প্রাইম মেম্বারদের জন্য Amazon Great Indian Festival 2024 শুরু হয়ে গেছে। সাধারণ ইউজারদের জন্য এই সেল আগামীকাল অর্থাৎ 27 সেপ্টেম্বর, 2024 থেকে লাইভ করা হবে। এই সেলে স্মার্টফোন, ট্যাবলেট, স্মার্ট টিভি, হেডফোন, হোম অ্যাপ্লায়েন্স সহ বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন প্রোডাক্টে অসাধারণ ডিল পাওয়া যাবে। এই সেলে SBI Credit এবং Debit Cards এর মাধ্যমে কেনাকাটা করলে 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। নিচে এই সেলের কিছু বেস্ট ডিল সম্পর্কে জানানো হল।
Samsung Galaxy S23 Ultra 5G
সেলে Samsung Galaxy S23 Ultra 5G ফোনটি অত্যন্ত কম দামে সেল করা হচ্ছে। এই ফোনে 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.8-ইঞ্চির QHD+ ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য এতে 200MP হাই রেজোলিউশন নাইটোগ্রাফি প্রো গ্রেড রেয়ার ক্যামেরা এবং সেলফির জন্য 12MP AI-বুস্টেড নাইট সেলফি ক্যামেরা রয়েছে। এই ফোনে Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর যোগ করা হয়েছে। এই ফোনের সঙ্গে বিল্ট ইন এস পেন রয়েছে, যার সাহায্যে স্কেচ বা কোনো নোট নেওয়া যায়।
- সেলিং প্রাইস: 74,999 টাকা
- ডিল প্রাইস: 69,999 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট কুপন সহ)
OnePlus Nord CE4 Lite 5G
মিড রেঞ্জ স্মার্টফোন OnePlus Nord CE4 Lite 5G ফোনের দামে এই সেলে আকর্ষণীয় অফার পাওয়া যাচ্ছে। এই ফোনে 6.67-ইঞ্চির FHD+ 120Hz AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে ফটোগ্রাফির জন্য 50MP Sony LYT-600 প্রাইমারি সেন্সর রয়েছে। এই ফোনে 80W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এতে 3.5mm অডিও জ্যাক এবং মেমরি কার্ড স্লট দেওয়া হয়েছে। এই ফোনে Qualcomm Snapdragon 695 5G প্রসেসর রয়েছে।
- সেলিং প্রাইস: 20,999 টাকা
- ডিল প্রাইস: 16,999 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট কুপন সহ)
OnePlus 12R 5G
কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসর সহ OnePlus 12R 5G ফোনটি এই সেলে অত্যন্ত কম দামে কেনা যাবে। এই ফোনে LPDDR5X RAM এবং অ্যাডভান্সড ডুয়েল কুলিং সিস্টেম রয়েছে। এতে ডলবি ভিশন ও 4,500 নিট ব্রাইটনেস সহ 1.5K LTPO Pro XDR ডিসপ্লে দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP Sony IMX890 ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 100W SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
- সেলিং প্রাইস: 42,999 টাকা
- ডিল প্রাইস: 34,999 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)
Apple iPhone 13
Apple iPhone 13 ফোনে 6.1-ইঞ্চির সুপার রেটিনা XDR ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে 12MP ওয়াইড অ্যাঙ্গেল এবং আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে স্মার্ট HDR 4, নাইট মোড ও 4K ডলবি ভিশন HDR রেকর্ডিং ফিচার রয়েছে। একইভাবে হাই কোয়ালিটি সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে নাইট মোড ও 4K ডলবি ভিশন HDR রেকর্ডিং ফিচার সহ 12MP ট্রু-ডেপ্থ ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। A15 Bionic প্রসেসর সহ এই ফোনটি স্মুথ মাল্টি টাস্কিং এবং হেভি প্রসেসিং করতে সক্ষম।
- সেলিং প্রাইস: 49,990 টাকা
- ডিল প্রাইস: 37,999 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট কুপন সহ)
LG 32 Inches HD Ready Smart LED TV
LG 32 Inches HD Ready Smart LED TV-তে 60Hz রিফ্রেশ রেট রয়েছে। এতে 2 HDMI পোর্ট রয়েছে, যার সাহায্যে সেট টপ বক্স বা গেমিং কনসোলের মতো বিভিন্ন ডিভাইস কানেক্ট করা যায়। হার্ড ড্রাইভ কানেক্ট করার রয়েছে একটি ইউএসবি পোর্ট। সুন্দর সাউন্ড কোয়ালিটির জন্য এই টিভি 10W সাউন্ড আউটপুট এবং DTS Virtual:X সাপোর্ট করে। এই টিভি Web OS-এ কাজ করে। এতে ওয়াইফাই, ফোন মিররিং ও মিনি টিভি ব্রাউজার প্রভৃতি ফিচার রয়েছে। এই টিভি Netflix, Prime Video, Disney+ Hotstar প্রভৃতি ওটিটি অ্যাপ সাপোর্ট করে।
- সেলিং প্রাইস: 21,990 টাকা
- ডিল প্রাইস: 13,490 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)
Xiaomi Smart TV A Series 32 Inches HD Ready Google TV
Xiaomi Smart A Series Google TV-তে ভাইব্রেন্ট ভিজুয়াল পাওয়া যায়। এই টিভি 1366 x 768 পিক্সেল রেজোলিউশন এবং 60Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এতে ডলবি অডিও এবং DTS ভার্চুয়াল সাপোর্টেড 20W স্পিকার রয়েছে। এই টিভি Google TV অপারেটিং সিস্টেমে কাজ করে এবং এটি Netflix ও Prime Video এর মতো জনপ্রিয় অ্যাপের পাশাপাশি Google Assistant সাপোর্ট করে। এতে 1.5GB RAM এবং 8GB স্টোরেজ রয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, 2 এইচডিএমআই পোর্ট, 2 ইউএসবি পোর্ট, ব্লুটুথ 5.0 রয়েছে।
- সেলিং প্রাইস: 24,999 টাকা
- ডিল প্রাইস: 11,499 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট কুপন সহ)
Redmi F Series 32 Inches HD Ready LED Smart TV
Redmi F Series 32 Inches HD Ready LED Smart TV-তে 60Hz রিফ্রেশ রেট এবং 1366×768 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড ডিসপ্লে রয়েছে। এই টিভি ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, 2 এইচডিএমআই পোর্ট, ইউএসবি পোর্ট, এআরসি, ব্লুটুথ 5.0, ইথারনেট এবং 3.5 মিমি অডিও জ্যাক রয়েছে। এতে ডলবিও অডিও, DTS ভার্চুয়াল:X এবং DTS-HD সাপোর্টেড 20W স্পিকার দেওয়া হয়েছে। বিল্ট ইন ফায়ার টিভি সহ এতে 12,000টিরও বেশি অ্যাপের সুবিধা পাওয়া যায়। অ্যালেক্সার মাধ্যমে ভয়েস কন্ট্রোল ব্যাবহার করে সহজেই ওটিটি অ্যাপ ও টিভি চ্যানেল বদলানো যায়। এতে কোয়াড কোর সিপিইউ, 1GB RAM এবং 8GB স্টোরেজ রয়েছে।
- সেলিং প্রাইস: 24,999 টাকা
- ডিল প্রাইস: 9,999 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)
OnePlus Buds 3
OnePlus Buds 3-তে ডুয়েল ড্রাইভার সিস্টেম (10.4 মিমি + 6 মিমি) রয়েছে। এতে 49dB পর্যন্ত অ্যাডেপ্টিভ নয়েস ক্যানসেলেশন রয়েছে। এতে স্লাইডিং ভলিউম কন্ট্রোল ফিচার রয়েছে, যার সাহায্যে সহজেই সাউন্ড লেভেল অ্যাডজাস্ট করা যায়। এই ইয়ারবাড এক সঙ্গে দুটি ডিভাইসের সঙ্গে কানেক্ট করা যায়। IP55 রেটিং সহ OnePlus Buds 3 এর এক্সটেন্ডেড প্লেব্যাক টাইম 44 ঘন্টা।
- সেলিং প্রাইস: 6,499 টাকা
- ডিল প্রাইস: 3,999 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)
Sony PlayStation 5 Slim Disc Edition
Sony PlayStation 5 Slim Disc Edition এ অত্যাধুনিক গেমিং টেকনোলজি রয়েছে। এতে 1TB SSD ব্যাবহার করা যায়। এর সাহায্যে 4K রেজোলিউশন এবং ডেডিকেটেড ডিসপ্লেতে 120fps পর্যন্ত গেমপ্লে করা যায়। সুন্দর কালার এক্সপেরিয়েন্সের জন্য এতে HDR ফিচার রয়েছে এবং টেম্পেস্ট 3ডি অডিওটেকের সাহায্যে দারুণ অডিও পাওয়া যায়। ডুয়েল সেন্স কন্ট্রোলারে ভালো গেমিং এক্সপেরিয়েন্সের জন্য অ্যাডেপ্টিভ ট্রিগার রয়েছে। এছাড়া এতে আগে থেকেই ASTRO প্লেরুম ইনস্টল রয়েছে, যার ফলে সহজেই জানা যায় নতুন কন্ট্রোলার কি করতে পারে।
- সেলিং প্রাইস: 54,990 টাকা
- ডিল প্রাইস: 49,990 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট কুপন সহ)
Amazon Fire TV Stick Lite
এই সেলে Amazon Fire TV Stick Lite ডিভাইসের দামেও দারুণ অফার পাওয়া যাচ্ছে। এই নতুন টিভি স্টিকে আলেক্সা রয়েছে, যার ফলে কথা বলেই সহজে কন্টেন্ট খোঁজা ও মানেজ করা যায়। এতে ইউটিউব ও এমএক্স প্লেয়ারের সঙ্গে প্রাইম ভিডিও, নেটফ্লিক্স, ডিজনি প্লাস হটস্টারের মতো বিভিন্ন প্ল্যাটফর্মের দশ লক্ষেরও বেশি শো ও ফিল্ম উপভোগ করা যায়। আমাজন ফায়ার টিভি স্টিক লাইট সহজেই ইনস্টল করা যায়। এটি টিভির HDMI পোর্টে প্লাগ করতে হয়, এর ফলে ফিল্ম, নিউজ, স্পোর্টস এবং ছোটদের কন্টেন্ট সহজেই স্ট্রীম করা যায়। এতে প্যারেন্টিয়াল কন্ট্রোল ফিচারও রয়েছে।
- সেলিং প্রাইস: 3,999 টাকা
- ডিল প্রাইস: 1,999 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট কুপন সহ)
Samsung 8kg Front Load Washing Machine
Samsung 8kg Front Load Washing Machine বিশেষভাবে বড় পরিবারের জন্য ডিজাইন করা হয়েছে। এতে 5-স্টার রেটিং ও ডিজিটাল ইনভার্টার রয়েছে। এতে 1400 RPM মোটর রয়েছে। এই মেশিনে 21 ওয়াশ প্রোগ্রাম দেওয়া হয়েছে। এতে কুইক ওয়াশ, ডেলিকেট ফেব্রিক, বেবি কেয়ারের মতো বিভিন্ন অপশন রয়েছে। ইউনিক ডায়মন্ড ড্রাম ডিজাইনের ফলে কাপড় পরিষ্কার হওয়ার সাথে সাথে সুরক্ষিতও থাকবে। এতে বিল্ট ইন ওয়াইফাই রয়েছে, যার ফলে স্মার্টথিংস অ্যাপের মাধ্যমে কন্ট্রোল করা যায়। হাইজিন স্টিম এবং এআই কন্ট্রোল প্যানেলের মতো ফিচার এটিকে আধুনিক বাড়ির জন্য আদর্শ বিকল্প করে তোলে।
- সেলিং প্রাইস: 55,990 টাকা
- ডিল প্রাইস: 33,890 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)
Amazon Echo Dot (5th Gen) Combo with Wipro Simple Setup 9W LED Smart Color Bulb
আমাজন সেলে এই অটোমেটিক স্মার্ট বাল্বের দামে দারুণ ছাড় পাওয়া যাচ্ছে। এই Echo Dot (5th Gen) এবং Wipro Simple Setup 9W LED Smart Color Bulb এর মাধ্যমে হোম অটোমেশন বাড়িয়ে তোলা যায়। এতে মোশন ডিটেকশন ফিচারের মাধ্যমে ঘ্রে ঢোকার সময় নিজে থেকেই আলো জ্বলে ওঠে এবং এই আলো অটোমেটিক বন্ধ করার ফিচার রয়েছে।
- সেলিং প্রাইস: 7,598 টাকা
- ডিল প্রাইস: 4,749 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট কুপন সহ)