64MP ক্যামেরা এবং 66W ফাস্ট চার্জিং সহ বাজারে এল Honor 80 SE 5G, এতে আছে 19GB RAM এর ক্ষমতা

টেক কোম্পানি Honor গত 23 নভেম্বর তাদের নতুন Honor 80 সিরিজ পেশ করেছে। এই সিরিজে কোম্পানির পক্ষ থেকে সুন্দর লুক এবং শক্তিশালী স্পেসিফিকেশন সহ Honor 80 SE, Honor 80 এবং Honor 80 Pro নামের তিনটি স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। 64MP Camera, 66W Charging, 12GB RAM এবং MediaTek Dimensity 900 চিপসেটের মতো সুন্দর ফিচার যুক্ত Honor 80 SE ফোনটি এই সিরিজের সবচেয়ে সস্তা স্মার্টফোন। নিচে Honor 80 SE ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: Black Friday Sale এ প্রচুর ডিসকাউন্টে পাবেন Galaxy S22 Plus এবং Galaxy Z Flip 3 স্মার্টফোন, জেনে নিন ফিচার 

Honor 80 SE এর স্পেসিফিকেশন

Honor 80 SE ফোনটিতে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 2400 x 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটির স্ক্রিন কার্ভড OLED প্যানেল দিয়ে তৈরি এবং এটি 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। এই স্ক্রিনটি বেজল লেস রাখা হয়েছে এবং এর ওপরের দিকে মাঝ বরাবর পাঞ্চ হোল কাটআউট রয়েছে। এই কাটআউটটি বডির থেকে কিছুটা দূরে অবস্থিত। এছাড়া এই ডিসপ্লে 1920 হার্টস PWM ডিমিং এবং 1.07 মিলিয়ন কালার সাপোর্ট করে।

Honor 80 SE ফোনটি Android 12 অপারেটিং বেসড ম্যাজিকওএস 7.0 তে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 2.4 গিগাহার্টস ক্লক স্পীড যুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক ডায়মেনসিটি 900 চিপসেট দেওয়া হয়েছে। হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে মালী-জি68 জিপিইউ রয়েছে। এই ফোনটি 12GB পর্যন্ত ইন্টারনাল RAM এবং 7GB Virtual RAM সাপোর্ট করে। অর্থাৎ হেভি প্রসেসিঙের সময় Honor 80 SE তে 19GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যাবে। আরও পড়ুন: লঞ্চের আগেই ভাইরাল হল Samsung Galaxy A34 ফোনের ছবি, জেনে নিন ফিচার 

ফটোগ্রাফির জন্য Honor 80 SE তে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং f/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য Honor 80 SE তে 32 মেগাপিক্সেলের ফন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

Honor 80 SE ফোনটি 5G এবং 4G উভয় নেটওয়ার্ক সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এতে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং পাওয়ার ব্যাকআপের জন্য 66 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,600mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে WiFi 5, Bluetooth 5.1, GNSS এর পাশাপাশি Hi-Res Audio (wired and wireless) এর মতো উল্লেখযোগ্য ফিচার রয়েছে। আরও পড়ুন: অজয় দেবগনের ‘Bhola’ কিন্তু সাউথ মুভির রিমেক! হিন্দিতে এই OTT তে দেখতে পাবেন সিনেমাটি 

Honor 80 SE এর দাম

মার্কেটে Honor 80 SE ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির বেস ভেরিয়েন্টে 8GB RAM ও 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 2399 ইউয়ান অর্থাৎ ভারতীয় টাকায় প্রায় 27,000 টাকা। একইভাবে ফোনটির বড় ভেরিয়েন্ট 12GB RAM এবং 256GB Storage সহ 2699 ইউয়ান অর্থাৎ প্রায় 30,300 টাকা দামে পেশ করা হয়েছে। চীনের মার্কেটে এই ফোনটি Moonlight Crystal, Iceland Fantasy, Cherry Pink Coral এবং Bright Black কালারে লঞ্চ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here