AnTuTu তালিকায় প্রকাশিত Realme GT Neo 5 SE স্মার্টফোনের স্পেসিফিকেশন, এইদিন হবে লঞ্চ

Highlights

  • 3 এপ্রিল চীনে লঞ্চ হবে Realme GT Neo 5 SE স্মার্টফোন।
  • কোম্পানি লঞ্চের তারিখ সহ ডিভাইসটির লুক প্রকাশ করেছে।
  • AnTuTu তালিকায় ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে।

Realme অবশেষে তাদের আসন্ন ফোন Realme GT Neo 5 SE স্মার্টফোনের লঞ্চ ডেট ঘোষণা করেছে। চীনে 3 এপ্রিল লঞ্চ হবে এই ফোনটি। Realme তাদের অফিসিয়াল Weibo অ্যাকাউন্টের মাধ্যমে এই তথ্য শেয়ার করেছে। প্রমোশনাল পোস্টারে লঞ্চের তারিখ ছাড়াও ফোনটির ডিজাইনও প্রকাশ করা হয়েছে। শুধু তাই নয়, অফিসিয়াল হওয়ার আগে, হ্যান্ডসেটটি AnTuTu বেঞ্চমার্কিং ডাটাবেস ওয়েবসাইটে দেখা গিয়েছিল, যেখানে এর অনেকগুলি গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশিত হয়েছিল। আরও পড়ুন: 50MP ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারিসহ লঞ্চ হল Realme 10T 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

Realme GT Neo 5 SE স্মার্টফোনের ডিজাইন

Realme GT Neo 5 SE স্মার্টফোনটি দেখতে অনেকটা এরকম। এই ডিভাইসটিতে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ব্যাক সাইডে দিকে একটি ভার্টিকল LED ফ্ল্যাশ থাকবে। ক্যামেরা সেটআপটি একটি বড় আয়তক্ষেত্রাকার মডিউলের ভিতরে রাখা হবে। ডিভাইসটির পিছনে কোম্পানির ব্র্যান্ডিং থাকবে। GT Neo 5 SE ফোনটি একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ আসবে বলে আশা করা হচ্ছে।

Realme GT Neo 5 SE স্মার্টফোনের স্পেসিফিকেশন

AnTuTu তালিকা অনুযায়ী Realme GT Neo 5 SE মডেল নম্বর Realme RMX3700 সহ দেখা গেছে। যেখানে এই ফোনটি মোট 1009127 পয়েন্ট পেয়েছে। তালিকা থেকে এটা নিশ্চিত করা হয়েছে যে ডিভাইসটি Snapdragon 7+ Gen 2 প্রসেসর সহ লঞ্চ করা হবে। এছাড়া এতে রয়েছে 16GB র‍্যাম এবং 1TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ। আরও পড়ুন: Airtel লঞ্চ করল 3টি নতুন পোস্টপেইড প্ল্যান,পাবেন 105GB পর্যন্ত ডেটা

এছাড়াও এই ফোনটি Android 13 বেসড Realme UI 4.0-এ কাজ করবে। এই হ্যান্ডসেটটিতে একটি 120Hz/144Hz রিফ্রেশরেট AMOLED প্যানেল এবং 100W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি 5,000mAh ব্যাটারি থাকতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here