শীঘ্রই লঞ্চ হবে Realme V30 স্মার্টফোন, জেনে নিন কেমন হবে এই ফোনটির স্পেসিফিকেশন

Highlights

  • এই মাসেই লঞ্চ হতে পারে Realme V30 স্মার্টফোন।
  • সার্টিফিকেশন সাইট টেনাতে লিস্টেড হল ফোনটির স্পেসিফিকেশন।
  • লো বাজেট ক্যাটাগরিতে পেশ করা হবে Realme V30।

টেক কোম্পানি রিয়েলমি সম্পর্কে খবর পাওয়া যাচ্ছে কোম্পানি তাদের ‘ভি’ সিরিজের নতুন স্মার্টফোনে কাজ করছে এবং এই ফোনটি Realme V30 নামে লঞ্চ করা হবে। এই ফোনটি সার্টিফিকেশন সাইট টেনাতে লিস্টেড করা হয়েছে এবং এখান থেকে ফোনটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে। Realme V30 ফোনটি 8GB RAM, 6.51 ইঞ্চির ডিসপ্লে, 13MP ক্যামেরা এবং 5,000mAh battery এর সঙ্গে লো বাজেট সেগমেন্টে লঞ্চ করা হবে। আরও পড়ুন: জেনে নিন Android 13 এর কিছু টিপস এবং ট্রিকস, এই ফিচারগুলির সাহায্যে অনেক কাজ হয়ে যাবে সহজ

Realme V30 এর স্পেসিফিকেশন (লিক)

  • 6.51″ HD+ Display
  • 2.2Ghz Processor
  • 8GB RAM + 256GB ROM
  • 13MP Dual Rear Camera
  • 10W 5,000mAh Battery

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত Realme V30 ফোনটি সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে লিস্টিং এবং বিভিন্ন লিক অনুযায়ী এই ফোনটিতে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 720 x 1600 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.51 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হবে। এই ডিসপ্লেতে ওয়াটারড্রপ স্টাইলের নচ থাকবে এবং ফোনটির স্ক্রিনের তিন দিক বেজল লেস হবে এবং এর নিচের দিকে অপেক্ষাকৃত চওড়া চিন পার্ট দেখা যাবে।

টেনা লিস্টিং অনুযায়ী Realme V30 ফোনটিতে 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসর যোগ করা হবে। এই ফোনে কোন চিপসেট দেওয়া হবে সেবিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। সার্টিফিকেশন থেকে ফোনটির 4GB, 6GB এবং 8GB RAM ভেরিয়েন্ট পেশ করা হবে বলে জানা গেছে। এই ভেরিয়েন্টগুলিতে যথাক্রমে 64GB, 128GB এবং 256GB স্টোরেজ পাওয়া যাবে। আরও পড়ুন: ভারতে আসতে চলেছে গেমের জন্য দুর্দান্ত ডিভাইস, জেনে নিন 12 লেয়ার কুলিং সিস্টেমসহ এই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

ফটোগ্রাফির জন্য Realme V30 তে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। ফোনের ব্যাক প্যানেলে অবস্থিত এই সেটআপে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স যোগ করা হতে পারে। এছাড়া সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হবে। এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।

এই আপকামিং রিয়েলমি ফোনটি Android 13 অপারেটিং সিস্টেম এবং Realme UI এর সঙ্গে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। ফোনটির ডায়মেনশন 164.4 x 75.1 x 8.1 এমএম এবং ওজন 186 গ্রাম হবে বলে জানা গেছে। আগেই বলা হয়েছে কোম্পানি এখনও পর্যন্ত তাদের আপকামিং Realme V30 ফোনটি সম্পর্কে মুখ খোলেনি। তাই এখনই ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। চিনে আগামী 20 জানুয়ারির আশেপাশে ফোনটি লঞ্চ করা হবে বলে খবর পাওয়া গেছে। আরও পড়ুন: দেশের প্রথম Golden Globe Award জিতল RRR মুভি, জেনে নিন কিভাবে দেখা যাবে অনলাইন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here