হতাশ হতে হল Airtel ইউজারদের, বন্ধ হয়ে গেল 100 টাকার কম দামের এই প্ল‍্যান, জেনে নিন ডিটেইলস

ভারতের টেলিকম সেক্টরে রিলায়েন্স জিওকে টেক্কা দেওয়ার জন্য দীর্ঘদিন ধরেই এয়ারটেল সুন্দর সুন্দর প্ল‍্যান পেশ করে চলেছে। কিন্তু এবার কোম্পানি তাদের ইউজারদের কিছুটা হতাশার মুখে ফেলে তাদের 100 টাকার কম দামের একটি অত‍্যন্ত জনপ্রিয় প্ল‍্যান বাদ দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে তাদের 99 টাকা দামের প্রিপেইড প্ল‍্যান বাতিল করা হয়েছে। এই প্ল‍্যানটি শুরুতে মধ‍্যপ্রদেশ, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, রাজস্থান ও উত্তরপ্রদেশ (পূর্ব) এর মতো কিছু বাছাই করা সার্কেলে কার্যকর ছিল। এরপর এই প্রিপেইড প্ল‍্যানের পরিধি বাড়িয়ে বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশায় চালু করা হয়। জানিয়ে রাখি 19 টাকার প্রিপেইড প্ল‍্যান বাদ দিলে কোম্পানির কাছে সবচেয়ে সস্তা এন্ট্রি লেভেল আনলিমিটেড প্ল‍্যানের দাম 129 টাকা। এর আগে মাঝখানে ছিল বন্ধ হয়ে যাওয়া 99 টাকা দামের প্ল‍্যানটি।

99 টাকা দামের প্রিপেইড প্ল‍্যানের বেনিফিট

কোম্পানির 99 টাকা দামের প্রিপেইড প্ল‍্যানটি রিচার্জ করলে 18 দিনের ভ‍্যালিডিটি পাওয়া যেত। এই প্ল‍্যানে মোট 1 জিবি ডেটার সঙ্গে প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস এবং যে কোনো নেট‌ওয়ার্কে আনলিমিটেড লোকাল/ ন‍্যাশানাল ভয়েস কল উপভোগ করা যেত। এছাড়াও এই প্ল‍্যানে ইউজারদের Airtel Xstream, Wynk Music এবং Zee5 Premium এর ফ্রি সুবিধা দেওয়া হত। 

Airtel এর 200 টাকার কম দামের প্ল‍্যান

1. এয়ারটেলের 129 টাকা দামের প্ল‍্যান

কোম্পানির 129 টাকা দামের প্রিপেইড প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 24 দিন। এই প্ল‍্যানে মোট 300টি এস‌এম‌এস পাওয়া যায়। এর সঙ্গে এই প্ল‍্যানটি রিচার্জ করলে সম্পূর্ণ ভ‍্যালিডিটি পিরিয়ডের জন্য মোট 1 জিবি ডেটা ও আনলিমিটেড ভয়েস কল উপভোগ করা যায়। উপরি পাওনা হিসেবে এই প্ল‍্যানে Airtel Xstream, Wynk Music এবং Zee5 Premium এর ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যায়।

2. এয়ারটেলের 129 টাকা দামের প্ল‍্যান

এয়ারটেলের 199 প্রিপেইড প্ল‍্যানে 24 দিন ভ‍্যালিডিটির জন্য প্রতিদিন 1 জিবি করে ডেটা পাওয়া যায়। এই প্ল‍্যানে প্রতিদিন 100টি করে এস‌এম‌এস দেওয়া হয়। আনলিমিটেড ভয়েস কলের পাশাপাশি এই প্ল‍্যানেও Airtel Xstream, Wynk Music এবং Zee5 Premium এর ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here