OPPO তাদের A5 সিরিজের অধীনে আরও একটি মিড বাজেট রেঞ্জ স্মার্টফোন নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। গত মাসে চীনে কোম্পানি তাদের OPPO A5 Pro স্মার্টফোন লঞ্চ করেছিল। চীনের TENAA সার্টিফিকেশন সাইটে PKQ110 মডেল নাম্বার সহ OPPO A5 ফোনটি লিস্টেড হয়েছে। এক টিপস্টার এই ফোনটির ছবি শেয়ার করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং OPPO A5 (2025) ফোনের ছবি ও স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
OPPO A5 (2025) এর সম্ভাব্য ছবি এবং স্পেসিফিকেশন
চীনের TENAA সার্টিফিকেশন সাইটের মাধ্যমে আপকামিং OPPO A5 ফোনের গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। টিপস্টার “Experience More” OPPO A5 ফোনের হ্যান্ড-অন ছবি শেয়ার করেছে। এই ছবির মাধ্যমে ফোনের টেক্সচার ব্যাক প্যানেলে স্কয়ার ক্যামেরা মডিউল রয়েছে। এই মডিউলে তিনটি ক্যামেরা কাটআউট এবং একটি ফ্ল্যাশের জন্য কাটআউট দেওয়া হয়েছে। ফোনটিতে অত্যন্ত পাতলা বেজাল সহ উপরে পাঞ্চ-হোল কাটআউট যোগ করা হয়েছে।
নিচে TENAA লিস্টিং থেকে পাওয়া OPPO A5 ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল।
- ডায়মেনশন: ফোনটিতে 161.57 মিমি দীর্ঘ, 74.47 মিমি চৌড়া এবং 7.65 মিমি থিকনেস থাকবে বলে জানা গেছে। এই ফোনটির ওজন প্রায় 185 গ্রাম হওয়া উচিৎ।
- ডিসপ্লে: OPPO A5 ফোনটিতে 6.7 ইঞ্চির FHD+ (2412×1080) রেজোলিউশন সাপোর্টেড AMOLED ডিসপ্লে থাকতে পারে।
- প্রসেসর: এই ফোনের প্রসেসর সম্পর্কে এখনও পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি, তবে TENAA লিস্টিঙের মাধ্যমে ফোনটিতে 2.2GHz ক্লক স্পীড যুক্ত স্ন্যাপড্রাগন 6 জেন 1 SoC প্রসেসর দেওয়া হবে বলে জানা গেছে। তবে এটি OPPO A5 ফোনের তুলনায় কিছুটা কম শক্তিশালী প্রসেসর।
- সফটওয়্যার: ফোনটি Android 15 এবং ColorOS 15 সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
- স্টোরেজ: লিস্টিঙের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটিতে 8GB এবং 12GB RAM সহ 256GB এবং 512GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হতে পারে। এই তথ্য অনুযায়ী ফোনটি দুটি, তিনটি বা চারটি স্টোরেজ অপশনে পেশ করা হতে পারে।
- ক্যামেরা: ফোনটির ব্যাক প্যানেলে 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP ডেপ্থ, ম্যাক্রো বা অন্য যেকোনো সেন্সর থাকতে পারে বলে মনে করা হচ্ছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 8MP ক্যামেরা দেওয়া হতে পারে।
- ব্যাটারি এবং চার্জিং: ওপ্পো A5 ফোনটি 6,500mAh বড় ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। লিস্টিঙের মাধ্যমে রেটেড ভ্যালু 6,330mAh দেখা গেছে। এটিতে 45W ফাস্ট ওয়্যার চার্জিং দেওয়া হতে পারে।
জানিয়ে রাখি OPPO তৃতীয় বার তাদের A5 নাম সহ ফোন নিয়ে আসতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে 2018 এবং 2020 সালে OPPO A5 লঞ্চ করা হয়েছিল। এই দুটি ফোন বাজেট রেঞ্জে 15,000 টাকা দামে দারুণ স্পেসিফিকেশন সহ পেশ করা হয়েছিল। কোম্পানি গত মাসে চীনে OPPO A5 Pro ফোনটি লঞ্চ করেছিল। তবে এখনও পর্যন্ত এই ফোনটির ভারতীয় লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তাই এখনও পর্যন্ত আপকামিং OPPO A5 ফোনটি ভারতে লঞ্চ করা হবে কি না সেই বিষয়ে জানানো যাচ্ছেনা।