ফ্রি IPL দেখার জন্য Airtel, Jio এবং Vi এর এই প্ল্যানগুলি সেরা

আজ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এবছর IPL এর সমস্ত ম্যাচ আম্বানি অ্যান্ড কোম্পানির তরফে ফ্রিতে দেখানো হবে। হ্যাঁ, এবছর IPL এর 16তম সিজন (IPL-16) মোবাইল ফোন, ল্যাপটপ এবং টিভিতে ফ্রিতে লাইভ স্ট্রিম করা যাবে। যদিও ম্যাচটি দেখার জন্য ইউজারদের অনেক বেশি ইন্টারনেট ডেটার প্রয়োজন হবে। আর সেই জন্যই আজকের এই পোস্টে আমি আপনাদের Airtel, Jio, Vi এর দৈনিক 3GB ডেটা সহ রিচার্জ প্ল্যানগুলির সম্পর্কে জানাবো। আরও পড়ুন: জেনে নিন সিম পোর্ট করার সবথেকে সহজ এবং দ্রুততম পদ্ধতি, বাড়ি বসেই হয়ে যাবে MNP

নোট – ইন্ডাস্ট্রি এক্সপার্টদের মতে 3 ঘন্টার ম্যাচ মোবাইলে দেখার জন্য দর্শকদের কমপক্ষে 2GB ডেটার প্রয়োজন হবে।

Airtel ইউজারদের জন্য সেরা IPL প্ল্যান

  • Airtel এর 499 টাকার প্ল্যান
  • Airtel এর 699 টাকার প্ল্যান
  1. Airtel এর 499 টাকার প্ল্যান: Airtel এর 499 টাকার প্ল্যানটি 28 দিনের ভ্যালিডিটির সাথে 3GB দৈনিক ডেটা অফার করে। এছাড়াও এই প্ল্যানে Airtel তিন মাসের জন্য Disney + Hotstar মোবাইল সাবস্ক্রিপশন এবং Airtel Xtreme অ্যাপ সাবস্ক্রিপশন দিচ্ছে। এই প্ল্যানে ফ্রিতে আনলিমিটেড কলিং এবং দৈনিক 100টি SMS এর সুবিধাও পাওয়া যাবে।
  2. Airtel এর 699 টাকার প্ল্যান: Airtel এর এই 3GB রিচার্জ প্ল্যানটির দাম 699 টাকা, এই প্ল্যানটির ভ্যালিডিটি 56 দিন।এই প্ল্যানে আপনারা প্রতিদিন 3GB ডেটার পাশাপাশি Amazon প্রাইম মেম্বারশিপ পাবেন। এর সাথে ফ্রি কলিং এবং প্রতিদিন 100টি SMS এর সুবিধাও পাওয়া যাচ্ছে।

নোট: অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে আনলিমিটেড 5G ডেটা, Apollo 24×7 সার্কেল সাবস্ক্রিপশন, Fastag-এ 100 টাকা ক্যাশব্যাক, উভয় Airtel প্ল্যানে ফ্রি Hello Tune এর সুবিধা।

Jio ইউজারদের জন্য সেরা IPL প্ল্যান

  • 219 টাকার Jio প্ল্যান
  • 399 টাকার Jio প্ল্যান
  • 999 টাকার Jio প্ল্যান
  1. 219 টাকার Jio প্ল্যান: এই প্ল্যানে কোম্পানি প্রতিদিন 3GB ডেটা সহ 14 দিনের ভ্যালিডিটি দিচ্ছে। এছাড়াও গ্রাহকরা এই প্ল্যানে প্রতিদিন 100টি SMS এবং আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাবেন। এই প্ল্যানে মোট 44GB ডেটা পাওয়া যাচ্ছে।
  2. 399 টাকার Jio প্ল্যান: Jio-এর 399 টাকার প্ল্যানটির ভ্যালিডিটি 28 দিন। এই প্ল্যানে দৈনিক 3GB হাই-স্পিড ডেটার সুবিধা পাওয়া যায়। এছাড়াও এই প্ল্যানে 6GB অতিরিক্ত ডেটাও দেওয়া হচ্ছে। সেই অনুযায়ী ইউজাররা এই প্ল্যানে মোট 90GB ডেটা পাবেন। ডেটা ছাড়াও এই রিচার্জে আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন 100 SMS এর সুবিধাও দেওয়া হচ্ছে।
  3. 999 টাকার Jio প্ল্যান: Jio-এর এই প্ল্যানের দাম 999 টাকা এবং এতে দৈনিক 3GB ডেটা পাওয়া যায়। এই প্যাকটি 40GB অতিরিক্ত ডেটার সাথে আনলিমিটেড ভয়েস কল এবং 100টি SMS এর সুবিধা অফার করে।

নোট: এই তিনটি প্ল্যানেই গ্রাহকরা আনলিমিটেড 5G ডেটা ব্যবহার করতে পারবেন। এর সাথে ইউজাররা Jio অ্যাপের সাবস্ক্রিপশনও পাবেন।

Vi ইউজারদের জন্য সেরা IPL প্ল্যান

  • 359 টাকার Vi প্ল্যান
  • 499 টাকার Vi প্ল্যান
  • 601 টাকার Vi প্ল্যান
  • 699 টাকার Vi প্ল্যান
  • 901 টাকার Vi প্ল্যান
  1. 359 টাকার Vi প্ল্যান: Vi-এর সবচেয়ে সাশ্রয়ী 3GB ডেটা প্যাকের দাম 359 টাকা। এটি 28 দিনের ভ্যালিডিটি সহ আসে এবং প্রতিদিন 3GB দৈনিক ডেটা অফার করে। এই প্যাকে 2GB ডেটা ডিলাইটও পাওয়া যায়, যা আপনার প্রতিদিনের ডেটা শেষ হয়ে গেলে সক্রিয় হয়ে যায়। এছাড়াও 359 টাকার Vi প্রিপেড প্ল্যানটিতে ভারতে রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত আনলিমিটেড ডেটাও অফার করে৷ অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে ডেটা রোলওভার, আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন 100টি SMS, প্যাক Vi মুভি এবং টিভি সাবস্ক্রিপশন।
  2. 499 টাকার Vi প্ল্যান: Vi এর 499 প্ল্যানে প্রতিদিন 3GB ডেটা, যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল, প্রতিদিন 100 SMS এবং 28 দিনের ভ্যালিডিটি রয়েছে। এছাড়াও এই প্ল্যানে ডেটা রোলওভার, ‘বিঞ্জ অল নাইট’-এর মতো সুবিধা এবং কোনও অতিরিক্ত খরচ ছাড়াই প্রতি মাসে 2GB পর্যন্ত ডেটা ব্যাকআপ পাওয়া যায়। শুধু তাই নয় এই প্ল্যানে তিন মাসের জন্য Disney Plus Hotstar মোবাইল সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে।
  3. 601 টাকার Vi প্ল্যান:এই প্ল্যানে দৈনিক 3GB ডেটার সাথে 16GB অতিরিক্ত ডেটা পাওয়া যায়। এছাড়াও এক বছরের জন্য Disney Plus Hotstar সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। এছাড়াও ডেটা রোলওভার, ‘বিঞ্জ অল নাইট’ এবং কোনও অতিরিক্ত খরচ ছাড়াই প্রতি মাসে 2GB পর্যন্ত ডেটা ব্যাকআপের মতো সুবিধা পাওয়া যায়। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।
  4. 699 টাকার Vi প্ল্যান: Vi এর 699 টাকার প্ল্যানে প্রতিদিন 3GB ডেটা, যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল, প্রতিদিন 100 SMS এবং 56 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। এছাড়াও এই প্ল্যানে ডেটা রোলওভার, ‘বিঞ্জ অল নাইট’ এবং প্রতি মাসে 2GB পর্যন্ত
  5. 901 টাকার Vi প্ল্যান: Vi এর 901 টাকার প্ল্যানে প্রতিদিন 3GB ডেটা, যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কল, প্রতিদিন 100 SMS এবং 70 দিনের ভ্যালিডিটি রয়েছে। এছাড়াও এই রিচার্জে ডেটা রোলওভার, ‘বিঞ্জ অল নাইট’ এবং প্রতি মাসে 2GB পর্যন্ত ডেটা ব্যাকআপ দেওয়া হয়। অতিরিক্ত সুবিধা হিসাবে এই রিচার্জে এক বছরের Disney Plus Hotstar মোবাইল সাবস্ক্রিপশন এবং 16GB অতিরিক্ত ডেটা পাওয়া যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here