ভারতে আসতে চলেছে গেমের জন্য দুর্দান্ত ডিভাইস POCO X5 Pro 5G, জেনে নিন 12 লেয়ার কুলিং সিস্টেমসহ এই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

কয়েকদিন আগে একটি খবর থেকে জানা গিয়েছিল চিনে লঞ্চ হওয়া Redmi Note 12 Pro Speed Edition এর রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে POCO X5 Pro 5G স্মার্টফোন ভারতে লঞ্চ করা হবে। এবার এই ফোনটি ভারতীয় সার্টিফিকেশন সাইট BIS অর্থাৎ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড সাইটে লিস্টেড করা হয়েছে। এই লিস্টিং দেখার পর এবার POCO X5 Pro 5G ফোনটি শীঘ্রই ভারতে লঞ্চ করা হবে বলে সমালোচনা আরও জোরালো হয়ে উঠেছে। এই ফোনটি একটি গেমিং স্মার্টফোন হিসাবে পেশ করা হবে যা BGMI এবং PUBG এর মতো গেমগুলি খেলার জন্য 12 লেয়ার কুলিং সিস্টেম দেওয়া হতে পারে। আরও পড়ুন: দেশের প্রথম Golden Globe Award জিতল RRR মুভি, জেনে নিন কিভাবে দেখা যাবে অনলাইন

BIS সাইটে POCO X5 Pro 5G ফোনটি 22101320I মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে। শুধুমাত্র বিআইএস নয়, থাইল্যান্ডের সার্টিফিকেশন সাইট NBTC এবং EEC তেও এই স্মার্টফোনটি স্পট করা হয়েছে। এখানে POCO X5 Pro 5G ফোনটির মডেল নাম্বার 2210132G লেখা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি এখনও পর্যন্ত এবিষয়ে কোনো আলোকপাত করা হ্যমি ঠিকই, তবে এত সার্টিফিকেশনের পর বাজারে কানাঘুষো শুরু হয়েছে এই মাসের শেষ বা ফেব্রুয়ারির শুরুতে ভারতে এই ফোনটি লঞ্চ করা হতে পারে।

POCO X5 Pro 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • 6.67″ AMOLED 120Hz Display
  • 12GB RAM + 256GB Storage
  • Qualcomm Snapdragon 778G
  • 108MP Rear + 16MP Selfie Camera
  • 67W + 5,000mAh Battery

আগেই জানিয়েছি ভারতের আপকামিং POCO X5 Pro 5G ফোনটি চিনে লঞ্চ করা Redmi Note 12 Pro Speed Edition এর রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। চিনে Redmi Note 12 Pro Speed Edition এ 2400 x 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনটি এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। আরও পড়ুন: আজ রাত 12টা থেকে শুরু হবে Amazon Great Republic Day সেল, পাবেন অনেক দুর্দান্ত ডিল এবং ডিসকাউন্ট 

Redmi Note 12 Pro Speed Edition ফোনটি Android 12 যুক্ত miUI 14 এর সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনটি Qualcomm Snapdragon 778G চিপসেটে রান করে। ফাস্ট প্রসেসিঙের জন্য এতে 12 লেয়ারের কুলিং সিস্টেম যোগ করা হয়েছে। সিকিউরিটির জন্য এই ফোনের সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং পাওয়ার ব্যাকআপের জন্য় এতে 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে LED Flash এর সঙ্গে 108MP Samsung HM2 প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। আরও পড়ুন: শীঘ্রই Redmi Note 12 সিরিজে যুক্ত হতে চলেছে Note 12 Turbo, BGMI-PUBG-এর মতো গেমের জন্য কিন্তু এটা সেরা অপশন 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here