লঞ্চ হল Android 12, অত্যন্ত অ্যাডভান্স এর টেকনোলজি এবং অসাধারণ এর ফিচার

অবশেষে দীর্ঘদিনের প্রতীক্ষার পর অ্যান্ড্রয়েড ইউজারদের অপেক্ষা শেষ হল। গুগল তাদের লেটেস্ট অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন মার্কেটে পেশ করে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি Android 12 পেশ করে দেওয়া হয়েছে। তিন বার প্রিভিউ ভার্সন লঞ্চের পর আজ Android 12 Beta ভার্সন সেল‌আউট করা হয়েছে যা আগামী দিনে বিভিন্ন স্মার্টফোনে আপডেট করা হবে। Android 12 এর সঙ্গে মোবাইল ফোন আগের থেকে বেশি অ্যাডভান্স ও ফাস্ট হ‌ওয়ার পাশাপাশি আউটলুক ছাড়াও প্রাইভেসি ও সিকিউরিটির দিক থেকেও কাজ করেছে।

পুরোনো অ্যান্ড্রয়েডের চেয়ে কতটা অ্যাডভান্স Android 12?

এর আগের কিছু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে একে অপরের থেকে তেমন কিছু পার্থক্য দেখা যায়নি, কিন্তু লেটেস্ট Android 12 অপারেটিং সিস্টেম বর্তমান Android 11 এবং আগের কিছু ভার্সনের থেকে অনেক দিক থেকে আলাদা। শুধুমাত্র ফিচার নয়, লুকের দিক থেকেও কোম্পানি Android 12 কে যথেষ্ট আলাদা করে তৈরি করেছে যা ইউজারদের যথেষ্ট খুশি করবে। গুগলের নতুন Android 12 অপারেটিং সিস্টেম অনেকটা অ্যাপেল আইফোনের ios এর মতো হবে বললে খুব একটা ভুল বলা হবে না। এবার অ্যান্ড্রয়েড ব‍্যবহারের এক্সপেরিয়েন্স সম্পূর্ণ বদলে যেতে চলেছে।

Android 12 এর বেস্ট ফিচার

Android 12 অপারেটিং সিস্টেমের সমস্ত ফিচার ও নতুন আপডেটকে ডিজাইন, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এবং মাল্টি কানেক্টিভিটি মূলত এই তিনটি ভাগে ভাগ করা হয়েছে। আমরা আগেই বলেছি গুগলের লঞ্চ করা এই নতুন অপারেটিং সিস্টেম এখনও পর্যন্ত লঞ্চ হ‌ওয়া সমস্ত ভার্সনের চেয়ে আলাদা এবং কোম্পানি একে সম্পূর্ণ রিডিজাইন করেছে। ফোন স্টার্ট হ‌ওয়া থেকে শুরু করে বিভিন্ন অ্যাপ ফাংশন প্রভৃতি সব কিছু বদলে যাবে।

Android 12 অপারেটিং সিস্টেমে লুকের সঙ্গে সঙ্গে ইউজারদের প্রাইভেসি ও ডেটা সিকিউরিটির প্রতিও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বাইরের অ্যাপ থেকে ইউজারদের ডেটা সুরক্ষিত রাখার জন্য এই নতুন অপারেটিং সিস্টেমে সেইসব অ্যাপ এবং সেগুলির অ্যাকসেস করা পয়েন্টগুলিও ট্র‍্যাক করা যাবে। Android 12 এ ভয়েস ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কাজ করা হয়েছে এবং এই নতুন ভার্সনে স্মার্টফোনকে মাল্টি ডিভাইস কানেক্টিভিটির যোগ্য করে তোলা হয়েছে। শুনলে বিশ্বাস হবে না, কিন্তু এখন থেকে মোবাইল ফোনের মাধ্যমেই গাড়িও খোলা যাবে।

কোন ফোন সবার আগে পাবে Android 12 এর আপডেট?

Android 12 Beta ভার্সন সেল‌আউট করার পাশাপাশি গুগলের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে কোন কোন স্মার্টফোন সবার আগে এই লেটেস্ট অপারেটিং সিস্টেমের আপডেট পাবে। এই লিস্টে Google Pixel ফোনের সঙ্গে সঙ্গে ASUS, OnePlus, OPPO, Realme, Sharp, Tecno, TCL, Vivo, Xiaomi ও ZTE কোম্পানির নাম আছে। ঘোষণার সময় গুগল জানিয়েছে এইসব কোম্পানি আজ থেকেই Android 12 Beta ভার্সন ব‍্যবহার করতে পারবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here