মাত্র 13,299 টাকা দামে লঞ্চ হল শক্তিশালী Samsung galaxy M15 5G, জেনে নিন বিস্তারিত

স্যামসাঙ তাদের এম সিরিজের অধীনে নতুন ফোন Samsung galaxy M15 5G পেশ করেছে। এই ফোনটি ভারতে শপিং সাইট আমাজন, কোম্পানির ওয়েবসাইট এবং রিটেইলস আউটলেটের মাধ্যমে সেল করা হচ্ছে। মাত্র 13,299 টাকা দামের এই ফোনে 6000mAh ব্যাটারি, মিডিয়াটেক ডায়মেনসিটি 6100+ প্রসেসর, এমোলেড ডিসপ্লে, 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপের মতো বিভিন্ন অ্যাডভান্স ফিচার রয়েছে। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক এই ফোনের দাম ও ফিচার সম্পর্কে।

Samsung galaxy M15 5G ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: Samsung galaxy M15 5G ফোনে 6.5 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 19.5 :9 আসপেক্ট রেশিও, 1080 x 2340 পিক্সেল রেজোলিউশন, 399 PPI পিক্সেল ডেনসিটি, 16 মিলিয়ন কালার এবং 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।

প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 6100+ চিপসেট যোগ করা হয়েছে। জানিয়ে রাখি এই 5G প্রসেসর গেমিং সহ সমস্ত ধরনের টাস্কে স্মুথ পারফরমেন্স দিতে সক্ষম।

স্টোরেজ: এই ফোনটি 4GB RAM + 128GB মেমরি এবং 6GB RAM + 128GB স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Samsung galaxy M15 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি, 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: Samsung galaxy M15 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 25 ওয়াট ফাস্ট চার্জিং এবং ইউএসবি টাইপ সি পোর্ট সহ 6000mAh ব্যাটারি রয়েছে।

অন্যান্য: এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল সিম 5G, ওয়াইফাই, ব্লুটুথের মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার দেওয়া হয়েছে।

ওএস: Samsung galaxy M15 5G ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হয়েছে। এই ফোনে চারটি অ্যান্ড্রয়েড আপডেট এবং 5 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

Samsung galaxy M15 5G ফোনের দাম ও সেল

  • ভারতের বাজারে নতুন Samsung galaxy M15 5G ফোনটি দুটি স্টোরেজ মডেলে পেশ করা হয়েছে।
  • ফোনটির 4GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 13,299 টাকা।
  • একইভাবে Samsung galaxy M15 5G ফোনের 6GB RAM + 128GB স্টোরেজ মডেল 14,799 টাকা দামে সেল করা হবে।
  • এই ফোনটি ব্লু টোপাজ, সেলিস্টিয়াল ব্লু এবং স্টোন গ্রে কালারে বাজারে আনা হয়েছে।
  • এই ফোনটি শপিং সাইট আমাজন, কোম্পানির ওয়েবসাইট ও বিভিন্ন রিটেইল আউটলেটের মাধ্যমে এই ফোন বিক্রি করা হচ্ছে।
  • কোম্পানির পক্ষ থেকে লঞ্চ অফার হিসাবে এইচডিএফসি ব্যাঙ্ক ইউজারদের 1,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এছাড়া এই ফোনটি 3 বা 6 মাসের নো কস্ট ইএমআই এর মাধ্যমেও কেনা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here