5G স্মার্টফোন মার্কেটে Xiaomi এর রাজত্ব, সবাইকে পেছনে ফেলে এক নাম্বার ব্র‍্যান্ড

Xiaomi India ঘোষণা করে জানিয়ে দিয়েছে তারা বিশ্বের নাম্বার ওয়ান 5G অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্র‍্যান্ড। কোম্পানি টুইটের মাধ্যমে একটি কথা জানিয়েছে। টুইটে একটি পোস্টার শেয়ার করা হয়েছে, যেখানে বলা হয়েছে শাওমি বিশ্বের এক নাম্বার 5জি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্র‍্যান্ডের স্থান দখল করেছে। শাওমি আরও জানিয়েছে মার্কেটে তাদের মোট অংশিদারী 25.7 শতাংশ। এছাড়াও রিপোর্ট থেকে জানা গেছে বর্তমান কোয়ার্টারে কোম্পানি তাদের Mi এবং Redmi সাব ব্র‍্যান্ডের 24 মিলিয়ন 5জি স্মার্টফোন শিপ করেছে।

শাওমির অ্যাফোর্ডেবল 5G স্মার্টফোনের দৌলতে মার্কেটে কোম্পানির আধিপত্য আরও বেড়ে উঠছে। এক‌ই সঙ্গে মার্কেটে অন‍্যান‍্য স্মার্টফোন ব্র‍্যান্ডগূলিকেও শাওমি সমান তালে চাপে ফেলছে। Strategy Analytics এর রিপোর্ট অনুযায়ী মার্কেটে শাওমির পরে দ্বিতীয় স্থানে রয়েছে স‍্যামসাং। স‍্যামসাং বিগত 10 কোয়ার্টারে প্রায় 77 মিলিয়ন 5G স্মার্টফোন শিপ করেছে।

Samsung লঞ্চ করেছে প্রথম 5G স্মার্টফোন

জানিয়ে রাখি Samsung 2019 সালের প্রথম কোয়ার্টারে বিশ্বের প্রথম 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। বর্তমানে মার্কেটে Vivo এর অংশিদারী রয়েছে 18.5 শতাংশ। এরপরের স্থানে ওপ্পো রয়েছে 17.9 শতাংশ অংশিদারীর সঙ্গে। এছাড়া Samsung এবং Realme এর মার্কেট শেয়ার যথাক্রমে 16.7 শতাংশ এবং 5.9 শতাংশ। 

এশিয়া প‍্যাসিফিকে Number 1 Vivo

কয়েক দিন আগের একটি রিপোর্ট থেকে জানা গেছে এশিয়া প‍্যাসিফিক অঞ্চলে চাইনিজ স্মার্টফোন কোম্পানি ভিভো নাম্বার ওয়ান স্মার্টফোন কোম্পানির স্থানে রয়েছে। বর্তমান কোয়ার্টারে কোম্পানির অংশিদারী আছে প্রায় 20 শতাংশ। দ্বিতীয় স্থানে শাওমি আছে 19.3 শতাংশ অংশিদারীর সঙ্গে। শাওমিকে সমস্ত মার্কেটেই যথেষ্ট পরিমাণে প্রভাব বিস্তার করতে দেখা যাচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here