Xiaomi ও তৈরি করছে 64 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন, প্রতিযোগিতার মুখে স‍্যামসাং

Samsung গত মাসে টেক মঞ্চে তাদের নতুন টেকনোলজি দেখিয়ে ISOCELL Bright GW1 টেকনিক প্রদর্শন করে। এই ক‍্যামেরা সেন্সর আজ পর্যন্ত লঞ্চ হ‌ওয়া সমস্ত ক‍্যামেরা সেন্সরের মধ্যে সবচেয়ে অ্যাডভান্স। এই সেন্সরের সবচেয়ে বড়ো বিশেষত্ব হলো এতে 64 মেগাপিক্সেল পর্যন্ত ফোটো ক্লিক করা যায়। কিছু দিন আগে জানা গেছিল Samsung তাদের গ‍্যালাক্সি সিরিজের আগামী স্মার্টফোন Galaxy A70s স্মার্টফোন নিয়ে কাজ করছে যা 64 মেগাপিক্সেলের ক‍্যামেরা সাপোর্ট করবে। এই লিস্টে এখন Xiaomi এর নাম‌ও জুড়ে গেছে। জানা গেছে Xiaomi ও 64 মেগাপিক্সেলের ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন নিয়ে কাজ করছে।

Exclusive : দেখুন Motorola One Action এর প্রথম ফোটো

Xiaomi সম্পর্কে এই খবর চীনা বেঞ্চমার্কিং সাইট ওয়েইবোতে পেশ করা হয়েছে। আইস ইউনিভার্স ওয়েইবোতে পোস্ট করেছে চীনা কোম্পানি শাওমি এমন একটি স্মার্টফোনের ওপর কাজ করছে যা 64 মেগাপিক্সেলের ক‍্যামেরাযুক্ত হবে। এই পোস্টে ফোনটির নাম বা লঞ্চ ডেট সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি তবে খবর সামনে আসার পর স্পষ্ট বোঝা যাচ্ছে Xiaomi এর এই আগামী স্মার্টফোন Samsung এর ISOCELL Bright GW1 সেন্সরযুক্ত হবে। এখন শুধু দেখার অপেক্ষা বিশ্বের প্রথম 64 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সরযুক্ত স্মার্টফোন কোন কোম্পানি লঞ্চ করে, Xiaomi না Samsung।

প্রসঙ্গত Samsung কিছু দিন আগেই ISOCELL Bright GW1 টেকনিক পেশ করে। এই সেন্সরের সঙ্গে যে কোনো স্মার্টফোন 64 মেগাপিক্সেলের ফোটো ক‍্যাপচার করতে সক্ষম হবে। এত বিপুল পরিমাণ রেজলিউশন এখন‌ও পর্যন্ত বিশ্বে লঞ্চ হ‌ওয়া যে কোনো স্মার্টফোনের চেয়ে যথেষ্ট বেশি।

Motorola One, Moto G7 ও Moto G7 Power ফোনের দাম কমলো, কোম্পানি করছে নতুন প্ল‍্যান

64 মেগাপিক্সেলের ক‍্যামেরা কিভাবে কাজ করবে?
জেনে রাখুন স‍্যামসাঙের পেশ করা নতুন ISOCELL Bright GW1 টেকনিক pixel-merging Tetracell technology ও remosaic algorithm এর সমন্বয়ে তৈরি। এই দুটি অ্যাডভান্স টেকনোলজিকে এক সঙ্গে মিলিয়ে স‍্যামসাঙের এই ক‍্যামেরা সেন্সর লো।লাইটে 16 মেগাপিক্সেল ফোটো ক্লিক করে। এই সেন্সর 16 মেগাপিক্সেলে এক সঙ্গে চারটি ফোটো ক‍্যাপচার করে এবং চারটি আলাদা আলাদা ফোটো ফাইল এক সঙ্গে জুড়ে একটি 64 মেগাপিক্সেলের ফোটো ফাইল বানায়।

এছাড়া ISOCELL Bright GW1 ক‍্যামেরা সেন্সর 100 ডেসিবল (DB) পর্যন্ত রিয়েল টাইম হাই ডায়নামিক রেঞ্জ (HDR) সাপোর্ট করে। এর ফলে ফোনে তোলা ফোটো অত্যন্ত হাই কোয়ালিটির হয় এবং ফোটোয় সব রং খুব স্পষ্ট ও শার্প দেখা যায়। স‍্যামসাঙের এই ক‍্যামেরা সেন্সর টেকনিক ডুয়েল কম্বর্শন গেইম (DCG) যুক্ত যা ক‍্যামেরায় ধরা পড়া আলোকে ইলেকট্রনিক সিগন্যালে বদলে দেয়।

40 কোটিরও বেশি ডাউনলোড হয়েছে PUBG মোবাইল, আয়ের দিক থেকে নতুন রেকর্ড

বিশেষ ফিচার
স‍্যামসাঙের এই ক‍্যামেরা সেন্সর ইলেকট্রনিক সিগন্যালে পরিণত এই আলোকে ফুল ওয়েল ক‍্যাপাসিটি (FWC) এর সাহায্যে অপ্টিমাইজ করে ফোটোকে সঠিকভাবে ব্রাইট করে। এই ক‍্যামেরা সেন্সর টেকনিকের সাহায্যে Samsung Galaxy A70S 480fps স্পীডে ফুল এইচডি স্লো মোশন ভিডিও বানাতে সক্ষম হবে। এর সঙ্গে Galaxy A70S হাই পারফরম্যান্স ফেজ ডিটেকশন অটো ফোকাস টেকনিক (Super PD) এর মতো অত‍্যাধুনিক টেকনিকযুক্ত হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here