Exclusive: 44 MP ফ্রন্ট ক‍্যামেরা ও Helio P90 SoC এর সঙ্গে লঞ্চ হবে OPPO Reno 3 এর গ্লোবাল ভেরিয়েন্ট

OPPO Reno 3 এর গ্লোবাল ভেরিয়েন্ট আগামী কিছু দিনের মধ্যে চীনের বাইরে লঞ্চ করা হতে পারে। ইতিমধ্যে কোম্পানি তাদের ঘরোয়া মার্কেট অর্থাৎ চীনে OPPO Reno 3 এবং OPPO Reno 3 Pro লঞ্চ করে দিয়েছে। কিছু দিন আগে আবার OPPO Reno 3 Pro ফোনটি ভারতেও পেশ করেছে। এবার আমরা টিপস্টার ঈশান অগ্ৰ‌ওয়ালের কাছ থেকে OPPO Reno 3 এর গ্লোবাল ভেরিয়েন্ট সম্পর্কে জানতে পেরেছি।

আরও পড়ুন: Jio লঞ্চ করল নতুন প্রিপেইড প্ল‍্যান, 350 GB ডেটার সঙ্গে পাওয়া যাবে ফ্রি কলিং

 OPPO Reno 3 স্পেসিফিকেশন

OPPO Reno 3 এর গ্লোবাল মডেলে নচের সঙ্গে 6.4 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনটি 5জি কানেক্টিভিটি সাপোর্টেড মিডিয়াটেক হেলিও পি90 চিপসেটে রান করবে। এতে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে যার মধ্যে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, এফ-2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও এফ/2.4 অ্যাপার্চারের‌ই ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের মোনো লেন্স থাকবে। এছাড়াও এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ডুয়েল এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 4কে ভিডিও রেকর্ডিং ও হাইব্রিড জুম ফিচার থাকবে।

OPPO Reno 3 এর ফ্রন্ট প‍্যানেলে 32 মেগাপিক্সেল থেকে 44 মেগাপিক্সেলের মধ‍্যবর্তী সেন্সর থাকবে। ভারতে OPPO Reno 3 Pro ফোনটি 44 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সরের সঙ্গে পেশ করা হয়েছিল। প্রসঙ্গত জানিয়ে রাখি এই ফোনটি বিশ্বের প্রথম 44 মেগাপিক্সেলের ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন। তবে হয়ত OPPO Reno 3 তে একটি 44 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা থাকবে।

আরও পড়ুন: দাম কমল 48 MP ক‍্যামেরা ও 8 GB র‍্যামযুক্ত OPPO F15 এর, জেনে নিন নতুন দাম

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য OPPO Reno 3 তে 4,025 এম‌এএইচের ব‍্যাটারী থাকবে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে কালার ওএস 7 এ কাজ করবে এবং এতে 8 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে। এছাড়া এই ফোনে এমোলেড ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার দেওয়া হবে। OPPO Reno 3 ফোনটি Sky White, Midnight Black এবং Aurora Blue কালার ভেরিয়েন্টে পেশ করা হবে। এই ফোনটির ডায়মেনশন 160.2 × 73.3 × 8 এম‌এম এবং ওজন 170 গ্ৰাম হবে।

দাম

OPPO Reno 3 এর গ্লোবাল ভেরিয়েন্টের দাম লঞ্চের সময় জানা যাবে। এই ফোনটি কবে লঞ্চ করা হবে সেবিষয়ে এখনও পর্যন্ত সঠিকভাবে কিছু জানা যায়নি। এছাড়া কোম্পানি তাদের OPPO Reno 3 Pro ফোনটি কিছু দিন আগে 29,990 টাকা দামে লঞ্চ করেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here