি করবে এবং একই সঙ্গে টেকনোলজি আপগ্রেড করার কাজও করবে। জানিয়ে রাখি কেন্দ্রীয় সরকারের গ্রুপ অফ মিনিস্টার্স (GoM) এর পক্ষ থেকে TCS কে এক লক্ষ সাইটের জন্য ইকুইপমেন্ট সাপ্লাইয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

Tejas Networks এর সঙ্গে BSNL এর যুগলবন্দী

জানিয়ে রাখি এর আগে BSNL এর তরফ থেকে টাটা গ্রুপেরই অন্য একটি কোম্পানি Tejas Networks কেও 696 কোটি টাকার বড় অর্ডার দেওয়া হয়েছে। তেজস নেটওয়ার্ক বেঙ্গালুরু বেসড একটি কোম্পানি এবং এতে টাটা গ্রুপের বড়সড় অংশীদারি রয়েছে। BSNL এর এই অর্ডার অনুযায়ী Tejas Networks টেলিকম কোম্পানির জন্য IP-MPLS বেসড অ্যাক্সেস অ্যান্ড অ্যাগ্রিগেশন নেটওয়ার্ক আপগ্রেড করবে।আরও পড়ুন: Vivo V29 Pro স্মার্টফোনে পাওয়া যাবে 50MP Selfie ক্যামেরা এবং 12GB RAM, শীঘ্রই ভারতে হবে লঞ্চ

BSNL 5G-এর পরিকল্পনা

জানিয়ে রাখি ভারতের কেন্দ্র সরকার আগে থেকেই BSNL এর জন্য 600 MHz, 3300 MHz এবং 26 GHz ব্যান্ড রিজার্ভ করে রেখেছে। এইসব ব্যান্ডেই BSNL 5G নেটওয়ার্ক চলবে। কোম্পানি তাদের 4জি নেটওয়ার্ক এমনভাবে ডিজাইন করার পরিকল্পনা করছে যাতে 4জি নেটওয়ার্ক লাইভ হওয়ার পর সেই টেকনোলজি সহজেই আপগ্রেড করা যায় এবং উপস্থিত ইকুইপমেন্ট ব্যাবহার করেই 5G পরিষেবা দেওয়া যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here