Airtel এর 365 দিন ভ‍্যালিডিটির এই প্ল‍্যানগুলিতে পাওয়া যায় বাম্পার ডেটা ও ফ্রি ভয়েস কল

ট্রাইয়ের একটি নতুন রিপোর্ট অনুযায়ী এয়ারটেল বর্তমানে দেশের দ্বিতীয় সবচেয়ে বড় টেলিকম কোম্পানি। এয়ারটেলের কাছে তাদের প্রিপেইড গ্ৰাহকদের জন্য এই বড়সড় ট‍্যারিফ লিস্ট আছে। এই লিস্টের কিছু প্ল‍্যানে কোম্পানি এক বছরের ভ‍্যালিডিটির সঙ্গে বাম্পার ডেটাও দেয়। এইসব রিচার্জগুলির সুবিধা হল একবার এই প্ল‍্যানগুলির মধ্যে যে কোনো একটি রিচার্জ করলে মাসে মাসে মনে করে রিচার্জ করানোর চিন্তা শেষ হয়ে যায়। চলুন জেনে নেওয়া যাক এয়ারটেলের 365 দিন ভ‍্যালিডিটির তিনটি আকর্ষণীয় প্ল‍্যান সম্পর্কে।

Airtel এর 1,498 টাকার প্ল‍্যান

এয়ারটেলের কাছে এক ভ‍্যালিডিটিযুক্ত অনেকগুলি প্ল‍্যান আছে, তবে তাদের মধ্যে সবচেয়ে সস্তা হল 1,498 টাকা দামের প্ল‍্যান। এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 365 দিন। এই প্ল‍্যানে মোট 24 জিবি ডেটা দেওয়া হয়। এক‌ই সঙ্গে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধা ও 3,600 এস‌এম‌এস বিনামূল্যে উপভোগ করা যায়। এছাড়াও এই প্ল‍্যানে ভোডাফোন প্লে এবং ZEE5 এর সাবস্ক্রিপশন দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে।

Airtel এর 2,398 টাকার প্ল‍্যান

এয়ারটেলের এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটিও এক বছর অর্থাৎ 365 দিন। এই প্ল‍্যানটি রিচার্জ করলে ইউজাররা প্রতিদিন 1.5 জিবি করে ডেটা উপভোগ করতে পারবেন। এছাড়া সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল করা যায়। এই কলিঙের জন্য কোনো FUP লিমিট নেই। এক‌ই সঙ্গে প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস‌ও পাওয়া যায়। এছাড়াও ভোডাফোন প্লে এবং ZEE5 এর ফ্রি সাবস্ক্রিপশন দেওয়া হয়।

Airtel এর 2,498 টাকার প্ল‍্যান

আগের দুটি প্ল‍্যানের মতোই এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটিও 365 দিন। এই প্ল‍্যানে প্রতিদিন 2 জিবি করে ডেটা দেওয়া হয়। অর্থাৎ 365 দিনে মোট 730 জিবি ডেটা উপভোগ করা যায়। এয়ারটেলের এই প্ল‍্যানে কোনো FUP লিমিট ছাড়াই যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড লোকাল, ন‍্যাশানাল ও রোমিং কল পাওয়া যায়। গ্ৰাহকরা এই প্ল‍্যানে প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস পাবেন। এছাড়া আগের দুটি প্ল‍্যানের মতো ভোডাফোন প্লে এবং ZEE5 এর ফ্রি সাবস্ক্রিপশন তো আছেই।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here