অপেক্ষার অবসান, মাত্র 4 দিন পরে লাইভ হতে চলেছে 5G পরিষেবা, কিন্তু…

অবশেষে ভারতে 5G পরিষেবার জন্য দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 4 দিন পর অর্থাৎ 1 অক্টোবর 5G লঞ্চ করবেন। আসলে 23 সেপ্টেম্বর, National Broadband Mission এর অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে জানানো হয়েছিল যে 5G নেটওয়ার্ক 1 অক্টোবর থেকে শুরু হওয়া Indian Mobile Congress এ লাইভ করা হবে। দীপাবলির মধ্যে Airtel 5G, Jio 5G এবং Vi এর 5G পরিষেবাও লাইভ হবে বলে আশা করা হচ্ছে। কিন্তু, এসবের মাঝেই NBC একদিন পরেই তাদের টুইটটি সরিয়ে ফেলে। তাই 1 অক্টোবর 5G লঞ্চের খবরটি কতটা সঠিক সেই নিয়ে জটিলতা শুরু হয়েছে।

সত্যিই কি 1 অক্টোবর লঞ্চ হবে 5G?

আসলে 23 সেপ্টেম্বর ন্যাশনাল ব্রডব্যান্ড মিশন (NBM) একটি টুইট করেছিল যে প্রধানমন্ত্রী মোদি 1 অক্টোবর ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসে 5G চালু করবেন। কিন্তু, কিছুক্ষণ পরেই NBM-এর টুইটার হ্যান্ডেল থেকে সেই টুইটটি ডিলিট করে দেওয়া হয়। তারপর মোবাইল ইন্ডিয়া কংগ্রেস 5G লঞ্চ সম্পর্কে আর কিছু জানায়নি। তাই 1 অক্টোবর দেশে 5G চালুর খবর ভিত্তিহীন বলে মনে হচ্ছে।

12 অক্টোবর লাইভ হবে 5G?

এর আগে মিডিয়া রিপোর্টে প্রকাশিত হয়েছিল যে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে তারা দ্রুত 5G পরিষেবা শুরু করার প্ল্যান করছেন, টেলিকম অপারেটররা এই বিষয়ে কাজ করছে এবং ইনস্টলেশন করা হচ্ছে। আশা করা হচ্ছে যে 12 অক্টোবরের মধ্যে 5G পরিষেবা শুরু হবে এবং তারপরে এটি শহর ও শহরাঞ্চলে প্রসারিত হবে। কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেছেন যে তিনি আশা করছেন আগামী দুই থেকে তিন বছরের মধ্যে দেশের প্রতিটি প্রান্তে 5G পরিষেবা পৌঁছে যাবে।

আগেও একাধিকবার 5G লঞ্চের তারিখ সামনে এসেছে

5G স্পেকট্রাম নিলামের পরে, 15 আগস্ট 2022-এ ভারতে 5G পরিষেবা লঞ্চ হবে বলে খবর পাওয়া গেছিল, কিন্তু তা হয়নি। Jio এবং Airtel দীপাবলির মধ্যে 5G পরিষেবা লাইভ করবে বলেও খবর রয়েছে।

2022 সালে এই 13টি শহরে প্রথম 5G পরিষেবা পাওয়া যাবে

এই বছর টেলিকমিউনিকেশন বিভাগ (DoT) জানিয়েছিল যে ভারতে 5G রোলআউটের পরে, ভারতের 13টি শহর প্রথম 5G পরিষেবা পাবে। 2022 সালে, আহমেদাবাদ, বেঙ্গালুরু, চণ্ডীগড়, গান্ধীনগর, গুরুগ্রাম, হায়দ্রাবাদ, জামনগর, কলকাতা, চেন্নাই, লখনউ, পুনে, দিল্লি এবং মুম্বাইয়ের মতো শহরগুলিতে প্রথম 5G পরিষেবা পাওয়া যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here