শীঘ্রই লঞ্চ হবে Vivo V27 এবং V27 Pro স্মার্টফোন, আগেই জেনে নিন সম্ভাব্য স্পেসিফিকেশন এবং লঞ্চ ডিটেইলস

Highlights

  • ভারতে মার্চ মাসে লঞ্চ হবে Vivo V27 এবং Vivo V27 Pro স্মার্টফোন।
  • এই স্মার্টফোন সিরিজের দাম 35,000 থেকে 40,000 টাকার মধ্যে হবে।
  • Vivo V17 স্মার্টফোনটিতে MediaTek Dimensity 7200 প্রসেসর থাকবে।

সম্প্রতি খবর পাওয়া গেছিল যে vivo শীঘ্রই ভারতীয় মার্কেটে তাদের V27 সিরিজ লঞ্চ করতে পারে। আজ 91 Mobiles এই সংক্রান্ত একটি বিশেষ খবর পেয়েছে। রিপোর্ট অনুযায়ী, কোম্পানি এই সিরিজের অধীনে vivo V27 এর সাথে vivo V27 Pro মডেলটিও পেশ করতে চলেছে। এর আগে জানা গেছিল যে এই সিরিজের Pro মডেলটি MediaTek Dimensity 8200 চিপসেট সহ লঞ্চ হবে। তবে আজ আমরা খবর পেয়েছি যে কোম্পানি তাদের Vivo V27 ফোনটি MediaTek Dimensity 7200 প্রসেসরে পেশ করতে চলেছে। এটি ভারতের প্রথম ফোন হবে যেখানে আপনি Dimensity 7200 প্রসেসর দেখতে পাবেন। আরও পড়ুন: Apple iPad কে টেক্কা দিতে লঞ্চ হল OnePlus Pad, জেনে নিন ফিচার এবং দাম

Vivo V27 সিরিজের লঞ্চ ডিটেইলস (লিক)

91Mobiles খবর পেয়েছে যে Vivo V27 সিরিজটি আগামী মার্চ মাসে ভারতীয় মার্কেটে লঞ্চ হবে। ফেব্রুয়ারী মাসের শেষ সপ্তাহ থেকেই এই ফোনটির টিজ করা শুরু করবে কোম্পানি। যদিও লঞ্চের তারিখ এখনও নিশ্চিত করা হয়নি, তবে আশা করা হচ্ছে যে Vivo V27 সিরিজটি ভারতে হোলির আগে অর্থাৎ মার্চের প্রথম সপ্তাহে লঞ্চ করা যেতে পারে।

V27 সিরিজের অধীনে 2টি ফোন লঞ্চ হবে

কোম্পানির পক্ষ থেকে Vivo V27 সিরিজে দুটি স্মার্টফোন অন্তর্ভুক্ত করা হবে। একটির নাম হবে Vivo V27 এবং অন্য মোবাইল ফোনটি Vivo V27 Pro নামে মার্কেটে লঞ্চ হবে। Pro মডেলটি এই সিরিজের ভ্যানিলা মডেলের চেয়ে আরও বেশি শক্তিশালী হবে। তবে এই দুটি ডিভাইসেই আপনি পরিবর্তনশীল কালার যুক্ত ব্যাক প্যানেল দেখতে পাবেন। আরও পড়ুন: 16GB RAM এবং 100W SuperVOOC চার্জিংসহ লঞ্চ হল OnePlus Ace 2 স্মার্টফোন, জেনে নিন দাম

Vivo V27 এবং V27 Pro স্মার্টফোনের দাম (লিক)

Vivo V27 এবং V27 Pro উভয় স্মার্টফোনই হাই-এন্ড ডিভাইস হবে। Vivo V27 ফোনটির দাম প্রায় 35,000 টাকা হবে, সেখানে Vivo V27 Pro স্মার্টফোনটিও 40,000 টাকার মধ্যে সেলের জন্য উপলব্ধ করা হবে।

Vivo V27 স্মার্টফোনের স্পেসিফিকেশন (লিক)

Vivo V27 স্মার্টফোনটি ভারতে লঞ্চ হওয়া প্রথম এমন স্মার্টফোন হবে যা MediaTek Dimensity 7200 চিপসেটে লঞ্চ হবে। এর আগে ভারতে এই প্রসেসর সহ কোনো ফোন লঞ্চ হয়নি। আরও পড়ুন: আগের থেকে আরও আধুনিক স্টাইল এবং প্রিমিয়াম কোয়ালিটিসহ লঞ্চ হবে Nothing Phone (2)

Vivo V27 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন (লিক)

Vivo V27 Pro স্মার্টফোনটি MediaTek চিপসেট সহ মার্কেটে লঞ্চ করা হবে। এই ফোনে কার্ভড ডিসপ্লে দেওয়া হবে এবং Sony IMX ক্যামেরা সেন্সর দেখা যাবে। এই সিরিজের ভ্যানিলা মডেলটিতেও একই স্ক্রিন এবং ক্যামেরা সেন্সর থাকবে।

Vivo V27 এবং V27 Pro স্মার্টফোনের মেমরি ভেরিয়েন্ট (লিক)

রিপোর্ট অনুযায়ী Vivo V27 এবং Vivo V27 Pro স্মার্টফোন দুটি ভারতে দুটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ হবে। এই দুটি ফোনের বেস ভেরিয়েন্টে 8GB র‍্যামের সাথে 128GB স্টোরেজ দেওয়া হবে। অন্যদিকে বড় ভেরিয়েন্টটি 12GB র‍্যামের সাথে 256GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করবে। এই Vivo ফোনগুলি Black কালারের পাশাপাশি Color Changing Blue ভেরিয়েন্টে সেলের জন্য উপলব্ধ হবে। আরও পড়ুন: 75KM রেঞ্জসহ লঞ্চ হল লো বাজেট Odysse Trot ইলেকট্রিক স্কুটার, জেনে নিন বিস্তারিত

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here