তবে কি ফিরে আসছে MISS CALL এর দিন? জেনে নিন কতটা বাড়তে পারে কল ও ডেটার দাম

একটা সময় ছিল যখন কল ও ডেটা ব‍্যবহারের খরচা অনেক বেশি ছিল, তাই সাধারণ মানুষ মিসড কল পেলে সত্যিই যথেষ্ট বিরক্ত হত। কিন্তু বিগত কয়েক বছরে সস্তা ভয়েস কলের দৌলতে বলতে গেলে আর কেউ কাউকে মিসড কল করে না। কিিন্তুএখন মনে হচ্ছে  টেলিকম কোম্পানি তাদের কল রেট এতটাই বাড়াতে চলেছে যে সস্তা কল ভুলে আবার মানুষ মিসড কলের যুগে ফিরে যেতে পারে। আসলে সমস্ত মোবাইল ইউজারদের জন্য টেলিকম সার্ভিসের দাম কমপক্ষে 10 শতাংশ বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে। কয়েক দিন আগেই খবর পাওয়া গিয়েছিল এয়ারটেল খুব তাড়াতাড়িতাদের প্ল‍্যানের দাম বাড়াতে পারে।

আরও পড়ুন: Kurkure ও Uncle Chips খেলে Airtel বিনামূল্যে দিচ্ছে 2 জিবি ইন্টারনেট ডেটা, জেনে নিন কিভাবে পাবেন

কি ঘটেছে?

প্রিপেইড ও পোস্টপেইড সার্ভিসের দাম বেড়ে যাওয়ার পেছনে মূল কারণ হিসেবে মনে করা হচ্ছে দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে পেন্ডিং থাকা অ্যাডজাস্টেড গ্ৰস রেভেনিউ অর্থাৎ AGR এর ঘটনাই দায়ী। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী টেলিকম কোম্পানিগুলিকে AGR এর বাকি টাকার 90% 2022-23 অর্থনৈতিক বছর থেকে শুরু করে পরবর্তী দশ বছরের মধ্যে মেটাতে হবে। এছাড়া বাকি 10% আগামী 31 মার্চ, 2021 এর মধ্যেই মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘোষণা শোনার পর থেকে মনে করা হচ্ছে আগামী দিনে ইউজারদের কল ও ডেটার জন্য বেশি পরিমাণে দাম দিতে হবে।

ডিসেম্বরের মধ্যে বাড়তে পারে দাম

এন্টারপ্রেনিওর এবং টিএমটি অ্যাডভাইজার সঞ্জয় কপুরের কথা অনুযায়ী প্রত‍্যেক সার্ভিস প্রোভাইডারের তাদের ডেটা ইউসেজের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করার জন্য কমপক্ষে ইউজার প্রতি 3-4 ডলার গড় রেভেনিউ বাড়াতে হবে। আর তাই আগামী কোয়ার্টারের মধ‍্যেই সমস্ত কোম্পানির প্ল‍্যানের দাম বাড়বে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: BSNL লঞ্চ করল তিনটি নতুন দুর্দান্ত প্ল‍্যান, পাওয়া যাবে 400GB পর্যন্ত ডেটা

শুধু AGR এর জন্যই বাড়বে না দাম

সঞ্জয় কপুর মনে করেন শুধুমাত্র সুপ্রিম কোর্টের নেওয়া AGR সম্পর্কিত ঘোষণার জন্য প্ল‍্যানের দাম বাড়বে না। এজিআর শুধুমাত্র ভবিষ্যতে দাম বাড়ানোর রাস্তা দেখিয়েছে। তিনি বলেন, “স্পেকট্রাম কস্ট ও অন‍্যান‍্য বিনিয়োগ আলাদা আলাদা ভাবে করতে হবে।'”

কোন কোম্পানির কত বাকি?

সব কোম্পানি মিলিয়ে মোট বাকি অর্থের পরিমাণ 1.69 লক্ষ কোটি টাকা। অথচ এখনও পর্যন্ত 15টি টেলিকম কোম্পানি মিলে মাত্র 30,254 কোটি টাকা মিটিয়েছে। এখনও এয়ারটেলের প্রায় 25,976 কোটি টাকা, ভোডাফোন আইডিয়ার 50,399 কোটি টাকা এবং টাটা টেলিসার্ভিসের 16,798 টাকা বাকি আছে। জিওর বাকি ছিল 195 কোটি টাকা কিন্তু পুরোটাই মেটানো হয়ে গেছে।

আরও পড়ুন: কোম্পানি আপগ্রেড করল 499 টাকার প্ল‍্যান, পাওয়া যাবে 300GB ডেটা

দাম বাড়াতে পারে Airtel 

কিছু দিন আগে এয়ারটেলের চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তল আগামী ছয় মাসের মধ্যে মোবাইল প্ল‍্যানের দাম বাড়ানোর সংকেত দিয়ে বলেন, “এখনকার দামে আগামী দিনে মাত্র 1.6 জিবি ডেটা ব‍্যবহার করতে পারবেন অথবা বেশি দাম দিতে হবে।” তবে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এবিষয়ে কোনো অফিসিয়ালি কোনো ঘোষণা করেনি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here