ভারতের বাজারে Realme 15T ফোনটি লঞ্চ হতে চলেছে। এখনও পর্যন্ত অফিসিয়ালি Realme 15T ফোনের লঞ্চ ডেট জানানো হয়নি, তবে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে বাজারে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি এই ফোনের স্পেসিফিকেশন ইন্টারনেটে লিকের মাধ্যমে প্রকাশ্যে এসেছিল। এবার নতুন লিকের মাধ্যমে Realme 15T ফোনের 8GB RAM +128GB স্টোরেজ অপশনের দাম 20,999 টাকা হবে বলে জানা গেছে।
টিপস্টার সঞ্জু চৌধুরি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের মাধ্যমে Realme 15T ফোনের ডিটেইলস শেয়ার করেছে। এর মাধ্যমে আপকামিং ফোনের 8GB RAM ও 128GB স্টোরেজ অপশনের দাম 20,999 টাকা রাখা হবে বলে জানানো হয়েছে। জানিয়ে রাখি এপ্রিল মাসে Realme 14T 5G ফোনের 8GB+128GB স্টোরেজ অপশন 17,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। অর্থাৎ লিক রিপোর্ট অনুযায়ী আগের Realme 14T 5G ফোনের তুলনায় Realme 15T ফোনটির দাম বেশি হতে চলেছে। বর্তমানে আসন্ন ফোনের সঠিক দাম জানার জন্য লঞ্চের অপেক্ষা করতে হবে।
লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী স্পষ্ট বোঝা যাচ্ছে Realme 15T ফোনটি সিরিজের সবচেয়ে সস্তা মডেল হতে চলেছে। আগে Realme 15 5G ফোনটির 8GB+128GB স্টোরেজ অপশন 25,999 টাকা দামে পেশ করা হয়েছিল, এই ফোনটি 30,999 টাকা দামে সেল করা হয়। অন্যদিকে Realme 15 Pro ফোনটির 31,999 টাকা এবং টপ ভেরিয়েন্ট 38,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে।
Realme 15T 5G ফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.4GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক Dimensity 6400 Max প্রসেসর দেওয়া হবে। জানিয়ে রাখি ভারতে এখনও পর্যন্ত Dimensity 6400 ‘Max’ প্রসেসর সহ কোনো ফোন লঞ্চ করা হয়নি। এই প্রসেসর সহ Realme 15T ফোনটি প্রথম হতে চলেছে।
আজকের দিনে দাঁড়িয়ে অন্যান্য ফোনের মতো Realme 15T 5G ফোনেও 7,000mAh ব্যাটারি দেওয়া হবে। গত দুই মাসে কোম্পানি একই ব্যাটারি ক্যাপাসিটি সহ রিয়েলমি 15, 15 প্রো, রিয়েলমি পি4 এবং পি4 প্রো ফোনগুলি লঞ্চ করেছে। তবে বর্তমানে 20 হাজার টাকার চেয়ে কম দামে বাজারে OPPO K13 5G ফোনটি 7,000mAh ব্যাটারি এবং 21,999 টাকা দামে iQOO Z10 এবং Vivo T4 ফোনটি 7,300mAh ব্যাটারি সহ রয়েছে।
ফটোগ্রাফির জন্য Realme 15T 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। Realme 15T 5G ফোনটি realme UI 6.0 সহ কাজ করবে এবং এতে 10GB Virtual RAM থাকবে। লিক অনুযায়ী Realme 15T 5G ফোনটিতে 6.5 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া হবে।
20 হাজার টাকার চেয়ে কম দামে Infinix GT 30 এবং Vivo T4R ফোনটি রয়েছে। অন্যদিকে বাজারে উপস্থিত 22 হাজার টাকা রেঞ্জে Vivo Y400 Pro এবং Honor X9c ফোনগুলি Realme 15T ফোনের অন্যান্য অপশন হয়ে উঠতে পারে। Infinix GT 30 ফোনটিতে 144Hz রিফ্রেশ রেট এবং Vivo T4R ফোনে Curved AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। উভয় ফোনেই
Dimensity 7400 প্রসেসর রয়েছে। একইভাবে Vivo Y400 Pro ফোনটিতে 90W চার্জিং, Dimensity 7300 প্রসেসর এবং 4500nits AMOLED ডিসপ্লে রয়েছে। একইসঙ্গে Honor X9c ফোনটিতে শক্তিশালী 6,600mAh ব্যাটারি এবং Snapdragon 6 Gen 1 প্রসেসর যোগ করা হয়েছে।











