6000mAh battery, 50MP ক্যামেরা এবং 12GB RAM সহ লঞ্চ হল এই স্টাইলিশ স্মার্টফোন, জেনে নিন দাম

Highlights

  • Honor Play 50+ নামে পেশ হয়েছে এই ফোন।
  • ফোনটি চীনে লঞ্চ করা হয়েছে।
  • ফোনটির 12GB RAM ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে প্রায় 16 হাজার টাকা।

ভারতে পুনরায় Honor ফিরে এসেছে এবং Honor Tech নামে তাদের ফোন বেচা শুরু করেছে। সম্প্রতি কোম্পানি Honor 90 5G ফোনটি লঞ্চ করেছে এবং বর্তমানে কোম্পানি তাদের ভবিষ্যৎ পরিকল্পনা করছে। গতকাল কোম্পানি তাদের হোম মার্কেট চীনে শক্তিশালী স্পেসিফিকেশন সহ Honor Play 50+ লঞ্চ করেছে। লেটেস্ট Honor Play 50+ ফোনটির দাম, স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে নিচে জানানো হল। আরও পড়ুন: 12 হাজার টাকার রেঞ্জে লঞ্চ হল OPPO A2x 5G স্মার্টফোন, IP54 রেটিং সহ এতে রয়েছে 90Hz রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে

Honor Play 50+ এর চীনে দাম

চীনে Honor Play 50+ ফোনটি দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 8GB RAM দেওয়া হয়েছে এবং বড় মডেলে 12GB RAM রয়েছে। এই দুটি ভেরিয়েন্টেই 256GB করে স্টোরেজ রয়েছে। ওয়েবসাইটে আপাতত ফোনটির 12GB RAM মডেলের দামই বলা হয়েছে। এই ফোনের দাম রাখা হয়েছে 1399 Yuan অর্থাৎ প্রায় 16,000 টাকা। চীনের মার্কেটে এই ফোনটি Streaming silver, ink jade green, fantasy night black এবং star purple কাআল্রে সেল করা হবে।

Honor Play 50+ এর স্পেসিফিকেশন

  • 6.8″ FHD+ 90Hz Display
  • Mediatek Dimensity 6020
  • 12GB RAM + 256GB Storage
  • 50MP Dual Rear Camera
  • 35W 6,000mAh Battery

ডিসপ্লে: Honor Play 50+ ফোনে 1080 x 2400 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.8 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই ডিসপ্লে আইপিএস এলসিডি প্যানেল দিয়ে তৈরি এবং এটি 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে।

প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং ম্যাজিক ওএস 7.2 তে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে 7 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 6020 অক্টাকোর প্রসেসরে কাজ করে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Honor Play 50+ ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গে 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর রয়েছে। সেলফি এবন ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 6,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 35 ওয়াট Rapid চার্জিং টেকনোলজি যোগ করা হয়েছে।

Honor Play 50+ ফিচার

  • এই ফোনে Hi-Res audio সাপোর্টেড ডুয়েল স্পিকার দেওয়া হয়েছে।
  • এতে 3.5mm জ্যাক এবন USB-C রয়েছে।
  • সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
  • কানেক্টিভিটি ফিচার হিসাবে Wi-Fi 802.11ac, Bluetooth 5.1 এবন GPS রয়েছে।
  • ফোনটির ডায়মেনশন 166.7 x 76.5 x 8.24 এমএম এবন ওজন 199 গ্রাম।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here