এয়ারটেল ইউজারদের জন্য দুঃসংবাদ! এই 19টি সার্কেলে বন্ধ করে দেওয়া হল কোম্পানির সবচেয়ে সস্তা প্ল্যান

Highlights

  • 19টি সার্কেল থেকে সরিয়ে দেওয়া হল Airtel এর 99 টাকার রিচার্জ প্ল্যান।
  • টেলিকম কোম্পানির পক্ষ থেকে তাদের সবচেয়ে সস্তা প্ল্যানের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে।
  • 19টি সার্কেলে এখন থেকে এয়ারটেল গ্রাহকদের সবচেয়ে সস্তা প্ল্যানের জন্য 155 টাকা দাম দিতে হবে।

এয়ারটেল দেশের 19টি সার্কেলে তাদের 99 টাকা দামের প্ল্যানটি সরিয়ে দিয়েছে এবং মহারাষ্ট্র ও কেরলে গ্রাহকদের জন্য 155 টাকা দামের প্যাক লঞ্চ করেছে। এর থেকে জানা গেছে কোম্পানি আগামী 22 মে থেকে 19টি সার্কেলে 99 টাকার প্ল্যানটি বন্ধ করে দেবে। এর ফলে ইউজাররা তাদের এয়ারটেল নাম্বার অ্যাক্টিভ রাখতে চাইলে সেক্ষেত্রে নূন্যতম খরচ পড়বে 155 টাকা। কোন কারণবশত কোলকাতা, গুজরাট এবং মধ্যপ্রদেশ সার্কেলে এখনও পর্যন্ত 99 টাকার প্ল্যানটি চালু আছে। অন্যদিকে CNBC-TV18 এর একটি রিপোর্ট অনুযায়ী এয়ারটেল 155 টাকা দামের প্ল্যানটি পেশ করে গ্রাহকদের আরও উন্নত পরিষেবা দিতে চাইছে। আরও পড়ুন: জেনে নিন ফ্রিতে IPL ম্যাচ দেখার উপায়, রইল বিস্তারিত পদ্ধতি

একেবারেই কি বন্ধ হচ্ছে 99 টাকার প্ল্যান?

অনেক ইউজারদের মতে এই প্ল্যানটি সস্তা হওয়ার পাশাপাশি এতে 24 দিনের জন্য আনলিমিটেড কল, 300 এসএমএস এবং 1GB ডেটা পাওয়া যায়। অন্যদিকে কোম্পানির 99 টাকার প্ল্যানে 200MB ডেটা এবং 28 দিন ভ্যালিডিটির জন্য 2.5 পয়সা প্রতি সেকেন্ডের দরে চার্জ করা হয়। জানিয়ে রাখি গত বছর অর্থাৎ 2022 সালের নভেম্বর মাস থেকে কোম্পানির 155 টাকা দামের প্যাকটির ট্রায়াল শুরু হয়ে গেছে।

এয়ারটেলের 155 টাকার রিচার্জ প্যাক

এইসব বেনিফিট ছাড়াও কোম্পানির 155 টাকা দামের প্ল্যানে বিনামূল্যে Wynk Music এবং Hellotunes এর সুবিধা পাওয়া যায়। গত বছরের শেষের দিক থেকে হরিয়াণা এবং ওড়িশাতে এই প্ল্যানের টেস্ট শুরু করা হয়েছিল। জানিয়ে রাখি উভয় সার্কেলে মাত্র পাঁচ শতাংশ গ্রাহক এয়ারটেল পরিষেবা ব্যাবহার করছে। আরও পড়ুন: একটি বিশেষ নারী-কেন্দ্রিক ফোন প্রস্তুত করছে Xiaomi! জেনে নিন ফিচার

এছাড়া ব্রোকারেজ ফার্ম মর্গান স্ট্যানলি মনে করছে এয়ারটেল আগামী কয়েক মাসের মধ্যে সমস্ত সার্কেলে 155 টাকার প্ল্যান চালু করবে। তবে এর ফলে কোম্পানির রেভেনিউতে খুব একটা পার্থক্য হওয়ার সম্ভাবনাও কম। ফার্ম জানিয়েছে এতে কোম্পানির রেভেনিউ মাত্র 1.3-1.5 শতাংশ বাড়তে পারে। অন্যদিকে আরেকটি ব্রোকারেজ ফার্ম গোল্ডম্যান স্যাক্স মনে করছে এই বছরের মাঝামাঝি থেকে ভারতে টেলিকম কোম্পানিগুলির ট্যারিফ বাড়তে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here