5G সার্ভিস খুব শীঘ্রই ভারতে আসতে চলেছে। মনে করা হচ্ছে যে সেপ্টেম্বর-অক্টোবর মধ্যে টেলিকম কোম্পানির এটিকে লঞ্চ করতে পারে। এখানে অবাক হওয়ার কোনো কারণ নেই যে 5জি সার্ভিস 4জি সার্ভিসের তুলনায় অনেক দ্রুত হবে এখানে মোবাইল টেকনিকে অনেক বদল আসবে। কিন্তু এখন প্রশ্ন এটায় যে 5জি সার্ভিস লঞ্চ করা জরুরি নাকি মোবাইল ইউজারদের জন্য 4জি সার্ভিস ঠিক। কারণ ভারতীয় মোবাইল ইউজারদের সমস্যা উপলদ্ধ করার জন্য 5জি সার্ভিসের কিছু বিশেষত্ব জেনে নেওয়া যাক।
5G এর কি বিশেষত্ব
মোবাইল সেবার জন্য 5জি সার্ভিসের বিশেষত্ব হলো –
- 5G নেটওয়ার্কের মাধ্যমে আপনি 10GBPS এর স্পিড পাবেন যেটি 4G সার্ভিস বা 4.5G এর তুলনায় 10 থেকে 100 গুন দ্রুত হবে।
- এখানে লেটেন্সি 1 মিলী সেকেন্ড হবে।
- 4G এর তুলনায় 1000 গুন বেশি ব্যান্ডউইথ ইউনিট এরিয়া কভার করবে।
- 4G সার্ভিসের তুলনায় ইউনিট এরিয়া 100 গুন বেশি ডিভাইস কানেক্ট করতে পারবে।
- 5G সার্ভিসের অন্য বিশেষত্বের কথা বললে এটি টাওয়ার 99.99 উপলোদ্ধার সাথে 100 শতাংশ এরিয়া কভার করবে।
5G এর জন্য জরুরি 4জির ওপরে ফোকাস
5G এর বিশেষত্ব তো আমরা সবাই জেনে গেছি কিন্তু এখন প্রশ্ন যে এই মুহূর্তে এই সার্ভিসে শিপট হওয়া কি জরুরি নাকি 4জি সার্ভিস ভালো করে ইউজারদের ভালো সার্ভিস দেবে। কারণ 4জি নিয়ে এখন একটু সমস্যা রয়েছে। এই প্রশ্নের উত্তর আমরা দেবো।
- স্লো স্পিড
- সার্ভিস দামী
- কম কভারেজ
1. স্লো স্পিড : আপনাকে বলে দি 4জি সার্ভিসে কম করে 50 MBPS এর স্পিড থাকে যখন কথা হয় 600 MBPS পর্যন্ত যায়। কিন্তু ভারতের 15 MBPS এর স্পিড পাওয়া যায়। এছাড়া কিছু ক্ষেত্রে 4জির নামে KBPS এ ডেটা পাওয়া যায়। এই অবস্থায় বলা যেতে পারে ভারতে 4জি সার্ভিস ভালো নেই সেখানে 4জির কি সুবিধা।এই রূপ উচিত যে 4জি সার্ভিস ভালো করে ইউজারদের কাছে প্রদান করা।
2. সার্ভিস দামী : গত দুই বছরে ডেটা সার্ভিসে নজর রাখলে এটি দুই গুন বেশি দামী হয়ে গেছে। 299 টাকার সার্ভিসের শুল্ক 699 টাকার কাছাকাছি এসে গেছে যেটি ইউজারদের হাতের বাইরে। এই হিসাবে 5জি সার্ভিস শুরু হলে এটিও বেশি দামী হবে যার জন্য ইউজার এখনও পর্যন্ত প্রস্তুত নয়। এর জন্য এই সার্ভিস দামী হওয়ার থেকে 4জি সার্ভিস চালু ভালো করলে বেশি সুবিধা।
3. কম কভারেজ : ভারতীয় মোবাইল অপারেটরস maximum কভারেজ 100 ফিজদি পর্যন্ত আসে। অন্য কোম্পানির নালিশ থাকে যে ইউজাররা ঠিক ঠাক নেটওয়ার্ক পায় না। এর মধ্যে কে ঠিক তা জানার বিষয় না। কারণ আমরা জানি ইউজাররা সঠিক। আমরা সবা এই সমস্যার সম্মুখীন হয়েছি। কিছু জায়গায় নেটওয়ার্ক নেই সেখানে 4জি কথা দূরের কথা। এই অবস্থায় যদি 5জি সার্ভিস চালু করা হয় তাহলে এই সব এলাকায় কেউ নজর দেবে না। এরজন্য 5জি সার্ভিস লঞ্চ করার থেকে বেস্ট 4জি সার্ভিস কভার এরিয়া বাড়ানো এবং ভালো 4জি সার্ভিস প্রদান করা।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন