এক মাসে ব্যান হল 85 লক্ষেরও বেশি WhatsApp Account, জেনে নিন কিভাবে করা যাবে অভিযোগ

WhatsApp Scam যেন দিন দিন বেড়েই চলেছে। ভারতের সাধারণ ইউজারদের +92 কান্ট্রি কোড সহ পাকিস্তানি নাম্বারের পাশাপাশি আরব এবং আফ্রিকান দেশ থেকেও ফ্রড কল আসে। এই কলিং ও ম্যাসেজিং অ্যাপটিকে সুরক্ষিত রাখার জন্য WhatsApp এর মালিক কোম্পানি Meta ক্রমাগত চেষ্টা করে চলেছে। এবার কোম্পানির পক্ষ থেকে এক মাসের মধ্যে 85 লক্ষেরও বেশি WhatsApp অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে।

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান

মেটা তাদের নতুন রিপোর্টে কোম্পানির ব্যান করা অ্যাকাউন্টের ডিটেইলস শেয়ার করেছে। 1 নভেম্বর জারি করা এই রিপোর্টে বলা হয়েছে কোম্পানি এক মাসের মধ্যে 8,584,000 হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান করেছে। এত বিপুল সংখ্যক অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে 1 সেপ্টেম্বর 2024 থেকে 30 সেপ্টেম্বর 2024 এর মধ্যে। IT Rules, 2021 মেনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

হোয়াটসঅ্যাপের বক্তব্য অনুযায়ী এই এক মাসের মধ্যে ব্যান করা 1,658,000 অ্যাকাউন্ট এমন ছিল যেগুলি অন্য কোনো ইউজারের রিপোর্ট করার আগে কোম্পানির পক্ষ থেকেই ব্যান করে দেওয়া হয়েছে। এইসব অ্যাকাউন্টগুলি ভারত সরকারের নিয়মাবলী মেনে চলত না এবং হোয়াটসঅ্যাপের জারি করা শর্তাবলী ভেঙ্গেছে।

মেটার বক্তব্য অনুযায়ী সেপ্টেম্বর মাসে কোম্পানি ভারত থেকে মোট 8,161 Grievances Report পেয়েছে। এগুলির তদন্ত করার পর এর মধ্যে 97টির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে 3744 ব্যান আপিল, 3196 অন্যান্য সাপোর্ট, 238 অ্যাকাউন্ট সাপোর্ট, 113 প্রোডাক্ট সাপোর্ট এবং 870 সিকিউরিটি সংক্রান্ত রিপোর্ট ছিল।

কোথায় করবেন WhatsApp এর অভিযোগ?

যাদের সঙ্গে কোনো রকম ফ্রড, স্ক্যাম বা জোচ্চুরি হয়েছে তাঁরা [email protected] আইডিতে ইমেইল পাঠিয়ে অভিযোগ জানাতে পারেন। এছাড়া হোয়াটসঅ্যাপ অ্যাপের মাধ্যমেও কোনো WhatsApp Number বা অ্যাকাউন্ট রিপোর্ট করা যায়।

এইসব WhatsApp Number থেকে সাবধান

  • +92 – Pakistan
  • +992 – Tajikistan
  • +993 – Turkmenistan
  • +994 – Azerbaijan
  • +995 – Georgia
  • +995 34 – South Ossetia
  • +995 44 – Abkhazia
  • +996 – Kyrgyzstan
  • +998 – Uzbekistan

উপরোক্ত কান্ট্রি কোড থেকে আসা হোয়াটসঅ্যাপ কল সাধারণ ইউজারদের জন্য যথেষ্ট বিপজ্জনক হতে পারে। এই ধরনের নাম্বার থেকে কল এলে কখনই রিসিভ করবেন না এবং এতে কল ও ম্যাসেজ ব্যাকও করবেন না। বেশি আঘ্র না দেখিয়ে কোনো আননোন আন্তর্জাতিক নাম্বার শুরুতেই ব্লক করে দেওয়া ভালো। আবার +91 নাম্বার সহ ভারতীয় নাম্বারও স্ক্যাম করতে পারে। তাই সমস্ত আননোন নাম্বারের ক্ষেত্রেই সতর্ক থাকুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here