64MP ক্যামেরা এবং 16GB RAM পাওয়ারসহ শীঘ্রই লঞ্চ হবে Realme C55 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

Highlights

  • 7 মার্চ লঞ্চ হবে Realme C55 স্মার্টফোন।
  • এইদিন এই ফোনটি ইন্দোনেশিয়ার মার্কেটে লঞ্চ হবে।
  • ইন্দোনেশিয়ার পর শীঘ্রই ভারতে লঞ্চ হবে এই ফোনটি।

বিগত বেশ কিছুদিন থেকেই Realme C55 স্মার্টফোনটির সম্পর্কে একাধিক লিক রিপোর্ট সামনে এসেছে। কোম্পানির VP মাধব শেঠও তার টুইটার হ্যান্ডেলের মাধ্যমে এই ফোনটির ভারত লঞ্চ টিজ করেছেন। তবে ভারতে লঞ্চের আগেই ইন্দোনেশিয়ায় লঞ্চ হতে চলেছে এই স্মার্টফোনটি। কোম্পানি জানিয়েছে যে Realme C55 স্মার্টফোনটি 7 মার্চ লঞ্চ হবে এবং প্রথমে এই ফোনটি ইন্দোনেশিয়ার মার্কেটে পাওয়া যাবে। আরও পড়ুন: লঞ্চ হল ভারতের প্রথম গিয়ারযুক্ত ইলেকট্রিক বাইক, সিঙ্গেল চার্জে চলবে 125KM

Realme C55 স্মার্টফোনের লঞ্চ

Realme কোম্পানির তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে Realme C55 স্মার্টফোনটি 7 মার্চ ইন্দোনেশিয়ায় লঞ্চ হবে। এই ফোনের প্রোডাক্ট পেজটিও লাইভ করা হয়েছে যেখানে এই ফোনের ইমেজ , ফিচার এবং অনেক স্পেসিফিকেশন সামনে এসেছে। 7 মার্চ লঞ্চ হওয়ার পরে, এই ফোনটির ফ্ল্যাশ সেল শুরু হবে 8 মার্চ। এই ফোনটি Rainy Night এবং Sunshowers কালার অপশনে সেল হবে। তবে ইন্দোনেশিয়ায় লঞ্চের আগে কোম্পানি Realme C55 স্মার্টফোনটির ভারত লঞ্চের তারিখও জানানো পারে।

Realme C55

  • 90Hz FHD+ LCD ডিসপ্লে
  • 8GB RAM + 256GB স্টোরেজ
  • MediaTek Helio G88
  • 64MP রেয়ার ক্যামেরা
  • 5,000mAh ব্যাটারি
  • 33W SuperVOOC চার্জিং

Realme C55 স্মার্টফোনের অনেক গুরুত্বপূর্ণ ডিটেইলস Realme Indonesia ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। কোম্পানির তরফে জানানো হয়েছে যে এই মোবাইল ফোনটি MediaTek Helio G88 চিপসেটে লঞ্চ হবে। এই ফোন দুটি মেমরি ভেরিয়েন্টে ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে, যার মধ্যে 6GB RAM + 128GB স্টোরেজ এবং 8GBRAM + 256GB স্টোরেজ রয়েছে। Realme C55 স্মার্টফোনটি 8GB ডাইনামিক RAM টেকনোলজি সাপোর্ট করবে, যার সাথে ফোনটি 16GB RAM পর্যন্ত পারফরম্যান্স সাপোর্ট করবে। আরও পড়ুন: TATA কে টেক্কা দিতে মার্কেটে আসছে Hyundai Creta EV, জেনে নিন দাম

Realme C55 স্মার্টফোনটিতে ফটোগ্রাফির জন্য ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে, যার মধ্যে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে। এই ফোনের ফ্রন্ট প্যানেলে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সেন্সর দেখা যাবে। ওয়েবসাইট অনুযায়ী Realme C55 স্মার্টফোনটি 1080 x 2400 পিক্সেল রেজলিউশন সহ FullHD+ পাঞ্চ-হোল ডিসপ্লে সহ লঞ্চ হবে এবং এই স্ক্রিনটি 90Hz রিফ্রেশরেটে কাজ করবে।

পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে 5,000mAh ব্যাটারি থাকবে যা 33W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করবে। এই ফোনের থিকনেস 7.89mm এবং এতে 3.5mm জ্যাক এবং NFC-এর মতো ফিচারও দেখা যাবে। Realme C55 অ্যান্ড্রয়েড 13 OS সহ লঞ্চ হবে যা Realme UI 4.0-এর সাথে মিলে কাজ করবে। আরও পড়ুন: লঞ্চের আগে দেখা গেল এই লো বাজেট ইলেকট্রিক স্কুটার, ভারতে এসেই টক্কর দেবে OLA স্কুটারকে

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here