আগামী‌কাল থেকে Amazon Prime মেম্বারশিপের জন্য দিতে হবে 50 শতাংশ বেশি টাকা

যদি আপনি ওটিটি অ্যাপ Amazon Prime এর ব‍্যবহার করেন তাহলে এই খবরটি আপনার জন্য খুবই প্রয়োজনীয়, কারন 14 ডিসেম্বর থেকে Amazon Prime এর মেম্বারশিপের দাম বাড়তে।চলেছে। যদি আপনার প্রাইম মেম্বারশিপ খুব শীঘ্রই এক্সপায়ার হতে চলেছে অথবা আপনি নতুন প্রাইম মেম্বারশিপ নেওয়ার কথা চিন্তা করছেন তাহলে 12AM এর আগেই এর রিচার্জ করিয়ে নিন, নাহলে ইউজারদের 13 ডিসেম্বরে‌র পরে থেকে দেশে প্রাইম মেম্বারশিপের জন্য 50 শতাংশ বেশি টাকা দিতে হবে।

আরও পড়ুন: মোবাইল রিচার্জের দাম তো বেড়ে গেছে, কিন্তু নেটওয়ার্ক কবে ঠিক হবে? প্রত‍্যেক ইউজারের মনেই এই প্রশ্ন

Amazon Prime Membership

आपको याद दिला दें कि अमेजन ने इस साल अक्टूबर में कंपनी की एनुअल दिवाली सेल – Amazon Great Indian Festival के दौरान प्राइम मेंबरशिप की फीस में इजाफा करने का ऐलान किया था। हालांकि, इस दौरान कोई फिक्सड डेट की जानकारी नहीं दी गई थी कि नई कीमतें कब से लागू होंगी।

Amazon Prime Membership New Price

ই-কমার্স ব্র‍্যান্ড মান্থলি প্রাইম মেম্বারশিপের দাম 129 টাকা দিয়ে বাড়িয়ে 179 টাকা, কোয়াটার্লি প্রাইম মেম্বারশিপের দাম 329 টাকা থেকে বাড়িয়ে 459 টাকা এবং বার্ষিক সদস‍্যতা‌ 999 টাকা থেকে বাড়িয়ে 1,499 টাকা করতে চলেছে। এই হিসাব অনুযায়ী কোম্পানি নিজের প্রাইম মেম্বারশিপের দাম 500 টাকা পর্যন্ত বাড়াতে চলেছে।

আরও পড়ুন: 91 টাকার জিও প্ল‍্যানের বৈশিষ্ট্য জেনে নিন মাত্র 5টি পয়েন্টে‌

এছাড়া 18-24 বয়সের মাঝে‌র গ্রাহকদের জন‍্য প্ল‍্যান গুলির সংশোধন করা হয়েছে। ইউথদের মেম্বারশিপ কম দামেই পাওয়া যাবে। Prime Young Adult Monthly এর 179 টাকার মান্থলি প্ল‍্যানে গ্রাহকদের Rs. 89 (Rs. 90 cashback) কম দিতে হবে। আবার Prime Young Adult এর Quarterly প্ল‍্যানে 459 টাকায় Rs. 229 (Rs. 230 cashback) কম দিতে হবে। আবার Prime Young Adult এর Yearly 1,499 টাকায় গ্রাহকদের Rs. 499 (Rs. 500 cashback) কম দিতে হবে।

2017 তে বাড়ানো হয়েছিল মেম্বারশিপ কস্ট

আমাজন প্রাইম মেম্বারশিপকে 2016 এর জুলাই মাসে শুরুতে 499 টাকায় ভারতে লঞ্চ করা হয়েছিল, পরে এটি 2017 এর অক্টোবর মাসে 999 টাকা করে দেওয়া হয়েছিল। এই হিসাব অনুযায়ী 2017 এর পরে এখন প্রথম বার মেম্বারশিপ কস্ট বাড়ানো হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here