লঞ্চ হল 7,000mAh Battery সহ ভারতের প্রথম স্মার্টফোন, দাম মাত্র 9 হাজার টাকার চেয়েও কম

Highlights

  • এই ফোনের দাম মাত্র 8,499 টাকা।
  • এই রেঞ্জে 7,000mAh ব্যাটারি সহ এটিই প্রথম স্মার্টফোন।
  • ফোনটিতে 100 দিন পর্যন্ত ওয়ান টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট পাওয়া যাবে।

লো বাজেটের স্বনামধন্য কোম্পানি আইটেল কিছু দিন আগে ভারতে তাদের itel P40+ লঞ্চ করেছিল। itel P40+ ফোনটিতে ভারতের প্রথম 9 হাজার টাকার রেঞ্জে 7,000 এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। এই ফিচারের দৌলতেই ফোনটি এর রেঞ্জের বেস্ট ফোনের স্থান দখল করতে সক্ষম। এই সস্তা ফোনের দাম এবং ফিচার সম্পর্কে নিচে আলোচনা করা হল।

itel P40+ এর দাম

কোম্পানির পক্ষ থেকে itel P40+ ফোনটি সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনে 4GB RAM + 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। শপিং সাইট আমাজনের মাধ্যমে এই ফোনটি মাত্র 8,499 টাকার বিনিময়ে সেল করা হচ্ছে। এই সস্তা ফোনটি Force Black এবং Ice Cyan কালারে পেশ করা হয়েছে।

itel P40+ এর স্পেসিফিকেশন

  • 6.8″ HD+ 90Hz Display
  • 8GB RAM (4GB RAM+4GB RAM)
  • 128GB Storage
  • 13MP Dual Camera
  • 18W 7,000mAh Battery

স্ক্রিন: itel P40+ ফোনে 720 x 1640 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.8 ইঞ্চির এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন আইপিএস প্যানেল দিয়ে তৈরি এবং 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে।

প্রসেসর: itel P40+ ফোনটি অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হয়েছে এবং এটি Unisoc T606 অক্টাকোর প্রসেসরে রান করে। এই ফোনে 4GB virtual RAM ফিচারও রয়েছে যা ইন্টারনাল 4GB RAM এর সঙ্গে মিলে মোট 8GB RAM এর পারফরমেন্স দিতে সক্ষম। এতে 128জিবি স্টোরেজ রয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ফোনটির ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে ফ্ল্যাশ লাইট সহ 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স রয়েছে। এই ফোনে সেলফি এবং ভিডিও কলের জন্য 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 7,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 18 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি 18 দিন স্ট্যান্ড বাই দিতে সক্ষম।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here