Maruti Suzuki ও আনতে চলেছে তাদের Electric Car, দাম‌ও কম হবে এই গাড়িটির! এবারে বদলে যাবে Electric Vehicle এর বাজার

Electric Vehicle ইন্ডিয়াতে খুব দ্রুত‌ই প্রসিদ্ধ হয়ে চলেছে। একদিকে যেখানে এডভান্স টেকনোলজি যুক্ত এই গাড়ি গুলি সাধারণ লোকেদের নিজের ফিচার সহ স্টাইলের কারনে নিজের প্রতি আকর্ষিত করছে আবার অন‍্যদিকে পেট্রোল-ডিজেলের দাম বাড়ার কারনেও লোকেরা ইলেকট্রিক ভেহিকেলের প্রতি মনোযোগ করছে। Electric Car অথবা Electric Bike বা Electric Scooter, লোকেরা নিজের বাজেট এবং আকর্ষণীয় লুক দেখে বিদ্যুৎ চালিত এই গাড়ি গুলি কিনতে আরো পছন্দ করছে। ইন্ডিয়া‌র EV বাজারে এখন আরো একটি বড়ো নাম Maruti Suzuki ও যোগ হতে চলেছে। কোম্পানি ঘোষণা করেছে যে তারা নিজের ইলেকট্রিক কার ইন্ডিয়াতে লঞ্চ করবে।

Maruti Suzuki Electric Car

ইন্ডিয়ান মারুতি ও জাপানের সুজুকি দুই কোম্পানি মিলিত হয়ে এই সময়ে ভারতের অটোমোবাইল ইন্ডাস্ট্রির অনেকটা অংশ জুড়ে রাজ করছে। Maruti Suzuki এর গাড়ি গুলি লোকেরা পছন্দ করে এবং ভারতীয়‌রা এই কোম্পানি‌কে ভরসা‌ও করে। বহু সময় ধরে এই ইন্ডাস্ট্রিতে সফলতার সাথে কাজ করার পরে এখন এই কোম্পানি ইলেকট্রিক ভেহিকেল সেগ্মেন্টেও পদার্পণ করতে চলেছে। EV Market এ Maruti Suzuki এর‌ও নাম যোগ হতে চলেছে এবং এই কোম্পানি বড়ো বড়ো কোম্পানি ও দামি গাড়ি গুলিকে কড়া প্রতিদ্বন্দ্বিতা দেওয়ার জন্য প্রস্তুত।

Maruti এর সম্পূর্ণ প্ল‍্যান কি?

কোম্পানি পরিস্কার বলে দিয়েছে যে তারা ইন্ডিয়াতে নিজের ইলেকট্রিক কার লঞ্চ করবে, কিন্তু এর সাথে কোম্পানি এও বলেছে যে মারুতি সুজুকি এই সেগ্মেন্টের জন্য তারাহুরো করবে না। কোম্পানি বলেছে যে Maruti Suzuki Electric Car টিকে ভারতীয় বাজারে 2025 এর আগে আনা হবে না। অর্থাৎ কোম্পানির ইলেকট্রিক কারটির জন্য এখন অনেকটাই অপেক্ষা করতে হবে। মারুতি‌ কোম্পানি এখনো লঞ্চ ডেট সম্পর্কে কোনো সিদ্ধান্ত‌ই নেয়নি। কিন্তু এই নতুন অ্যানাউন্সমেন্টের পরে আশা করা হচ্ছে যে কোম্পানি নিজের ইলেকট্রিক কারের প্রোজেক্টে কাজ করা শুরু করে দিয়েছে। কোম্পানি প্ল‍্যান করেছে যে তারা ইন্ডিয়াতে প্রত‍্যেক মাসে 10,000 electric cars বিক্রি করতে চায়।

Maruti এর Electric Car সস্তা হবে

2025 এর আগে ইলেকট্রিক কার লঞ্চ করার সবথেকে বড়ো কারন হলো Electric Vehicle এর দাম। কোম্পানি বয়ানে বলেছে যে এই সময়ে EV ecosystem এর বহু জিনিস আলাদা আলাদা কোম্পানি গুলি তৈরি করছে। batteries, charging infrastructure এবং electric supply এর মতো পার্ট গুলি আলাদা আলাদা কোম্পানি তৈরি করার ফলে ইলেকট্রিক ভেহিকেলের দাম বেড়ে যায় এবং সেই কারনেই বাজারে আসলে সেই গাড়ির দাম অত‍্যাধিক বেশি হয়। এমতাবস্থায় আশা করা যায় যে তিন বছর অপেক্ষা করলে হয়তো Maruti Electric Car সাধারণ লোকেরা অন‍্যান‍্য কোম্পানি গুলির তুলনায় সস্তায় পাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here