15 হাজার টাকার চেয়েও কম দামে পাওয়া যাবে iQOO Z6 5G স্মার্টফোন, কোম্পানির পক্ষ থেকে করা হল দারুণ প্রাইস কাট

Highlights

  • iQOO Z6 5G ফোনটির সবকটি ভেরিয়েন্টের দাম কমানো হয়েছে।
  • ভারতে iQOO Z7 5G লঞ্চের পর এই দাম কমানো হল।
  • বর্তমানে iQOO Z6 5G এর প্রাথমিক দাম 14,499 টাকা।

গতকাল ভারতে iQOO Z7 5G স্মার্টফোন করা হয়েছে, এই ফোনটির দাম, সেল এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন। বাজারে এই লেটেস্ট ফোনটি লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গেই কোম্পানি তাদের iQOO Z6 5G এর দাম কমিয়ে দিয়েছে। আইকুর পক্ষ থেকে ফোনটির সবকটি মডেলের দামই কমানো হয়েছে এবং বর্তমানে এই ফোনটি মাত্র 15 হাজার টাকার চেয়েও কম দামে কেনা যাবে। আজ থেকেই এই ফোনের নতুন দাম প্রযোজ্য হয়ে গেছে। নিচে ফোনটির দাম সম্পর্কে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: শুরু হল 11 5G ব্যান্ড সাপোর্টেড Samsung Galaxy A54 এবং A34 এর সেল, জেনে নিন দাম, অফার এবং ফিচার

ভারতে iQOO Z6 5G এর দাম

নতুন দাম:
4GB RAM + 64GB Storage ভেরিয়েন্ট = 14,499 টাকা
6GB RAM + 128GB Storage ভেরিয়েন্ট = 15,999 টাকা
8GB RAM + 128GB Storage ভেরিয়েন্ট = 16,999 টাকা

পুরনো দাম:
4GB RAM + 64GB Storage ভেরিয়েন্ট = 15,499 টাকা
6GB RAM + 128GB Storage ভেরিয়েন্ট = 16,999 টাকা
8GB RAM + 128GB Storage ভেরিয়েন্ট = 17,999 টাকা

ভারতের বাজারে iQOO Z6 5G ফোনটি তিনটি ভেরিয়েন্টে সেল করা হয়। ফোনটির বেস ভেরিয়েন্টে 4GB RAM + 64GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে এবং এর দাম ছিল 15,499 টাকা। কিন্তু এখন প্রাইস কাটের পর ফোনটির দাম কমে 14,499 টাকা হয়ে গেছে। একইভাবে ফোনটির 6GB RAM + 128GB মেমরি ভেরিয়েন্টের দাম 16,999 টাকা থেকে কমে 15,999 টাকা এবং সবচেয়ে বড় 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 17,999 টাকা থেকে পড়ে 16,999 টাকা হয়ে গেছে। আরও পড়ুন: AnTuTu তালিকায় প্রকাশিত Realme GT Neo 5 SE স্মার্টফোনের স্পেসিফিকেশন, এইদিন হবে লঞ্চ

iQOO Z6 5G এর স্পেসিফিকেশন

কোম্পানির iQOO Z6 5G ফোনটি Qualcomm Snapdragon 695 SoC এর সঙ্গে পেশ করা হয়েছিল। এই ফোনে 6.58-ইঞ্চির IPS LCD ডিসপ্লে রয়েছে এবং এতে সেলফি ক্যামেরার জন্য ওয়াটারড্রপ নচ দেওয়া হয়েছে। এই ডিসপ্লের রেজলিউশনF ull HD+ এবং রিফ্রেশরেট 120Hz। ফোনটির ডিসপ্লে সেকেন্ড জেনারেশন পাণ্ডা গ্লাস দিয়ে সুরক্ষিত করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে 50MP প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে 2MP ম্যাক্রো লেন্স এবং 2MP ডেপ্থ সেন্সর যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। iQOO Z6 5G ফোনটি Android 12 অপারেটিং সিস্টেম এবং Funtouch OS 12 এ কাজ করে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আরও পড়ুন: 50MP ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারিসহ লঞ্চ হল Realme 10T 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here