Highlights
- Realme 11 সিরিজের তিনটি মডেল চীনে লঞ্চ করা হয়েছে।
- এই ফোনে MediaTek Dimensity 6020 প্রসেসর দেওয়া হয়েছে।
- এই Realme ফোনটি 12GB পর্যন্ত RAM সাপোর্ট সহ পেশ করা হয়েছে।
দীর্ঘ অপেক্ষার পর Realme 11 সিরিজ অবশেষে চীনে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে। এই লাইনআপে Realme 11, Realme 11 Pro এবং Realme 11 Pro+ এই তিনটি মডেল আনা হয়েছে। এই পোস্টে আপনাদের ভ্যানিলা ভেরিয়েন্ট Realme 11 সম্পর্কে জানানো হল। এই ফোনটিতে 120 Hz রিফ্রেশরেট সহ কার্ভড AMOLED ডিসপ্লে এবং MediaTek Dimensity প্রসেসর রয়েছে। আরও পড়ুন: লঞ্চ হল Tecno Camon 20, 20 Pro এবং 20 Pro 5G স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন
Realme 11 স্মার্টফোনের দাম
- 19000 টাকা প্রারম্ভিক দামে চীনে লঞ্চ হয়েছে।
- এই ফোনে 256GB স্টোরেজ সহ 8GB এবং 12GB RAM অপশন রয়েছে।
এই Realme 11স্মার্টফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই Realme ফোনের প্রথম ভেরিয়েন্টটি 8GB RAM এবং 256GB স্টোরেজ সহ RMB 1,599 (প্রায় 19,000 টাকা) দামে পেশ করা হয়েছে। অন্যদিকে দ্বিতীয় ভেরিয়েন্টটি 12GB RAM এবং 256GB স্টোরেজ সহ RMB 1,799 (প্রায় 21,400 টাকা) দামে পেশ করা হয়েছে।
Realme 11 স্মার্টফোনের স্পেসিফিকেশন
ডিসপ্লে: Realme 11 স্মার্টফোনে 6.43-ইঞ্চি FHD + Samsung sAMOLED ডিসপ্লে প্যানেল রয়েছে, যার রিফ্রেশরেট 90Hz, টাচ স্যাম্পলিং রেট 180Hz। এই ফোনের ডিসপ্লের কালার Gamut হল DCI-P3 এবং সর্বোচ্চ ব্রাইটনেস 1000 নিটস। এই ফোনে পাঞ্চ হোল কাটআউট, স্লিম বেজেল ডিজাইন রয়েছে।
প্রসেসর: Realme-এর লেটেস্ট স্মার্টফোনে MediaTek Dimensity 6020 চিপসেট দেওয়া হয়েছে। এর সাথে এই ফোনে গ্রাফিক্সের জন্য Mali-G57 GPU সাপোর্ট করা হয়েছে। আরও পড়ুন: আরও একটি নতুন 5G ফোন নিয়ে হাজির Vivo, সবার প্রথমে সেল হবে এই দেশে
RAM এবং স্টোরেজ: এই Realme ফোনটি 256GB স্টোরেজ সহ দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে 8GB RAM এবং 12GB RAM এর সাপোর্ট রয়েছে। পাশাপাশি ইউজাররা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ বাড়াতে পারবেন।
অপারেটিং সিস্টেম: Realme11 ফোনটি Android 13 বেসড Realme UI 4.0 কাস্টম স্কিনে রান করে।
ক্যামেরা: Realme 11 স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে সার্কুলার ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে।এই ফোনটির প্রাইমারি ক্যামেরা 64MP, যার সাথে 2MP এর ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে একটি 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। আরও পড়ুন: ধামাকাদার অফার নিয়ে হাজির Jio, ফ্রিতে পাবেন 1GB পর্যন্ত ডেটা এবং আরও অনেক কিছু, জেনে নিন ডিটেইলস
ব্যাটারি: Realme-এর এই লেটেস্ট স্মার্টফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
কানেক্টিভিটি: কানেক্টিভিটি অপশনের মধ্যে এই ফোনে 5G, 4G LTE, Bluetooth, GPS এবং USB Type-C পোর্ট রয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন