12 হাজার টাকার রেঞ্জে লঞ্চ হল OPPO A2x 5G স্মার্টফোন, IP54 রেটিং সহ এতে রয়েছে 90Hz রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে

গত মাসে সার্টিফিকশন সাইট টেনাতে OPPO A2x নামের একটি স্মার্টফোন দেখা গিয়েছিল এবং সম্প্রতি এই ফোনের কিছু ছবিও লিকের মাধ্যমে সামনে এসেছিল। গতকাল কোম্পানি এই ফোনটি চীনের বাজারে অফিসিয়ালি পেশ করে দিয়েছে। এই বাজেট ফোনে 13MP Camera, 8GB RAM, MediaTek Dimensity 6020 चिपसेट এবং 5,000mAh battery এর মতো কিছু দারুণ ফিচার রয়েছে। এই সস্তা ফোনটির দাম, স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল। আরও পড়ুন: Amazon Great Indian Festival sale: 20000 টাকার কম দামের 5G ফোনে চলছে দারুণ অফার

OPPO A2x এর দাম

ভেরিয়েন্ট চীনে দাম ভারতীয় দাম (প্রায়)
6GB RAM + 128GB Memory 1099 Yuan ₹12,599
8GB RAM + 256GB Memory 1399 Yuan ₹15,999

 

চীনে এই ফোনটি দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 6GB RAM এর সঙ্গে 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। একইভাবে ফোনটির বড় মডেলে 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দুটি ভেরিয়েন্টের দাম যথাক্রমে 12,599 টাকা এবং 15,999 টাকার কাছাকাছি। চীনে OPPO A2x ফোনটি black, gold এবং purple কালারে সেল করা হবে। আরও পড়ুন: Amazon Great Indian Festival sale: কোন কীবোর্ডে পাওয়া যাচ্ছে ক্ত ছাড়? জেনে নিন বিস্তারিত

OPPO A2x এর স্পেসিফিকেশন

  • 6.56″ HD+ 90Hz display
  • 16GB RAM (8GB+8GB)
  • MediaTek Dimensity 6020
  • 13MP Back + 5MP Front Camera
  • 5,000mAh Battery

ডিসপ্লে: OPPO A2x ফোনে 720 x 1612 রেজলিউশন সাপোর্টেড 6.56 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন এলসিডি প্যানেল দিয়ে তৈরি এবং 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। এই ডিসপ্লের পীক ব্রাইটনেস 720 নিটস।

প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং কালার ওএস 13.1 এ কাজ করে। প্রসেসিঙের জন্য এতে 7 ন্যানোমিটার ফেব্রিকেশন তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 6020 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।

স্টোরেজ: এই ফোনটি 6GB এবং 8GB RAM সহ দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এছাড়া RAM expansion technology ব্যাবহার করে ফোনের RAM 16GB পর্যন্ত বাড়ানো যায়।

ক্যামেরা: OPPO A2x ফোনটিতে ফটোগ্রাফির জন্য ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ এবং এআই টেকনোলজিযুক্ত 13 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে ফাস্ট চার্জিং টেকনোলজিও যোগ করা হয়েছে।

OPPO A2x এর ফিচার

  • OPPO A2x ফোনে IP54 রেটিং দেওয়া হয়েছে, ফলে এই ফোন জল ও ধুলো থেকে সুরক্ষিত থাকবে।
  • সিকিউরিটির জন্য এই ফোনের সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন রয়েছে।
  • ফোনের নিচের প্যানেলে লাউড স্পিকার যোগ করা হয়েছে এবং কোম্পানির বক্তব্য অনুযায়ী এই স্পিকার 300% সুপার ভলিউম আউটপুট দিতে সক্ষম।
  • এই ফোনের স্ক্রিনে 4096 লেভেল স্মার্ট ডিমিং এবং 24/7 AI ইনটেলিজেন্ট আই প্রোটেকশন ফিচার রয়েছে। ফলে দীর্ঘ সময় ধরে ফোন ব্যাবহার করলেও চোখের ক্ষতি হবে না।
  • এই ফোনে Dual-mode 5G, Dual SIM, Wi-Fi + Bluetooth রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here