30 দিন চলবে Airtel এর এই রিচার্জ প্ল্যানগুলি, কলিং এবং ডেটার কোনও অভাব হবে না

Highlights

  • Airtel-এর মোট 6টি প্ল্যান রয়েছে, যেখানে 1 মাসের ভ্যালিডিটি পাওয়া যায়।
  • এই প্রিপেড প্ল্যানগুলির সাথে কলিং, SMS এবং OTT এর সুবিধাও পাবেন।
  • Airtel সম্প্রতি তাদের সবচেয়ে লো বাজেট 99 টাকার প্ল্যানটি বন্ধ করে দিয়েছে।

TRAI গত বছর ভারতের টেলিকম কোম্পানিগুলিকে এমন একটি প্ল্যান আনার নির্দেশ দিয়েছিল যার ভ্যালিডিটি 28 দিন নয়, বরং এক মাস হবে। এই আদেশ অনুসরণ করে, বর্তমানে সমস্ত টেলিকম কোম্পানির রিচার্জ প্ল্যানে এক মাস অর্থাৎ 30 দিনের ভ্যালিডিটি যুক্ত রিচার্জ প্ল্যান রয়েছে। আজকের এই পোস্টে আপনাদের Airtel এর 30 দিনের ভ্যালিডিটি সহ প্ল্যান গুলির সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: লঞ্চের আগে প্রকাশ্যে Vivo Y100 স্মার্টফোনের ডিজাইন এবং ভেরিয়েন্ট, জেনে নিন বিস্তারিত

Airtel এর 1 মাসের ভ্যালিডিটি যুক্ত রিচার্জ প্ল্যান

  • Airtel এর 319 টাকার রিচার্জ প্ল্যান
  • Airtel এর 359 টাকার রিচার্জ প্ল্যান
  • Airtel এর 509 টাকার রিচার্জ প্ল্যান
  • Airtel এর 319 টাকার রিচার্জ প্ল্যান

Airtel এর 319 টাকার রিচার্জ প্ল্যান

এই রিচার্জ প্ল্যানটির ভ্যালিডিটি 1 মাস। Airtel-এর এই রিচার্জ প্ল্যানে দৈনিক 2GB ডেটা, 100 SMS, আনলিমিটেড কলিং এর সুবিধা পাওয়া যাবে। এছাড়াও, এই ভ্যালিডিটি সম্পূর্ণ এক মাস৷ সেই মাস 30 দিনের হোক বা 31 দিন গোটা মাসের জন্যই ভ্যালিডিটি পাওয়া যাবে।

Airtel এর 359 টাকার রিচার্জ প্ল্যান

এই মাসিক রিচার্জ প্ল্যানটির ভ্যালিডিটি 1 মাস যেখানে 2GB দৈনিক ডেটা দেওয়া হয়। এছাড়াও আনলিমিটেড লোকাল এবং STD কলিং সহ এই প্ল্যানে প্রতিদিন 100টি SMS এর সুবিধা পাওয়া যায়। এছাড়াও, অতিরিক্ত সুবিধা হিসাবে প্ল্যানে Airtel Xstream অ্যাপের 28 দিনের ফ্রি সাবস্ক্রিপশনও পাওয়া যাচ্ছে। এই প্ল্যানে SonyLiv, LionsgatePlay, ErosNow এবং অন্য প্ল্যানগুলি Xstream চ্যানেলে অ্যাক্সেস করা যাবে। আরও পড়ুন: ভারত সরকারের পক্ষ থেকে ব্যানড করা হল 232টি লোন এবং বেটিং অ্যাপ, চিনের সঙ্গে ছিল যোগসাজশ

Airtel এর 509 টাকার রিচার্জ প্ল্যান

এই প্ল্যানে আপনি পুরো 1 মাসের ভ্যালিডিটি পাবেন। এই রিচার্জের সাথে লোকাল STD রিচার্জ সহ সমস্ত নেটওয়ার্কে ফ্রিতে আনলিমিটেড কলিং এর সুবিধা পাবেন। এছাড়াও, এই প্ল্যানে 300 SMS এবং 60GB হাই-স্পিড ডেটা সহ ফ্রিতে Wynk Music এর অ্যাক্সেস দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, এই প্ল্যানে ফ্রি হ্যালো টিউন, Apollo 24/7 সার্কেল এবং FASTag রিচার্জেও ক্যাশব্যাক দেওয়া হচ্ছে।

Airtel এর 30 দিনের ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যান

  • Airtel এর 199 টাকার রিচার্জ প্ল্যান
  • Airtel এর 296 টাকার রিচার্জ প্ল্যান
  • Airtel এর 489 টাকার রিচার্জ প্ল্যান

Airtel এর 199 টাকার রিচার্জ প্ল্যান

এয়ারটেলের 199 টাকার প্ল্যানে মোট 3GB ডেটা পাওয়া যাচ্ছে। এর সাথে ইউজারদের 30 দিনের ভ্যালিডিটি সহ ফ্রি আনলিমিটেড কলিং এবং ফ্রি Wynk Music এবং হ্যালো টিউন অ্যাক্সেসের সুবিধা রয়েছে। আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হবে Vivo V27 এবং V27 Pro স্মার্টফোন, আগেই জেনে নিন স্পেসিফিকেশন এবং লঞ্চ ডিটেইলস

Airtel এর 296 টাকার রিচার্জ প্ল্যান

Airtel-এর 296 টাকার রিচার্জ প্ল্যানে 25GB ডেটা দেওয়া হয়। এই প্ল্যানের বিশেষত্ব হল এই প্ল্যানে 25GB ডেটা এক দিনে একই সাথে ব্যবহার করা যাবে। অর্থাৎ প্রতিদিনের জন্য কোন নির্দিষ্ট ডেটা লিমিট নেই। এছাড়াও এই রিচার্জে ফ্রি কলিং, দৈনিক 100 SMS, 30 দিনের জন্য ফ্রিতে Amazon Prime Video অ্যাক্সেস, 3 মাসের জন্য Apollo 24/7 সার্কেল সুবিধা, আনলিমিটেড ডাউনলোড সহ Wynk Music সাবস্ক্রিপশন, FAStag রিচার্জে 100 টাকা ক্যাশব্যাক,ফ্রিতে Shaw Academy এর এক বছরের সাবস্ক্রিপশন এবং আনলিমিটেড চেঞ্জ সহ Hellotunes পাওয়া যায়।

Airtel এর 489 টাকার রিচার্জ প্ল্যান

এই প্রি-পেইড প্ল্যানে ইউজারদের সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা দেওয়া হচ্ছে। এই রিচার্জ প্ল্যানে 300 SMS এবং 50GB ডেটা দেওয়া হয়। এই প্ল্যানটির ভ্যালিডিটি 30 দিন। এই প্ল্যানে অতিরিক্ত সুবিধার মধ্যে ফ্রিতে Wynk Music অ্যাক্সেস দেওয়া হচ্ছে। এর সাথে ফ্রি হ্যালো টিউন, Apollo 24/7 সার্কেল এবং FASTag রিচার্জে ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে। আরও পড়ুন: Apple iPad কে টেক্কা দিতে লঞ্চ হল OnePlus Pad, জেনে নিন ফিচার এবং দাম

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here