এই শহরগুলিতে শুরু হয়েছে Airtel 5G+ সার্ভিস, দেখে নিন আপনার শহরের কি অবস্থা, রইল তালিকা

Highlights

  • মারচ 2024 এর মধ্যে গোটা দেশে চালু হয়ে যাবে Airtel এর 5G পরিষেবা।
  • Airtel এর 4G প্ল্যানেই উপভোগ করা যাবে 5G সার্ভিস।
  • Airtel 5G+ ধাপে ধাপে ইউজারদের কাছে পৌঁছে দেওয়া হবে।

Reliance Jio এবং Airtel ভারতে দ্রুত 5G পরিষেবার পরিধি বাড়িয়ে চলেছে। উভয় কোম্পানি 2024 এর মধ্যে গোটা দেশে তাদের 5G নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়ার জন্য ধীরে ধীরে এগিয়ে চলেছে। এই রেসে একদিক থেকে এয়ারটেল কিছুটা এগিয়েই রয়েছে। কারণ কোম্পানি প্রথম কমার্শিয়াল ব্যাবহারের জন্য তাদের 5G নেটওয়ার্ক লঞ্চ করেছে। অন্যদিকে Jio বীটা লেভেলে তাদের স্ট্যান্ড অ্যালোন 5G কানেক্টিভিটি পেশ করে চলেছে। এই পোস্টে সেইসব শহরের লিস্ট শেয়ার করা হল যেখানে ইতিমধ্যে এয়ারটেল 5G পরিষেবা চালু হয়ে গেছে। আরও পড়ুন: Mahindra XUV400 গাড়িগুলিকে টক্কর দিতে পারে এই 5টি ইলেকট্রিক কার, দেখে নিন তালিকা 

সম্প্রতি কোম্পানি তাদের Airtel 5G Plus পরিষেবা উত্তরপ্রদেশের আগ্রা, মিরাট, গোরখপুর, কানপুর এবং প্রয়াগরাজে চালু করেছে। এর আগে এয়ারটেল লখনউ এবং বারাণসিতে তাদের 5G নেটওয়ার্ক লঞ্চ করেছিল। জানিয়ে রাখি কোনো 5G এনেবল শহরে থাকলে ইউজাররা কোনো অতিরিক্ত খরচ ছাড়াই 5G উপভোগ করতে পারবেন।

Airtel 5G cities: দেখে নিন লিস্ট

  • Delhi
  • Mumbai
  • Chennai
  • Bengaluru
  • Hyderabad
  • Siliguri
  • Nagpur
  • Varanasi
  • Panipat
  • Gurugram
  • Guwahati
  • Patna
  • Lucknow
  • Shimla
  • Imphal
  • Ahmedabad
  • Vizag
  • Pune
  • Indore
  • Bhubaneswar
  • Hisar
  • Rohtak
  • Agra
  • Meerut
  • Gorakhpur
  • Kanpur
  • Prayagraj
  • Gandhinagar
  • Jaipur
  • Udaipur
  • Kota

জানিয়ে রাখি এয়ারটেল খুব তাড়াতাড়ি আরও অন্যান্য শহরে তাদের 5G পরিষেবার পরিধি ছড়িয়ে দেবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী আগামী বছর অর্থাৎ 2024 সালের মার্চ মাসের মধ্যে গোটা দেশে এয়ারটেলের 5G পরিষেবা পাওয়া যাবে। অন্যদিকে জিও এখনও পর্যন্ত দেশের 100টিরও বেশি শহরে তাদের 5G পরিষেবা চালু করতে সক্ষম হয়েছে। আরও পড়ুন: Airtel নিয়ে এসেছে 2GB ডেটাসহ সস্তা রিচার্জ প্ল্যান, চাপের মুখে Jio

20-30 বেশি ফাস্ট 5G

এয়ারটেল আগেই জানিয়ে দিয়েছিল কোম্পানির গ্রাহকরা বর্তমান 4G এর চেয়ে 20-30 গুণ বেশি স্পিডে 5G নেটওয়ার্ক উপভোগ করতে পারবেন। এছাড়াও ইউজাররা তাদের 4G সিমেই 5G সার্ভিস ব্যাবহার করতে পারবেন। সবচেয়ে বড় কথা যেসব শহরে 5G লাইভ করে দেওয়া হয়েছে সেখানে গ্রাহকরা 4G প্ল্যানেই 5G পরিষেবা পাবেন। অর্থাৎ আলাদা করে 5G সিম বা প্ল্যান নেওয়ার কোনো প্রয়োজনই নেই।

ফোনে কিভাবে অন করবেন 5G?

জানিয়ে রাখি শহরে 5G পরিষেবা চালু হয়ে গেলে নিজে থেকেই 5G স্মার্টফোন ইউজারদের 4G সিমের মাধ্যমে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়ে যাবে। শুধু ইউজারদের হাতে 5G স্মার্টফোন এবং তাতে Airtel 5G সাপোর্টেড লেটেস্ট সিস্টেম আপডেট থাকতে হবে। এছাড়া ইউজাররা তাদের 5G ফোনের সেটিংস পরিবর্তন করে 5G ব্যাবহার করতে পারবেন। এর জন্য সেটিংস > অ্যাবাউট ফোন > সিস্টেম আপডেট চেক করে ডাউনলোড করুন। আরও পড়ুন: চলে এল Amazon Prime Lite এর সবথেকে লো বাজেট প্ল্যান, জেনে নিন দাম 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here